প্রাণ ফিরছে রংপুরের নদ-নদীতে



ফরহাদুজ্জামান ফারুক, স্টাফ করেসপন্ডেন্ট, রংপুর, বার্তা২৪.কম
চলছে নদী খনন কাজ / ছবি: বার্তা২৪

চলছে নদী খনন কাজ / ছবি: বার্তা২৪

  • Font increase
  • Font Decrease

বাস্তবায়ন হচ্ছে রংপুর জেলায় ডেল্টা প্ল্যানের তিনটি প্রকল্প। এর মাধ্যমে বুড়াইল, তিস্তা, আখিরা, চিতলি, কাফ্রিখাল ও শ্যামাসুন্দরীসহ সাতটি নদ-নদী ও খালের খনন কাজ শুরু করেছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী প্রতিশ্রুতি আর সরকারি উদ্যোগে এসব নদী ও খালের খনন, তীর সংরক্ষণ, বাঁধ নির্মাণ কাজ চলছে পুরোদমে। এতে করে দখল-দূষণে আধমরা নদ-নদীতে প্রাণ ফিরতে শুরু করেছে।

অথচ মাস দুয়েক আগেও সরেজমিনে পীরগাছা উপজেলার বুক চিড়ে বয়ে চলা বুড়াইল নদীতে দেখা গেছে বিস্তীর্ণ ফসলের ক্ষেত। যেন সবুজের সমারোহ। বোঝার উপায় ছিল না এটি এক সময়ের খরস্রোতা বুড়াইল নদী। এখন বুড়াইলে আবাদি জমি নেই। নদীর বুকে কমছে বোরোর বিস্তৃতি। যৌবনে ভাটা পড়া এই নদীতে এখন আসতে শুরু করেছে পানি। প্রাণ ফিরছে নদীর বুকে।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Apr/22/1555932595257.jpg

তবে নিয়ম মেনে নদী খননের কাজ চলছে না বলে অভিযোগ তুলেছেন নদীপাড়ের মানুষজন। তারা বলছেন, সঠিক উপায়ে খনন কাজ হলে কৃষি অর্থনীতিতে নদী যেমন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তেমনি নদী খননের উদ্দেশ্যও সফল হবে। অন্যথায় নদী খননে লাভের চেয়ে লোকসানের বোঝা ভারী হবে।

গঙ্গাচড়া উপজেলার মর্ণেয়া এলাকার তিস্তাপাড়ের বাবলু মিয়া, হোসেন আলী আর রহমত মিয়া বার্তা২৪.কমকে বলেন, ‘নদীতে ড্রেজিং করে যা তোলা হচ্ছে, সবই তো নদীর পেটেই রাখা হচ্ছে। এতে ড্রেজিং করে কি লাভ হবে। কয়েক মাস পর নদীর মাটি-বালু নদীতেই গিয়ে আবার ভরাট হবে। তাছাড়া নদীর দু’পাড়ে যেভাবে ড্রেজিং করানোর কথা সেইভাবে কাজ তো হচ্ছে না।’

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Apr/22/1555932613495.jpg

একই অভিযোগ পীরগঞ্জের করতোয়া নদীপাড়ের মানুষদেরও। তারা বলছেন, নিয়ম অনুযায়ী কোথাও খনন কাজ হয়নি। তবে যেটুকো খনন কাজ হয়েছে, তা যেন আবারও দখল-দূষণে ভেস্তে না যায়।’

এদিকে স্থানীয় নদী রক্ষা আন্দোলনকারীরা বলছেন, বুড়াইলের মতো প্রাণ ফিরতে শুরু করা রংপুরের নদ-নদীগুলো জীব বৈচিত্র আর পরিবেশ রক্ষায় ভূমিকা রাখবে। নদী কেন্দ্রিক ব্যবসা-বাণিজ্য ও যোগাযোগ ব্যবস্থায়ও বাড়বে অর্থনৈতিক গুরুত্বপূর্ণ।

তিস্তা বাঁচাও-নদী বাঁচাও সংগ্রাম পরিষদের আহ্বায়ক নজরুল ইসলাম হক্কানী বার্তা২৪.কমকে বলেন, ‘নদী কেন্দ্রিক অবৈধ দখল উচ্ছেদ করতে হবে। প্রয়োজনে দখলকারীদের তালিকা প্রকাশ করতে হবে। নদীগুলো বাঁচানো না গেলে এই অঞ্চলের জীব বৈচিত্র্য হুমকির মধ্যে পড়বে।’

