নব উদ্যমে হাওরের হ্যাট্রিক এমপি তৌফিক



স্টাফ করেসপন্ডেন্টে, কিশোরগঞ্জ, বার্তা২৪.কম,
হাওরের মাঠে এমপি তৌফিক, ছবি: বার্তা২৪

হাওরের মাঠে এমপি তৌফিক, ছবি: বার্তা২৪

  • Font increase
  • Font Decrease

বৃহত্তর কিশোরগঞ্জের ৪০% অঞ্চলই তার নির্বাচনী এলাকার অংশ। জলমগ্ন, নিচু, কৃষিভিত্তিক হাওর এলাকাটি মিশে আছে পাশের নেত্রকোনা, সুনামগঞ্জ, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া জেলার সঙ্গে। অবহেলিত, পশ্চাৎপদ, সুবিধা বঞ্চিত এলাকা ও জনগণকে উন্নয়নের আলোয় আনতে নব উদ্যমে মাঠে নেমেছেন হাওরের হ্যাট্রিক এমপি প্রকৌশলী রেজওয়ান আহাম্মেদ তৌফিক।

তৃতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়ে কালবিলম্ব করেননি এমপি তৌফিক। শপথ নিয়েই ছুটে চলে এসেছেন এলাকায়। ইটনা, মিটামইন, অষ্টগ্রাম উপজেলা নিয়ে গঠিত নির্বাচনী এলাকার বিভিন্ন ধরনের কাজের পরিকল্পনা করা ও বাস্তবায়নের কাজে সরেজমিনে মাঠে ঝাঁপিয়ে পড়েছেন।

‘মাননীয় প্রধানমন্ত্রী আমাকে মনোনয়ন দিয়ে যে স্নেহ ও আস্থা দেখিয়েছেন, সর্বশক্তি দিয়ে আমি তা পরিপূর্ণ করবো। জনগণ বার বার আমার প্রতি তাদের মূল্যবান সমর্থন জ্ঞাপন করেছেন। তাদের সমর্থনের মূল্য ও সম্মান রাখতেও আমি বদ্ধ পরিকর’, বললেন এমপি তৌফিক।

বার্তা২৪.কমকে এমপি তৌফিক বলেন, ‘হাওরে অনেকগুলো উন্নয়ন ও অবকাঠামোগত প্রকল্প চলমান রয়েছে। এগুলো সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আমি নিবিড় পর্যবেক্ষণ করছি। কোনো অনিয়ম, দুর্নীতি, অবহেলা, আত্মসাৎ ও তসরূপের বিরুদ্ধে আমি যুদ্ধ ঘোষণা করেছি। এসব প্রকল্প বাস্তবায়ন হলে হাওরের চেহারা বদলে যাবে। যোগাযোগ, বিদ্যুতায়ন, কর্মসংস্থানের মাধ্যমে পশ্চাৎপদ হাওর দেশের অন্যান্য উন্নত স্থানের সমপর্যায়ে চলে আসবে।’

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Jan/11/1547188223502.gif

এমপি তৌফিক বলেন, ‘শিক্ষা, সামাজিক উন্নয়ন, সন্ত্রাস ও মাদক নির্মূল করে নৈসর্গিক হাওরকে বাংলাদেশের সবচেয়ে সুন্দর, পরিবেশ-বান্ধব ও নিরাপদ জনপদ করতে চাই। পরিবেশ রক্ষা, প্রাণবৈচিত্র সংরক্ষণ, অতিথি পাখিদের নিরাপত্তা বিধান, মৎস্য সম্পদের বিকাশ করে অপার সম্ভাবনার হাওরাঞ্চল গড়ে তোলাই আমার স্বপ্ন। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে হাওরের জনগণের ভাগ্যোন্নয়নের স্বপ্ন সফল করাই আমার রাজনৈতিক অঙ্গীকার।’

ইতোমধ্যে গবেষণা ও সম্ভাবনা অনুসন্ধান করার জন্য ‘হাওর ও চর উন্নয়ন ইন্সটিটিউট’ হয়েছে। হাওরে রাস্তাঘাট নির্মাণে বৈপ্লবিক উন্নতি হয়েছে। যেখানে যেতে একদিন সময় লাগতো, সে দুর্গম এলাকায় কয়েক ঘণ্টায় যাওয়া যাচ্ছে। বিচ্ছিন্ন জলমগ্ন গ্রামগুলোতে বিদ্যুৎ সংযোজন দেওয়া হয়েছে। শেখ হাসিনার বিগত দিনের শাসনকালে হাওরের ইতিবাচক রূপান্তর সকলকে আশাবাদী করেছে।

