নষ্ট হচ্ছে চামড়া, বিপাকে ব্যবসায়ীরা



ইসমাইল হোসেন রাসেল, স্টাফ করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম
লালবাগের পোস্তা। ছবি: সৈয়দ মেহেদী হাসান

লালবাগের পোস্তা। ছবি: সৈয়দ মেহেদী হাসান

  • Font increase
  • Font Decrease

কোরবানির মৌসুমে অবহেলায় নষ্ট হয়ে যাচ্ছে প্রায় ২০ শতাংশ কাঁচা চামড়া। এ বছরও সংরক্ষণের অভাবে নষ্ট হয়ে গেছে অনেক চামড়া। ব্যবসায়ীরা বলছেন ট্যানারি কর্তৃপক্ষের অবেহেলায় আর খরিদদারদের অব্যবস্থাপনায় চমড়াগুলো নষ্ট হচ্ছে। আর ট্যানারি কর্তৃপক্ষ বলছে, চামড়া নষ্টের জন্য ব্যবসায়ীদের অপরিপক্কতাই দায়ী।

শনিবার (২৫ আগস্ট) লালবাগের পোস্তা এলাকা ঘুরে দেখা গেছে, চামড়ার গুদামগুলোর সামনে সারি সারি পঁচা চামড়া পড়ে আছে। কিছু কিছু ক্রেতাও সেসব চামড়া কিনতে আসছেন, তবে মূল দামের ১০ শতাংশ দামও বলছেন না খুচরা ক্রেতারা। অনেক ব্যবসায়ী এসব চামড়া ফেলার জন্য চেষ্টা চালাচ্ছেন।

ব্যবসায়ীরা বলছেন, বাড়তি দামে তারা চামড়া কিনেছেন। কম দামে বিক্রি করে যেন লোকসান গুণতে না হয় তাই এসব খুচরা ব্যবসায়ীদের অনেকেই প্রথম দুই দিন চামড়া বিক্রি করেননি। তাদের প্রত্যাশা ছিল শেষ দিকে এসে পাইকারি বাজারে চামড়ার দাম বাড়বে। কিন্তু চামড়ার দাম তো বাড়েইনি উল্টো কমেছে অনেক। যারা চামড়া ধরে রেখেছিলেন তাদের চামড়া নষ্ট হয়ে গেছে। এ বছর প্রায় ২০ শতাংশ চামড়া নষ্ট হয়ে গেছে।

কাজী শাজাহান অ্যান্ড সন্সের প্রোপাইটার মো: কাজী সোহেল বার্তা২৪.কমকে বলেন, কোম্পানী আমাদের চামড়াগুলো দরদাম ঠিক করার পর, পরে লেবার সংকটের কথা বলে আর নেয়নি। ফলে আমাদের প্রায় তিনশ' চামড়া নষ্ট হয়ে গেছে। যেই চামড়া আমাদের ৮০০ টাকা বলে গেছে ক্রেতারা, তা এখন একশ' টাকায়ও বিক্রি করতে পারব না। এছাড়াও ট্যানারিতে চামড়া বিক্রির জন্য দাম ঠিক করে দিয়ে আসার পর এখন বলছে নির্ধারিত দামের চেয়েও অনেক কম দেবে। এখন এই চামড়া তো আমরা ফেরতও আনতে পারব না। এবার চামড়ায় কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2018/Aug/26/1535255831997.jpg

কাজী অপু চামড়া গুাদামের কর্মচারি মো: আনসার বার্তা২৪.কমকে জানান, আমাদের প্রায় ১২শ' চামড়া নষ্ট হয়ে গেছে। ট্যানারি মালিকরা বলে তাদের কাছে টাকা নেই, বাকিতে নিতে চায়। আবার যেগুলোও তাদের দিয়েছি, পরে তারা চামড়ার দাম নির্ধারিত দামের চাইতেও কম দিতে চাইছে। এখন এগুলো আমরা কিভাবে ফেরত আনব। আমরা অনেক ক্ষতির সম্মুখীন হয়েছি। নষ্ট চামড়াগুলোর জন্য আমাদের অনেক টাকা খরচ হয়েছে। এখন দাম তো পাবই না, উল্টো এগুলো ফেলার জন্য টাকা দিতে হবে।

