ভারত থেকে ভাড়ায় আনা হচ্ছে ২০টি রেলইঞ্জিন



তৌফিকুল ইসলাম, স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা
বাংলাদেশ রেলওয়ের একটি ইঞ্জিন/ ছবি: সংগৃহীত

বাংলাদেশ রেলওয়ের একটি ইঞ্জিন/ ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

রেলে ইঞ্জিন সংকট কাটাতে ভারতের কাছে ২০টি ইঞ্জিন উপহার চেয়েছে বাংলাদেশ রেলওয়ে। ভারত তাতে রাজি হওয়ার সম্ভাবনা কম। তাই আপাতত চুক্তিভিত্তিক ভাড়ায় ২০টি ইঞ্জিন ভারত থেকে নিয়ে আসার আলোচনা চলছে। শীঘ্রই সেগুলো বাংলাদেশ রেলওয়ের বহরে যুক্ত হবে বলে জানা গেছে।

সোমবার (২৬ আগস্ট) বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালকরের দফতর সূত্রে জানা যায়, ভারতে থেকে ভাড়াভিত্তিক ১০টি মিটারগেজ ও ১০টি ব্রডগেজ ইঞ্জিন আনার জন্য দুই দেশের মন্ত্রী পর্যায়ে বৈঠক হয়েছে। এখন কূটনৈতিক পর্যায়ে আলোচনা চলছে।

রেল সূত্রে জানা যায়, বাংলাদেশ রেলওয়েতে ১৭৮টি মিটারগেজ ও ৯০টি ব্রডগেজ ইঞ্জিন বা লোকোমোটিভ রয়েছে। এসব ইঞ্জিন দিয়েই বিভিন্ন রুটের ট্রেন পরিচালনা করা হচ্ছে। এছাড়া মিটারগেজ যাত্রীবাহী কোচ আছে এক হাজার ১৪৫টি এবং ব্রডগেজ যাত্রীবাহী কোচ আছে।

রেলের লোকোমোটিভ সংগ্রহ শাখা থেকে জানা যায়, রেলের কেনা পুরনো মিটারগেজ ১৭৮টি ইঞ্জিন রয়েছে। এসব ইঞ্জিনের মেয়াদকাল ছিল ২০ বছর। কিন্তু এর মধ্যে ৩৯টি আছে ২০ বছরের মধ্যে। ৪৪টি ইঞ্জিনের বয়স ২১ থেকে ৩০ বছরের মধ্যে। ৩১টি ইঞ্জিনের বয়স হয়েছে ৩১ থেকে ৪০ বছরের মধ্যে এবং ৬৪টি ইঞ্জিনের বয়স ৪১ বছরের উপরে। অর্থাৎ মিটারগেজ বেশিরভাগ ইঞ্জিন চলাচলের অনুপযোগী এবং মেয়াদোত্তীর্ণ।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Aug/26/1566822963156.gif

এদিকে পশ্চিমাঞ্চলে চলাচলকারি ৯০টি ব্রডগেজ ইঞ্জিনের মধ্যে ৩৯টি ইঞ্জিনের বয়স ২০ বছরের মধ্যে আছে। ২৪টি ইঞ্জিনের বয়স ৩১ থেকে ৪০ বছরের মধ্যে এবং ২৭টি ইঞ্জিনের বয়স ৪১ বছরের উপরে। অর্থাৎ ব্রডগেজ বেশিরভাগ ইঞ্জিনও মেয়াদোত্তীর্ণ হয়েছে।

জানা যায়, মেয়াদোত্তীর্ণ ইঞ্জিন বাদ দিয়ে নতুন ইঞ্জিন কেনার প্রকল্প চলমান রয়েছে। তিনটি প্রকল্পের আওতায় ১০০টি মিটারগেজ ইঞ্জিন আসবে। আলাদা আরেকটি প্রকল্পে ৪০টি ব্রডগেজ ইঞ্জিন নিয়ে আসা হবে।