হাওর উন্নয়নের রূপকার, সাবেক সংসদ সদস্য ও বর্তমান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের পথ অনুসরণ করে বর্তমান এমপি ও রাষ্ট্রপতির জ্যেষ্ঠপুত্র প্রকৌশলী রেজওয়ান আহাম্মেদ তৌফিক উন্নয়নমুখী কর্মযজ্ঞের যুগান্তকারী দৃষ্টান্ত স্থাপন করেছেন। মাসের অধিকাংশ সময়ই তিনি অবস্থান করেন হাওরাঞ্চলের প্রত্যন্ত গ্রাম ও জনপদে। রাষ্ট্রপতির ছেলে হয়েও পায়ে হেটে ঘুরে বেড়ান মাঠে, নদীতে, বাড়িতে বাড়িতে। মানুষের সুখ, দুঃখ, সমস্যা ও সম্ভাবনার কথা সরাসরি শুনেন। তাৎক্ষণিকভাবে সমস্যার সমাধান করে দিতে চেষ্টা করেন।

হাওরের এই জনপ্রিয় নেতা এমপি তৌফিক বলেন, ‘আওয়ামী লীগের রাজনীতিই হলো মানুষের সঙ্গে থাকা। জননেত্রী শেখ হাসিনার নির্দেশে মাটি ও মানুষের সঙ্গে মিশে আছি। বঙ্গবন্ধুর আদর্শে ও শেখ হাসিনার নেতৃত্বে কাজ করে যাচ্ছি। কাজের ফলাফলও চোখের সামনে দেখা যাচ্ছে। চির অবহেলিত হাওরের উন্নয়ন ও বিকাশ সম্ভব হয়েছে আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলেই এবং জননেত্রী শেখ হাসিনার মতো বড় মাপের নেতা পেয়েছি বলেই। এই ধারা অব্যাহত থাকলে শুধু হাওর নয়, পুরো বাংলাদেশকে বিশ্বসেরা অবস্থানে নিয়ে যাবো ইনশাল্লাহ।’

   

গড়াই নদীতে ডুবে যুবকের মৃত্যু



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কুষ্টিয়া
ছবি প্রতীকী

ছবি প্রতীকী

  • Font increase
  • Font Decrease

কুষ্টিয়ার খোকসায় গড়াই নদীতে ডুবে সুমন (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

রোববার (৫ এপ্রিল) বিকেলে খোকসা উপজেলার গনেশপুর অংশে গড়াই নদী থেকে মরদেহ উদ্ধার করা হয়।

মৃত সুমন কুমারখালী উপজেলার রাজাপুর গ্রামের নিজাম উদ্দিনের ছেলে।

খোকসা ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ারম্যান হাবিবুর রহমান জানান, সকালের দিকে গড়াই নদীতে মাছ ধরতে যান সুমন। মাছ ধরার এক পর্যায়ে নদীতে ডুবে যান তিনি। বিকেলের দিকে স্থানীয়দের সহায়তায় তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস।

;

কুমিল্লার নাঙ্গলকোটে বজ্রপাতে কিশোরের মৃত্যু



ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কুমিল্লা
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

  • Font increase
  • Font Decrease

কুমিল্লার নাঙ্গলকোটে ফুটবল খেলার সময় বজ্রপাতে সাফায়েত হোসেন (১৯) নামে একজনের মৃত্যু হয়েছে। এ সময় সালাউদ্দিন (২২) নামের আরেক যুবক গুরুতর আহত হন।

রোববার (৫ এপ্রিল) এই বিকেলে এই ঘটনা ঘটে। তাদের উদ্ধার করে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে লাকসামের একটি ক্লিনিকে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ওই কিশোরকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় সূত্র জানায়, উপজেলার আদ্রা দক্ষিণ ইউনিয়নের আটিয়াবাড়ি দক্ষিণপাড়া স্কুল বাড়ির আবদুল আউয়ালের ছেলে সাফায়াত হোসেন এদিন বিকেলে সহপাঠীদের সাথে পার্শ্ববর্তী ঘোড়াময়দান গ্রামের একটি মাঠে ফুটবল খেলতে যায়। বিকাল ৫টার দিকে খেলা চলা অবস্থায় আকস্মিক বজ্রপাতে সাফায়েতের পুরো শরীর ঝলসে যায়। তাৎক্ষনিকভাবে তাকে উদ্ধার করে লাকসামের একটি ক্লিনিকে নেয়া হলে সন্ধ্যায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এছাড়া বজ্রপাতে ওই ঘোড়াময়দান গ্রামের নুরুল হকের ছেলে সালাউদ্দিন (২২) গুরুতর আহত হয়ে স্থানীয় একটি ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান আবদুল ওহাব ঘটনার এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

