রাজশাহীতে কলেজে চলছে পরীক্ষা, মাঠে বসছে গরুর হাট!



স্টাফ করেসপন্ডেট, বার্তাটোয়েন্টিফোর.কম, রাজশাহী
বানেশ্বর সরকারি কলেজ মাঠে গরুর হাট

বানেশ্বর সরকারি কলেজ মাঠে গরুর হাট

  • Font increase
  • Font Decrease

রাজশাহীর পুঠিয়া উপজেলার ঐতিহ্যবাহী বানেশ্বর সরকারি কলেজে চলছে ডিগ্রি দ্বিতীয় বর্ষ, রাষ্ট্রবিজ্ঞান ও উদ্ভিদবিজ্ঞান বিভাগের চূড়ান্ত পরীক্ষা। উপজেলার ৫টি কলেজের তিন শতাধিক শিক্ষার্থীর পরীক্ষার কেন্দ্র এটি। অথচ কোরবানির ঈদকে সামনে রেখে কলেজের মাঠে সপ্তাহে দুই দিন করে বসছে গরুর হাট।

জেলার বিভিন্ন উপজেলা এবং পার্শ্ববর্তী নাটোর, পাবনা, সিরাজগঞ্জ থেকে প্রতিদিন কয়েক হাজার মানুষের আনাগোনা। গরুর ডাকাডাকির সঙ্গে ব্যবসায়ী ও ক্রেতাদের হাকডাকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে শিক্ষক-শিক্ষার্থীদের।

তবে এই বিষয়ে নিরুপায় কলেজ অধ্যক্ষ এসএম একরামুল হক। আর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ওলিউজ্জামান বলছেন, হাট ইজারা দেওয়া হয়েছে ঠিকই। কিন্তু ইজারার সময় শর্ত দেওয়া হয়- পরীক্ষার দিনে কোনো হাট বসানো যাবে না। তবে ইজারাদাররা যদি পরীক্ষার দিনে হাট বসায় তবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

শনিবার (০৩ আগস্ট) দুপুরে সরজমিনে গিয়ে দেখা যায়, সকাল ১০টা থেকে বানেশ্বর সরকারি কলেজে অনুষ্ঠিত হচ্ছে ডিগ্রী ২য় বর্ষের ফাইনাল পরীক্ষা। আর দুপুর ২টা থেকে শুরু হয় রাষ্ট্রবিজ্ঞান ও উদ্ভিদবিজ্ঞান বিভাগের পরীক্ষা। বানেশ্বর কলেজ ছাড়াও এই কেন্দ্রে পরীক্ষায় অংশ নেয় চারঘাট এমএ হাদী ডিগ্রী কলেজ, সরদহ সরকারি কলেজ, কাটাখালী আদর্শ কলেজ ও বেলপুকুর আইডিয়াল কলেজের ছাত্র-ছাত্রীরা।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Aug/04/1564899166641.jpg

জানা যায়, প্রতি সপ্তাহের শনিবার ও মঙ্গলবার বানেশ্বর বাজারের হাট বার। বানেশ্বর বাজারে গরু-ছাগলের হাট বসানোর নির্দিষ্ট জায়গা থাকলেও কিছু প্রভাবশালী ব্যবসায়ীদের দখলে চলে যাওয়ায় হাট ইজারাদাররা ইচ্ছামত এই কলেজ মাঠে দীর্ঘদিন ধরে গরু-ছাগলের হাট বসায়। যার ফলে পরীক্ষা দিতে আসা ছাত্র-ছাত্রী, কলেজের শিক্ষক কর্মচারীদেরকে পোহাতে হচ্ছে চরম ভোগান্তি।

নাম না প্রকাশ করার শর্তে বেশ কয়েক জন ছাত্র-ছাত্রী জানান, বানেশ্বর ট্রাফিক মোড় থেকে কলেজে পরীক্ষা কক্ষে আসতে তাদের সময় লেগেছে প্রায় ৩০ মিনিট। তাও আবার খুব কষ্টে। গরুর লাথি ও সিংগের আঘাতের ভয়, বখাটে যুবক ও ব্যবসায়ীদের ঠেলাঠেলি, গরুর মল-মূত্রে পোশাক নষ্ট হয়ে যাওয়ার উপক্রম হয়। নির্ধারিত সময়ে পরীক্ষার কক্ষে প্রবেশ নিয়ে তাদের সংশয়ে পড়তে হয়।

কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা জানান, কলেজের ভবনে প্রবেশের মূল রাস্তা এই মাঠ দিয়ে। এই মাঠ দিয়ে কলেজে যাতায়াত করতে হয়। তাছাড়া শিক্ষার্থীরা ক্লাসের অবসরে মাঠটিতে ক্রিকেটসহ অন্যান্য খেলাধুলা করে থাকে। কিন্তু কলেজ সরকারি হলেও প্রতি শনিবার ও মঙ্গলবার মাঠে গরু ও পানের হাট বসানোর ফলে মাঠটি নষ্ট হতে চলেছে। বিশেষ করে গরুর মল-মূত্রে এবং ক্রেতা-বিক্রেতাদের পদচারণায় মাঠটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে।

পাশা-পাশি গরুর পায়ের আঘাতে মাঠের বিভিন্ন জায়গায় ছোট-বড় অসংখ্য গর্ত সৃষ্টি হয়েছে। একটু বৃষ্টি হলেই ওই গর্তে পানি জমে যায়। এতে এই সরকারি কলেজে যাওয়ার একটি মাত্র রাস্তা দিয়ে আর চলা-ফেরা করা যায় না। ফলে এ সময় শিক্ষক ও শিক্ষার্থীরা বিকল্প রাস্তায় কলেজে যাতায়াতের জন্য তাদেরকে পোহাতে হয় অনেক কষ্ট।

বানেশ্বর সরকারি কলেজের অধ্যক্ষ এসএম একরামুল হক জানান, প্রতি বছর কোরবানির হাট বসে। এবার পরীক্ষার মধ্যে আমরা এই মাঠে গরুর ও পানের হাট না বসানোর জন্য বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার বরাবর চিঠি দিয়েছি। তারপরও হাট বসেছে। এখানে আমার কিছু করার নেই।

জানতে চাইলে বানেশ্বর হাটের ঠিকাদার ওসমান আলী বার্তাটোয়েন্টিফোর.কম-কে বলেন, ‘উপজেলা নির্বাহী অফিসার ওলিউজ্জামান এসে দেখে গেছেন। তারপর আমরা ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের যাওযার পথে দুই ধারে বাঁশ দিয়ে ঘিরে রয়েছে। এতে কারো সমস্যা হওয়ার কথা নয়।’

   

পিরোজপুর বৃষ্টির জন্য অঝোরে কাঁদলেন মুসল্লিরা



ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, পিরোজপুর
ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

  • Font increase
  • Font Decrease

বৃষ্টির জন্য অঝোরে কেঁদে কেঁদে আল্লাহর সাহায্য চাইলেন পিরোজপুর তাফহিমুল কোরআন মাদ্রাসার মাঠে নামাজ আদায় করতে আসা শতশত মুসল্লিরা।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল ) সকাল ৮টায় মাদরাসার মাঠে সালাতুল ইসতিসকার নামাজ অনুষ্ঠিত হয়। বিশেষ এ নামাজে সদর উপজেলার বিভিন্ন এলাকার শতশত মুসল্লি অংশগ্রহণ করেন।

নামাজের ইমামতি করান বাইতুস সালাত জামে মসজিদ এর খতিব মাও: আব্দুল হালিম। তিনি বলেন, দীর্ঘদিন বৃষ্টি না হওয়ায় মানুষ খুব বিপদে আছে। বৃষ্টি
বা পানির জন্য আল্লাহ সালাতের মাধ্যমে চাইতে বলেছেন। আল্লাহর কাছে চাওয়া সুন্নাত। নামাজের মাধ্যমে কেঁদে কেঁদে আল্লাহর সাহায্য চাইলে আল্লাহ তা বান্দাদের দিয়ে থাকেন। তাই নামাজের মাধ্যমে আল্লাহর কাছে বৃষ্টির জন্য এই আয়োজন।

;

ঠাকুরগাঁওয়ে বৃষ্টির জন্য বিশেষ নামাজ আদায়



ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঠাকুরগাঁও
ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

  • Font increase
  • Font Decrease

ঠাকুরগাঁওয়ে তীব্র তাপপ্রবাহ থেকে মুক্তি পেতে বৃষ্টির প্রার্থনায় সালাতুল ইসতিসকার নামাজ আদায় করা হয়েছে।

বুধবার (২৫ এপ্রিল) সকালে পৌরশহরের মাদরাসা পাড়া ঈদগাহ মাঠে এ নামাজ অনুষ্ঠিত হয়৷

নামাজে ইমামতি ও খুতবা প্রদান করেন সালান্দর ইসলামিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ আবুল কালাম ত্ব-হা। নামাজ শেষে মোনাজাত করেন মাদরাসটির সাবেক অধ্যক্ষ মাওলানা রফিকুল ইসলাম।