আরও জানা যায়, প্রথম ধাপে এডিবির অর্থায়নে কোরিয়া থেকে ১০টি মিটারগেজ ইঞ্জিন আনা হবে ২০২০-২১ অর্থবছর নাগাদ। দ্বিতীয় ধাপে ইডিসিএফ কোরিয়ার অর্থায়নে ২০টি ইঞ্জিন আনা হবে কোরিয়া থেকে।

তৃতীয় ধাপে সাপ্লায়ার ক্রেডিটের মাধ্যমে চীন থেকে ৭০টি ইঞ্জিন আনা হবে। তবে দ্বিতীয় ও তৃতীয় ধাপের ইঞ্জিন কবে নাগাদ বাংলাদেশে আসবে সেটি জানা যায়নি। তাছাড়া আলাদা প্রকল্পের আওতায় ৪০টি ব্রডগেজ ডিজেল ইলেকট্রিক ইঞ্জিন আনা হবে ২০২২ সাল নাগাদ।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Aug/26/1566822977152.gif

বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক মিয়া জাহান বার্তাটোয়েন্টিফোর.কম-কে বলেন, 'রেলমন্ত্রী কিছুদিন আগে ভারত সফরে গিয়েছিলেন। সেখানে দুই দেশের রেলের উন্নয়নে বিভিন্ন চুক্তি নিয়ে আলোচনা হয়েছে। তার মধ্যে রেলের ২০টি লোকোমোটিভ নিয়ে আসারও একটা কথা হয়েছে।’

মিয়া জাহান আরও বলেন, 'ইঞ্জিন বাড়ানোর জন্য বেশকিছু প্রজেক্ট চলমান রয়েছে। যতদিন এসব নতুন ইঞ্জিন দেশে না আসে, ততদিন পর্যন্ত ভারতের কাছ থেকে নেওয়া এই ২০টি ইঞ্জিন দিয়ে কাজ চালোনো হবে।’

তিনি বলেন, ‘ভারতকে বলেছি, তোমরা আমাদের ২০টি ইঞ্জিন উপহার দাও। আমাদের আমদানি করা নতুন ইঞ্জিনগুলো আসলে তোমাদের ইঞ্জিন ফেরত দেব। তারা যদি এই চুক্তিতে রাজি না হয়, সেক্ষেত্রে ভাড়াভিত্তিক ভারত থেকে ২০টি ইঞ্জিন নিয়ে আসব।’ নতুন ইঞ্জিন আসলে পর্যায়ক্রমে পুরনো ও মেয়াদোত্তীর্ণ ইঞ্জিন ট্রেনের বহর থেকে বাদ দেওয়া হবে বলেও জানান তিনি।

   

লালমনিরহাটে ৪০০ বোতল ফেনসিডিলসহ নারী কারবারি আটক



ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, লালমনিরহাট
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলায় ৪০০ বোতল ফেনসিডিল ও চার বোতল ভারতীয় হুইস্কিসহ স্বরসতী রানী (৩৩) নামে এক নারী মাদকারবারীকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত স্বরসতী রানী কালীগঞ্জ উপজেলার ঘোঙ্গাগাছ এলাকার পলাতক মাদক ব্যবসায়ী পবিত্র রায়ের স্ত্রী।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) রাতে মাদক ব্যবসায়ী পবিত্র রায়ের বাড়িতে মাদকের বড় চালান ঢুকেছে এমন গোপন সংবাদের ভিত্তিতে এসআই মফিজুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে এ সময় স্বরসতী রানীর সহযোগিতায় বাশের তৈরী মাচা হতে ৪০০ বোতল ফেনসিডিল ও ৪ বোতল হুইস্কি উদ্ধার করা হয়।

কালিগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বার্তা২৪.কমকে জানান, আটককৃত নারী মাদক কারবারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জেলহাজতে পাঠানো হয়েছে।

;