এদিকে পোস্তা বাজার থেকে পচে যাওয়া চামড়া আবর্জনা হিসেবে নিয়ে যেতে গেছে সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা। বিনষ্ট হওয়া এসব চামড়ার মূল্য লাখ টাকার বেশি বলে দাবি ব্যবসায়ীদের।

চামড়া নষ্ট হওয়া বিষয়ে বাংলাদেশ হাইড অ্যান্ড স্কিন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের (বিএইচএসএমএ) সভাপতি হাজী মোহাম্মদ দেলোয়ার হোসেন বার্তা২৪.কমকে বলেন, লবন ঠিকমতো না দিলে চামড়া নষ্ট হবে। আমরা ব্যবসায়ীদের বলেছি চামড়া কেনার ছয় থেকে আট ঘন্টার মধ্যে বিক্রি করে ফেলতে। নতুবা লবণ দিয়ে দিতে। আপনি বিক্রি করলেন না, লবণও দিলেন না। ফলে চামড়াটা নষ্ট হয়ে গেল। তার মানে তারা রাষ্ট্রের ক্ষতি করলেন, যে রাষ্ট্রর ক্ষতি করল তাকে তো পুলিশে দেয়া উচিত।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2018/Aug/26/1535255920430.jpg

চামড়ার দাম ঠিক করেও অনেকে নেয়নি এমন অভিযোগের বিষয়ে তিনি বলেন, টাকা সবচেয়ে বড় সমস্যা। টাকা ছিল না তাই আনেকে চামড়া কিনতে পারেনি। দেখা গেছে, আমি দাম বলেছি  দুই ঘণ্টার পর টাকা শেষে হয়ে গেছে। তাই তারা চামড়া নিতে পারিনি। এটা হতে পারে। কিন্তু আমরা তো অনেককে সহযোগীতা করেছি। আমরা ঘরের লবণ দিয়ে চামড়ায় লবণ দিয়েছি। বলেছি বিক্রি করে পরে লবনের টাকা দিয়ে দিতে। কিন্তু লোকের অভাবে অনেক জায়গায় লবণ মাখা যায়নি।

এদিকে অভিযোগের বিষয়ে একটি ট্যানারির সুপারভাইজার নাম প্রকাশ না করা শর্তে জানান, আমরা সঠিকভাবেই চামড়া কিনেছি। দাম নির্ধারণ করে, পরে কম দেয়ার প্রশ্নই আসে না। কারণ আমরা তাদের দাম নির্ধারণ করেই তো চামড়া রাখি, তাহলে কম কেন দেবো। আর চামড়া নষ্টের জন্য দায়টা তাদেরই। কারণ সঠিকভাবে লবণ দিয়ে রাখলে চামড়া তো নষ্ট হওয়ার কথা না।

লেদার ইঞ্জিনিয়ার্স অ্যান্ড টেকনোলজি সোসাইটি, বাংলাদেশের এক গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, কোরবানির মৌসুমে ১৮ থেকে ২০ শতাংশ কাঁচা চামড়া অবহেলায় নষ্ট হয়ে যাচ্ছে। এতে প্রাণিসম্পদ খাতে দেশ প্রতি বছর ৩৬৫ কোটি টাকার ক্ষতির মুখোমুখি হচ্ছে। প্রত্যন্ত অঞ্চল থেকে চামড়ার পরিবহনে রয়েছে চরম অব্যবস্থাপনা। সঠিক সময়ে পরিমাণমতো লবণ দেয়ায় রয়েছে কার্পণ্যভাব ও উদাসীনতা। এছাড়া সঠিক তাপমাত্রায় লবণজাত চামড়ার রক্ষণাবেক্ষণেও থাকে নানা ঘাটতি। এসব কারণে কোরবানির মৌসুমে সংগৃহীত বিপুল পরিমাণ চামড়া নানাভাবে তার গুণাগুণ হারাচ্ছে। ফলে প্রক্রিয়াজাত পর্যায়ে তা ব্যবহার অনুপযোগী হয়ে পড়ছে।

গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, এখনও দেশে চামড়া সংগ্রহের বিভিন্ন স্তরে দারুণভাবে অবহেলা লক্ষিত হচ্ছে। এ কারণে প্রতি বছর কোরবানির মৌসুমে পাওয়া চামড়ার ১৮ থেকে ২০ শতাংশই অকেজো হয়ে পড়ছে।