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Apr/22/1555932711853.jpg

তিনি আরও বলেন, ‘নিয়ম অনুযায়ী খনন কাজ সম্পন্ন হলে নদীগুলো পরিশুদ্ধ হবে। মাছের খাবার তৈরি হবে। নদীর স্বাভাবিক চেহারা ফিরে আসবে। এতে করে নদীপাড়ের মানুষরাই উপকৃত হবে।’

অন্যদিকে নকশা অনুযায়ী স্বচ্ছভাবেই খনন কাজ চলছে বলে দাবি করেন বাংলাদেশ পাউবোর রংপুরের নির্বাহী প্রকৌশলী মো. মেহেদী হাসান। তিনি বার্তা২৪.কমকে বলেন, ‘যারা দখল করেছিলেন, তারাই এসব অভিযোগ তুলেছেন। আমরা নিয়ম মেনেই কাজ করছি। শুধু তাই নয়, আইডব্লিউ ও পানি উন্নয়ন বোর্ডের নিজস্ব ট্রান্সফোর্স কর্তৃক নদী খননে তোলা মাটিগুলো অন্যত্র সরিয়ে নেওয়া হবে।’

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Apr/22/1555932693660.jpg

উল্লেখ্য, রংপুর জেলায় তিনটি খাল ও চারটি নদীর ১৪১ কিলোমিটার দীর্ঘ খনন কাজের ব্যয় ধরা হয়েছে ৭৭ কোটি টাকা। এরমধ্যে রংপুর সদর ও গঙ্গাচড়ার তিস্তায় ঝুঁকিপূর্ণ ৩৫ কিলোমিটার বাঁধ নির্মাণ, ১০ কিলোমিটার নদী তীর সংরক্ষণ ও ৪ কিলোমিটার খনন কাজ চলছে।

   

সাড়ে ৪ লাখ টাকার গাঁজাসহ কারবারী আটক



ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বরগুনা
সাড়ে ৪ লাখ টাকার গাঁজাসহ কারবারী আটক

সাড়ে ৪ লাখ টাকার গাঁজাসহ কারবারী আটক

  • Font increase
  • Font Decrease

কুমিল্লা থেকে গাঁজা বিক্রি করতে এসে সাড়ে ৪ লাখ টাকার ৬ কেজি গাঁজাসহ আটক হয়েছে সোহেল নামে এক মাদক কারবারি।

শুক্রবার (১৯ এপ্রিল) সকালে বরগুনা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে আমতলী উপজেলার সীমান্ত এলাকা শাখারিয়া বাসস্ট্যান্ড থেকে একটি ব্যাগের ভিতর থেকে ওই গাঁজাগুলো উদ্ধার করে জব্দ করে। ওই সময় তারা গাঁজা বহনকারী কারবারী সোহেলকে আটক করে জিজ্ঞাসাদের জন্য বরগুনা জেলা ডিবি কার্যালয়ে নিয়ে যায়।

আটককৃত মাদক কারবারি সোহেল কুমিল্লার কোতোয়ালি থানার ধর্মপুর এলাকার বশিরুল্লাহর ছেলে। পেশায় সে একজন স্যানিটারী মিস্ত্রি। ভারত থেকে চোরাইপথে আসা গাঁজা আখাউড়া থেকে সংগ্রহ করে সড়ক পথে বরগুনার আমতলীতে বিক্রি করার উদ্দেশ্য নিয়ে আসার সময় পথিমধ্যে জেলা গোয়েন্দা (ডিবি)'র অভিযানে ধরা পড়ে যায়।

এ বিষয়ে বরগুনা জেলা গোয়েন্দা (ডিবি) শাখার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বশির আলম বার্তা২৪.কমকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমার নেতৃত্বে উপ- পরিদর্শক জ্ঞান কুমার দাস, মোঃ বশির আহমেদ, সহকারী পরিদর্শক রুবেল হাওলাদার, ডিবি সদস্য প্রিন্স সিমলাই, মাহমুদসহ গোয়েন্দা পুলিশের একটি টিম গভীর রাত থেকে আমতলীর সীমান্ত এলাকা শাখারিয়া বাসস্ট্যান্ডে অবস্থান করি।