২৪ ঘণ্টায় ১৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

দেশে গত ২৪ ঘণ্টায় ১৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৪৯ হাজার ৮১৬ জনে। এ সময়ে করোনায় আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। ফলে মোট মৃত্যুর সংখ্যা ২৯ হাজার ৪৯৪ জনে অবস্থান করছে।

শুক্রবার (১৯ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২৫ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২০ লাখ ১৭ হাজার ২৯৪ জন।

গত ২৪ ঘণ্টায় পরীক্ষা করা হয় ৩৮৮ জনের নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৪ দশমিক ১২ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ০৭ শতাংশ।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দু-দিন করোনায় সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।

;

সাতক্ষীরার গাবুরায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার



ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট বার্তা২৪.কম, সাতক্ষীরা
ছবি: বার্তা ২৪.কম

ছবি: বার্তা ২৪.কম

  • Font increase
  • Font Decrease

সাতক্ষীরার শ্যামনগরের গাবুরায় সাইফুলের মৎস্য ঘের সংলগ্ন কালভার্টের উপর থেকে অজ্ঞাত এক ব্যক্তির (৩০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৯ এপ্রিল) মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা মর্গে পাঠিয়েছে পুলিশ।

এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

এলাকাবাসী জানায়, নিহত ওই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন অবস্থায় গত কয়েকদিন এলাকায় ঘোরাফেরা করছিলেন। অজ্ঞাত ব্যক্তি হিন্দু (সনাতন ধর্মের) বলে জানান এলাকাবাসী।

শ্যামনগর উপজেলার গাবুরা ইউপি চেয়ারম্যান জি.এম মাসুদুল আলম জানান, সকালে সোরা এলাকার সাইফুলের মৎস্য ঘের সংলগ্ন কালভার্টের উপরে ওই ব্যক্তির মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা তাকে খবর দিলে তিনি স্থানীয় ইউপি সদস্যের মাধ্যমে থানা পুলিশকে বিষয়টি অবহিত করেন। পরে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ জানান, প্রাথমিকভাবে জানা গেছে মৃত অজ্ঞাত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন।

পরিচয় শনাক্ত করা না গেলে বেওয়ারিশ হিসেবে মরদেহ আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।

;

সাভারে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ৮



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা ২৪.কম, সাভার (ঢাকা)
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

সাভারে ডাকাতির প্রস্তুতির সময় ৮ জনকে গ্রেফতার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় তাদের কাছ থেকে চাপাতি, ছুরিসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১৯ এপ্রিল) গ্রেফতারকৃতদের আদালতে পাঠায় ডিবি পুলিশ। এর আগে দিবাগত রাত ২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের ব্যাংক কলোনীর সাভার মডেল মসজিদ সংলগ্ন ফুটওভার ব্রিজের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- মানিকগঞ্জের মো. রতন (৩৫), টাঙ্গাইলের মো. রানা মিয়া (৪০), ময়মনসিংহের মো. মিলন (১৯), ঠাকুরগাঁওয়ের মো. মুরাদ (২৮), মুরাদের ভাই মো. আরিফুল ইসলাম (৩১), সাভারের ছোট বলিমেহের এলাকার মো. আব্দুল আলীম (৩৬), মানিকগঞ্জের মো. মানিক (৩৫) ও সাভারের বনপুকুর এলাকার মো. রনি (৩০)।

তাদের কাছ থেকে ৪টি চাপাতি, ১টি সুইচ গিয়ার, ১টি দা, ১টি লোহার পাইপ ও ১টি কাঠের স্ট্যাম্প উদ্ধার করে জব্দ করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের মধ্যে অনেকেই ভাসমান ছিলেন। বাকিরা বাসা ভাড়া নিয়ে সাভারের বিভিন্ন এলাকায় ডাকাতি ও ছিনতাইসহ নানা অপরাধ করত।

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের পরিদর্শক (ওসি) রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা আছে। তাদের তথ্য ঘেটে দেখা হচ্ছে, তদন্ত করে তাদের সাথে আর কেউ জড়িত পেলে তাদেরও আইনের আওতায় আনা হবে।

;