   

রাতের মধ্যে রাজধানীসহ ১৩ অঞ্চলে বজ্রবৃষ্টির সম্ভাবনা



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
রাতের মধ্যে রাজধানীসহ ১৩ অঞ্চলে বজ্রবৃষ্টির সম্ভাবনা

রাতের মধ্যে রাজধানীসহ ১৩ অঞ্চলে বজ্রবৃষ্টির সম্ভাবনা

  • Font increase
  • Font Decrease

দেশের ১৩ অঞ্চলে রাতের মধ্যে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বৃহস্পতিবার (২৮ মার্চ) বিকেল ৪টা থেকে রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়াবিদ মো. ওমর ফারুকের সই করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট এবং ময়মনসিংহ অঞ্চলগুলোর উপর দিয়ে পশ্চিম থেকে উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে, বৃহস্পতিবার (২৮ মার্চ) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এছাড়া মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

এই অবস্থায় বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

পাশাপাশি এই সময় সারাদেশের দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

;

বিডিএস দেশের ভূমি ব্যবস্থাপনায় বৈপ্লবিক পরিবর্তন আনবে: ভূমিমন্ত্রী



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
বিডিএস দেশের ভূমি ব্যবস্থাপনায় বৈপ্লবিক পরিবর্তন আনবে: ভূমিমন্ত্রী

বিডিএস দেশের ভূমি ব্যবস্থাপনায় বৈপ্লবিক পরিবর্তন আনবে: ভূমিমন্ত্রী

  • Font increase
  • Font Decrease

সারা দেশে আরও ১ হাজার ৩৩৩টি শহর ও ইউনিয়ন ভূমি অফিস নির্মাণ করা হবে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ। 

তিনি বলেন, বিডিএস (বাংলাদেশ ডিজিটাল সার্ভে) বাংলাদেশের ভূমি ব্যবস্থাপনায় বৈপ্লবিক পরিবর্তন আনবে। 

বৃহস্পতিবার (২৮ মার্চ) ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষে এক বিশেষ ‘প্রকল্প পর্যালোচনা সভা’য় অংশগ্রহণ শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

নারায়ণ চন্দ্র চন্দ বলেন, বিডিএস বাস্তবায়িত হলে ম্যাপসহ মালিকানাভিত্তিক খতিয়ান চালু করা সম্ভব হবে এবং খতিয়ানে দাগ শেয়ার করতে হবে না। ম্যাপ সংযুক্ত মালিকানাভিত্তিক খতিয়ান প্রণয়ন করা সম্ভব হলে ভূমি নিয়ে মামলা-মোকাদ্দমা ও সীমানা বিরোধ অনেকাংশে কমে যাবে।

এ সময় বিডিএসকে একটি জাতীয় গুরুত্বপূর্ণ প্রকল্প হিসেবে উল্লেখ করে তিনি সংশ্লিষ্ট প্রকল্প পরিচালককে অগ্রাধিকার দিয়ে যথাযথ গুরুত্ব সহকারে প্রকল্পটি বাস্তবায়নের নির্দেশ দেন।

সভায় অবহিত করা হয় যে চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, রাজশাহী সিটি করপোরেশন, মানিকগঞ্জ পৌরসভা এবং ধামরাই ও কুষ্টিয়া সদর উপজেলায় ইডিএলএমএস প্রকল্পের (ইস্টাবলিশমেন্ট অব ডিজিটাল ল্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেম প্রকল্প) মাধ্যমে বাংলাদেশ ডিজিটাল সার্ভে কার্যক্রম চলমান রয়েছে।

খুব শিগগিরই আরেকটি প্রকল্পের রিভিউ শেষ হলে পটুয়াখালী, বরগুনা, পাবনা, সিরাজগঞ্জ ও গোপালগঞ্জ জেলার ৩২টি উপজেলায়ও বাংলাদেশ ডিজিটাল সার্ভে শুরু হবে। পর্যায়ক্রমে দুটি প্রকল্পের মাধ্যমে সারা বাংলাদেশে 'বাংলাদেশ ডিজিটাল সার্ভে' পরিচালনা করা হবে বলেও সভায় জানানো হয়।