চট্টগ্রাম থেকে ছেড়ে আসা কুয়াকাটাগামী হানিফ পরিবহনে তল্লাশি চালিয়ে ৬ কেজি গাঁজাসহ সোহেল নামে ওই মাদক কারবারীকে হাতেনাতে আটক করতে সক্ষম হই। আটক কারবারীকে জিজ্ঞাসাবাদের জন্য জেলা গোয়েন্দা (ডিবি) কার্যালয়ে নিয়ে আসা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে বিধি মোতাবেক তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

;

রংপুরে ৩৫ কেজি গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী আটক



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রংপুর
ছবি: বার্তা ২৪

ছবি: বার্তা ২৪

  • Font increase
  • Font Decrease

রংপুরের পীরগাছায় ৩৫ কেজি গাঁজাসহ চার মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১৯ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন পীরগাছা থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম। এর আগে বৃহস্পতিবার রাত ১২টার দিকে উপজেলার পূর্বদেবু গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে দুজন ও শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে একই বাড়ি থেকে অপর দুজনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন উপজেলার পূর্বদেবু গ্রামের বাদশা মিয়ার ছেলে সাব্বির আহমেদ জয় ওরফে আব্দুস সালাম (৪০), একই গ্রামের হোসেন আলীর ছেলে শাহাজাহান মিয়া (৩৬), কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার বাসিন্দা সবুজ মিয়া (২৮) ও একরামুল হক (২৬)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পূর্বদেবু গ্রামের আব্দুস ছালামের বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় তল্লাশি করে ৩৫ কেজি গাঁজাসহ আব্দুস ছালাম ও শাহাজাহান মিয়াকে আটক করা হয়। পরে শুক্রবার সকালে আব্দুস ছালামের বাড়িতে সেই গাঁজা কিনতে আসে ফুলবাড়ি থেকে সবুজ মিয়া ও একরামুল হক। খবর পেয়ে তাদেরকেও আটক করে থানায় নিয়ে আসে পুলিশ।

পীরগাছা থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম বলেন, গাঁজাসহ দুজন ও পরবর্তীতে গাঁজা কিনতে আসা দুজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে।

;

লালমনিরহাটে ৪০০ বোতল ফেনসিডিলসহ নারী কারবারি আটক



ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, লালমনিরহাট
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলায় ৪০০ বোতল ফেনসিডিল ও চার বোতল ভারতীয় হুইস্কিসহ স্বরসতী রানী (৩৩) নামে এক নারী মাদকারবারীকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত স্বরসতী রানী কালীগঞ্জ উপজেলার ঘোঙ্গাগাছ এলাকার পলাতক মাদক ব্যবসায়ী পবিত্র রায়ের স্ত্রী।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) রাতে মাদক ব্যবসায়ী পবিত্র রায়ের বাড়িতে মাদকের বড় চালান ঢুকেছে এমন গোপন সংবাদের ভিত্তিতে এসআই মফিজুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে এ সময় স্বরসতী রানীর সহযোগিতায় বাশের তৈরী মাচা হতে ৪০০ বোতল ফেনসিডিল ও ৪ বোতল হুইস্কি উদ্ধার করা হয়।

কালিগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বার্তা২৪.কমকে জানান, আটককৃত নারী মাদক কারবারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জেলহাজতে পাঠানো হয়েছে।

;

২৪ ঘণ্টায় ১৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

দেশে গত ২৪ ঘণ্টায় ১৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৪৯ হাজার ৮১৬ জনে। এ সময়ে করোনায় আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। ফলে মোট মৃত্যুর সংখ্যা ২৯ হাজার ৪৯৪ জনে অবস্থান করছে।

শুক্রবার (১৯ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২৫ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২০ লাখ ১৭ হাজার ২৯৪ জন।

গত ২৪ ঘণ্টায় পরীক্ষা করা হয় ৩৮৮ জনের নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৪ দশমিক ১২ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ০৭ শতাংশ।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দু-দিন করোনায় সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।

;