;

লক্ষ্মী ভাইয়েরা বাসায় যান, নিজেসহ দেশকে বাঁচান



নাহিদ রেজা, স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঠাকুরগাঁও
ওসি তানভিরুল ইসলাম।

ওসি তানভিরুল ইসলাম।

  • Font increase
  • Font Decrease

আমার লক্ষ্মী ভাইয়েরা দয়া করে বাইরে ঘোরাঘুরি না করে বাসায় যান। নিজে বাঁচেন, পরিবারকে বাঁচান, দেশকে বাঁচান। সচেতন হোন।

ঠিক এসব কথা বলে করোনাভাইরাস প্রতিরোধে জনগণকে সচেতন করছেন ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তানভিরুল ইসলাম। মাঠ পর্যায়ে গিয়ে এভাবে সচেতন করায় সাধুবাদ জানিয়েছে সাধারণ মানুষ।

ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের রেজাউল ইসলাম বলেন, ‘আমি ওষুধ কেনার জন্য স্থানীয় বাজারে এসেছিলাম। কিছুক্ষণ পর থানার একটি গাড়ি বাজারের সামনে এসে দাঁড়ায় এবং ওসি তানভিরুল সবাইকে বাসায় থাকার জন্য অনুরোধ করেন। এর আগে কখনো জনগণের সঙ্গে পুলিশের এমন ভালো আচরণ দেখি নাই।’

ঠাকুরগাঁও সদর উপজেলার চৌড়াস্তা মোড়ে কথা হয় জয়নাল নামে এক পথচারীর সঙ্গে। তিনি বলেন, ‘আমাদের জেলার পুলিশ সাধারণ জনগণের সঙ্গে ভালো ব্যবহার করছে। তাদের ভাই বলে বাসায় ফিরে যাওয়ার জন্য অনুরোধ করছে। ওসিসহ পুলিশের সদস্যরা নিজেদের কথা চিন্তা না করে আমাদের জন্য এ কাজটি করে যাচ্ছেন। তাদের ধন্যবাদ জানাই।’

স্থানীয় সাহাদত হোসেন নামে একজন বলেন,‘তানভিরুল ভাই একজন মানবিক পুলিশ অফিসার। তার জন্য শুভকামনা ও দোয়া রইল।’

ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তানভিরুল ইসলাম বার্তা২৪.কমকে বলেন, ‘করোনাভাইরাস নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। এ ভাইরাস প্রতিরোধে আমাদের সবাইকে সচেতন হতে হবে। সরকার যেসব দিক নির্দেশনা দিয়েছে সেগুলো মেনে চলতে হবে। জনগণের সঙ্গে খারাপ ব্যবহার না করে তাদের সচেতন করা হচ্ছে। এতে কাজও হচ্ছে।’

;

ডিবি পরিচয়ে মোবাইল ছিনতাই, যুবক গ্রেফতার



ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নীলফামারী
গ্রেফতার আবেদ আলী।

গ্রেফতার আবেদ আলী।

  • Font increase
  • Font Decrease

নীলফামারীতে গোয়েন্দা পুলিশের (ডিবি) উপপরিদর্শক পরিচয়ে মোবাইল ছিনতাই করার অপরাধে আবেদ আলী (২৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (৫ এপ্রিল) বিকেলে নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

আবেদ আলী সৈয়দপুর উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের চওড়া গ্রামের খয়রাত হোসেনের ছেলে।

জানা গেছে, শনিবার (৪ এপ্রিল) দুপুরে জেলা সদরের কুন্দপুকুর ইউনিয়নের আঙ্গারপাড়া গ্রামে মোকছেদুল ইসলামসহ কয়েক যুবক মোবাইলে ভিডিও গেম খেলছিলেন। এ সময় আবেদ আলী নিজেকে সৈয়দপুর থানার ডিবি পুলিশের উপপরিদর্শক পরিচয় দিয়ে ওই যুবকদের কাছ থেকে মোবাইলটি নিয়ে যান। পরে এ বিষয়ে মোবাইলের মালিক মোকছেদুল ইসলাম সদর থানায় অভিযোগ করেন।

এরপর রোববার ভোরে আবেদ আলীর বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। ওই সময় তার কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত একটি খেলনা পিস্তল ও ওয়্যারলেস সেট, একাধিক মোবাইল সিম এবং দুটি পরিচয়পত্র জব্দ করে পুলিশ।

নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডিবি পুলিশের ভুয়া পরিচয়ে মোবাইল ছিনতাই করার সত্যতা স্বীকার করেছেন আবেদ আলী। এ ঘটনায় মামলা দায়ের করার পর আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

;