ভূমিসচিব খলিলুর রহমানের সভাপতিত্বে পর্যালোচনা সভায় ভূমি মন্ত্রণায়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) জিয়াউদ্দীন আহমেদ উপস্থিত ছিলেন।

;

সাভারে ছুরিকাঘাতে যুবক খুন



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা ২৪.কম, সাভার (ঢাকা)
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

 

সাভারে শহিদুল ইসলাম নামে এক যুবককে ছুরিকাঘাতে খুন করেছে দূর্বৃত্তরা। নিহতের নিথর দেহ উদ্ধার করে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বৃহস্পতিবার (২৮ মার্চ) রাত ৮ টার দিকে এ তথ্য নিশ্চিত করে সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন্স) নয়ন কারকুন। এর আগে দুপুরের দিকে সাভার পৌরসভার সোবহানবাগ আমতলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মো. শহিদুল ইসলাম (২৪) চাপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট থানার চরধরমপুর গ্রামের সাইদুলের ছেলে। তিনি সাভারের সোবহানবাগ আমতলা এলাকায় ভাড়া থাকতেন। পেশায় ছিলেন দন্ত চিকিৎসকের সহকারী।

হত্যাকান্ডের কারণ বা এর সাথে কারা জড়িত তা এখনও বলতে পারেনি পুলিশ। তবে ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জেরে এ হত্যাকান্ড ঘটানো হয়েছে।

পুলিশ পরিদর্শক (অপারেশন্স) নয়ন কারকুন বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। প্রাথমিক ভাবে মনে হচ্ছে পূর্ব শত্রুতার জেরে এ হত্যাকান্ড হয়েছে। কিশোর গ্যাংয়ের কোন সম্পৃক্ততা আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, এখনই কিছু বলা যাচ্ছেনা। তদন্ত করে পরে বিস্তারিত জানানো হবে।

;

মৎস্য খাতের উন্নয়নে ১৭২ কোটি টাকা অনুদান দিচ্ছে জাপান



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
মৎস্য খাতের উন্নয়নে ১৭২ কোটি টাকা অনুদান দিচ্ছে জাপান

মৎস্য খাতের উন্নয়নে ১৭২ কোটি টাকা অনুদান দিচ্ছে জাপান

  • Font increase
  • Font Decrease

দেশের কক্সবাজার জেলার মৎস্য খাতের উন্নয়নে ২ হাজার ২৯৪ মিলিয়ন ইয়েন (১৭২ কোটি টাকা) অনুদানের কথা জানিয়েছে জাপান।

বৃহস্পতিবার (২৮ মার্চ) অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব শাহরিয়ার কাদের ছিদ্দিকী ও বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইয়োমা কিমিনোরির এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষর হয়েছে।

বাংলাদেশস্থ জাপানের দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কক্সবাজার জেলার মৎস্য খাতের উন্নয়নের জন্য এ অনুদান দিয়েছে জাপান। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন মৎস্য উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) প্রকল্পের আওতায় এ অর্থ ব্যয় হবে।

অনুদান প্রসঙ্গে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) জানিয়েছে, জাপান সরকারের অনুদানে মৎস্য আহরণ, উপকূলে অবতরণ এবং হস্তান্তরে দক্ষতা বাড়ানো হবে। এছাড়া কক্সবাজারে বিএফডিসির মৎস্য আহরণ কেন্দ্রের অবকাঠামো উন্নয়ন এবং মাছ ধরার যন্ত্রপাতি উন্নত করার মাধ্যমে মৎস্য আহরণ ও উপকূলে অবতরণের মান উন্নয়ন, জেলেদের দক্ষতা বৃদ্ধি এবং বিতরণ ব্যবস্থায় উন্নতিতে ব্যয় হবে।

এ ব্যাপারে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত কিমিনোরি বলেন, এ অনুদানের অর্থ বাংলাদেশের ব্লু ইকোনমিকে সমৃদ্ধির পাশাপাশি কক্সবাজার অঞ্চলের মানুষের জীবনমানের উন্নয়ন ঘটাবে। পাশাপাশি এ অনুদানের অর্থ দেশে রোহিঙ্গা নিয়ে যে অর্থনৈতিক সংকট চলছে সেটিরও প্রশমন ঘটাবে।

;