শীতপ্রবণ জেলা ঠাকুরগাঁওয়ে তীব্র গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে জনজীবন। তীব্র থেকে তীব্রতর তাপমাত্রার মুখোমুখি হতে হচ্ছে জেলার মানুষকে। তাপপ্রবাহের কারণে দৈনন্দিন কাজে ব্যাঘাত ঘটছে। মাঠে কাজ করা দুর্বিষহ হয়ে পড়েছে কৃষকদের। হাসপাতালে বেড়েছে শিশু-বৃদ্ধ রোগীর সংখ্যা৷ এমন পরিস্থিতি থেকে মুক্তি পেতে বৃষ্টির আশায় নামাজ আদায় করেন মুসল্লিরা।

নামাজ আদায় করতে আসা ব্যবসায়ী রফিকুল ইসলাম বলেন, কাজের জন্য বাইরে বের হওয়া কঠিন হয়ে দাড়িয়েছে। রোদে দুই মিনিট থাকা যায় না। শরীর ঝলসে যাওয়ার মতন অবস্থা। আমাদের নাভিশ্বাস অবস্থা হয়ে দাঁড়িয়েছে। বৃষ্টির আশায় নামাজ আদায় করলাম। যদি আল্লাহ আমাদের প্রতি রহম করেন তবে স্বস্তি ফিরবে।

সালান্দর ইসলামিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ আবুল কালাম ত্ব-হা বলেন, সারাদেশে দাবদাহে জনজীবনে বিপর্যয় ঘটেছে। আমাদের জেলায়ও অস্বস্তি পর্যায়ে চলে গিয়েছে। আমাদের গুনাহর ফসল এসব। আমরা বৃষ্টির আশায় সালাতুল ইসতিসকা নামাজ আদায় করলাম। আল্লাহ আমাদের প্রতি রহম করবেন।

;

নোয়াখালীতে হিট স্ট্রোকে শিক্ষার্থীর মৃত্যু



ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নোয়াখালী
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

নোয়াখালীর বেগমগঞ্জে হিট স্ট্রোকে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত ঋতু সুলতানা (১৫) উপজেলার ছয়ানী ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের সাদারি গ্রামের কবিরাজ বাড়ির মো. ইসমাইলের মেয়ে। সে স্থানীয় ছয়ানী উচ্চ বিদ্যালয় থেকে চলতি বছর এসএসসির ফলপ্রত্যাশী ছিল।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকাল পৌনে ১০টার দিকে মুঠোফোন বিষয়টি নিশ্চিত করেন- ছয়ানী উচ্চ বিদ্যালয়ে কৃষি শিক্ষক মনির হোসাইন।

এর আগে, বুধবার রাত আড়াইটার দিকে উপজেলার ছয়ানী ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের সাদারি গ্রামের কবিরাজ বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহতের বাবা ইসমাইল জানান, বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে ঋতু গুরুতর অসুস্থ হয়ে পড়ে। একপর্যায়ে তিনি স্থানীয় একজন গ্রাম্য চিকিৎসককে ডেকে বাড়িতে নিয়ে আসেন। পরে গ্রাম্য চিকিৎসক ধারণা করেন- প্রচণ্ড গরমে হিট স্ট্রোকে তার মৃত্যু হয়েছে।

শিক্ষক মনির হোসাইন বলেন, ঋতুর এমন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ছয়ানী উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ থেকে সে চলতি বছর এসএসসি পরীক্ষা দিয়েছিল। তার মৃত্যুর সংবাদে তার সহপাঠী, শিক্ষকবৃন্দ তার বাড়িতে ছুটে যান। কোনোভাবেই তার এমন মৃত্যু মেনে নিতে পারছে না পরিবার।

এ বিষয়ে জানতে একাধিকবার নোয়াখালী সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখারের মুঠোফোনে কল করা হলেও তার ফোনে সংযোগ পাওয়া যায়নি।

;

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে আটক ৩৭



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

  • Font increase
  • Font Decrease

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩৭ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অপরাধ ও গোয়েন্দা বিভাগ। মাদক বিক্রি ও সেবনের অভিযোগে তাদের আটক করা হয়েছে বলে জানানো হয়েছে।

বুধবার (২৪ এপ্রিল) সকাল ছয়টা থেকে বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদেরকে আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ৫০৮ পিস ইয়াবা, ৮৬ কেজি ৭৯৩ গ্রাম ৮০ পুরিয়া গাঁজা, ৭৪ গ্রাম ৫১ পুরিয়া হেরোইন, ৮২ বোতল ফেনসিডিল ও ৪০০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে জা‌নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

ডিএমপির নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এ অভিযান প‌রিচালনা করা হয়েছে বলে জানানো হয়। সেই সঙ্গে আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৬টি মামলা রুজু হয়েছে বলেও জানানো হয়।

;