বিয়ার পরে আর ইস্টিশন মাস্টাররে দেহি নাই



রাকিবুল ইসলাম রাকিব, উপজেলা করেসপন্ডেন্ট, গৌরীপুর (ময়মনসিংহ), বার্তা২৪.কম 
বোকাইনগর রেলওয়ে স্টেশন। ছবি: বার্তা২৪.কম

বোকাইনগর রেলওয়ে স্টেশন। ছবি: বার্তা২৪.কম

  • Font increase
  • Font Decrease

‘তহন আমি ছোড। টেরেইনের বাঁশি হুনলেই দৌইড়্যা (বোকাইনগর) ইস্টিশনে আইতাম। দাঁড়াইয়্যা দাঁড়াইয়্যা টেরেইন দেখতাম। গেরামের মানুষজন টিকিট কাইট্যা টেরেইনে কইর‌্যা শহরে যাইতো। টেরেইন গেলেগা ইস্টিশনে আমরা কানামাছি খেলতাম। ইস্টিশন মাস্টার আমগোরে কইতো- ‘ওই পোলাপান এইডা ইস্টিশন, খেলোনের জায়গা না, যা বাড়িত যা, কোন সময় যে অঘটন ঘটাস।’ বড় হওনের পর আমার বিয়া অইয়্যা গেল। হেরপর আর ইস্টিশন মাস্টাররে এইহানে দেহি নাই। ইস্টিশনের ঘরডাও তালা মারা থাহে।’

কথাগুলো বলছিলেন বোকাইনগর ইউনিয়নের বাসাবাড়ি গ্রামের বাসিন্দা রানু আরা (৪০)। গতকাল সোমবার (২৮ জানুয়ারি) দুপুরে নিজের শৈশবকালের স্মৃতিচারণ করে বোকাইনগর রেলওয়ে স্টেশন বন্ধের ঘটনাটা এভাবেই বার্তা২৪.কমের কাছে তুল ধরেন তিনি।

রেলওয়ে সূত্রে জানা গেছে, ময়মনসিংহ-ভৈরব রেলসড়কের গৌরীপুর ও ঈশ্বরগঞ্জ স্টেশনের মধ্যবর্তী স্টেশনটি বোকাইনগর। প্রতিদিন এই স্টেশন হয়ে আন্তনগর, নাসিরাবাদ মেইল, ঈশা খান এক্সপ্রেসসহ ৩টি ভৈরবের লোকাল ট্রেন চলাচল করে। কিন্তু প্রায় ২০ বছর ধরে এই স্টেশনের দাপ্তরিক কার্যক্রম বন্ধ রয়েছে। তাই এই রুটে চলাচলকারী যাত্রীদের ট্রেনের টিকিট, সময়সূচি, মালপত্র বুকিং করতে গিয়ে নানা দুর্ভোগ পোহাতে হয়।

অপরদিকে এখানকার শতশত যাত্রী প্রতিদিন বিনা টিকিটে ট্রেনে যাতায়াত করে। এতে করে সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Jan/29/1548740815133.jpg

সরেজমিনে বোকাইনগর স্টেশনে গিয়ে দেখা যায়, স্টেশনের দাপ্তরিক কাজে ব্যবহৃত জরাজীর্ণ টিনশেডের ঘরটির বিভিন্ন অংশ খসে পড়েছে। নারী বিশ্রামাগারের ছাউনি ভেঙে গেছে। স্টেশন মাস্টার ও বুকিং সহকারীর কক্ষ তালাবদ্ধ। ঘরের পেছনের অংশের টিন না থাকায় মানুষ যত্রতত্র আবর্জনা ফেলে ও মলমূত্র ত্যাগ করে নোংরা পরিবেশ তৈরি করেছে।

ক্যামেরা বের করে ছবি তোলার সময় স্টেশনে ছুটে আসে বাসাবাড়ি গ্রামের বাসিন্দা রানু আরা, রজব আলী, আব্দুল হামিদ সহ অনেকেই। ছবি তুলতে তুলতে গ্রামবাসীর সঙ্গে বার্তা২৪.কমের গল্প জমে উঠে। গল্পের ফাঁকে আব্দুল হামিদ বলেন, ‘এরশাদ সরকারের সময় আমরা টিকিট কাইট্যা টেরেইন দিয়া শহরে যাইতাম। পরে কেমনে কেমনে জানি ইস্টিশনডা বন্ধ অইয়্যা গেল। তয় ইস্টিশনে অহনো টেরেইন চলে।’

কথার রেশ টেনে রজব আলী বলেন, ‘টেরেইন চললেও লাভ কী? ইন্টারসিটি (আন্তনগর) তো ইস্টিশনে থামে না। লোকাল টেরেইন কোন সময় আহে কেউ জানে না। আর যহন আহে তহন একটু থাইম্যাই ছাইর‌্যা দেয়। যাত্রীরা উডা-নামা করবার পারে না।’

এ প্রতিনিধির কাছে আক্ষেপ নিয়ে রজব আলী বলেন, ‘জানেন মিয়া ভাই, ক্যাপ্টেন মুজিব সাব শেষবার এমপি হওনের পর কইছিন ইস্টিশনডা চালু করবো। কিন্তু হেইল্যা মরণের পর কেউ আর ইস্টিশন লইয়্যা কথা কয় না।’

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Jan/29/1548740833066.jpg

এরই মাঝে দূর থেকে ভেসে আসে ট্রেনের হুইসেল। কিছুক্ষণ পরেই ধুলা উড়িয়ে দ্রুতগতিতে বোকাইনগর স্টেশন অতিক্রম করে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী আন্তনগর ট্রেন বিজয় এক্সপ্রেস। ট্রেনের দিকে ইশারা দিয়ে একটা দীর্ঘশ্বাস ছেড়ে রানু আরা বলেন, ‘এই ইন্টারসিটি টেরেইনডা অহন গৌরীপুর ইস্টিশনে যাইবো। হুনছি আমরার ইস্টিশনের কাজ-কাইম সব গৌরীপুরের ইস্টিশন মাস্টার করে। হেইলা মনে অয় কইতারবো আমরার ইস্টিশনডা কবে চালু অইবো?’

এ বিষয়ে জানতে চাইলে গৌরীপুর রেলওয়ে স্টেশন মাস্টার আব্দুর রশিদ বার্তা২৪.কমকে জানান, বোকাইনগর রেলওয়ে স্টেশনটি ডি শ্রেণির স্টেশন। জনবল সংকটের কারণে এই স্টেশনের কার্যক্রম বন্ধ রয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যদি জনবল নিয়োগ করে তাহলে এই স্টেশনের দাপ্তরিক কার্যক্রম পুনরায় চালু হতে পারে।

   

গড়াই নদীতে ডুবে যুবকের মৃত্যু



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কুষ্টিয়া
ছবি প্রতীকী

ছবি প্রতীকী

  • Font increase
  • Font Decrease

কুষ্টিয়ার খোকসায় গড়াই নদীতে ডুবে সুমন (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

রোববার (৫ এপ্রিল) বিকেলে খোকসা উপজেলার গনেশপুর অংশে গড়াই নদী থেকে মরদেহ উদ্ধার করা হয়।

মৃত সুমন কুমারখালী উপজেলার রাজাপুর গ্রামের নিজাম উদ্দিনের ছেলে।

খোকসা ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ারম্যান হাবিবুর রহমান জানান, সকালের দিকে গড়াই নদীতে মাছ ধরতে যান সুমন। মাছ ধরার এক পর্যায়ে নদীতে ডুবে যান তিনি। বিকেলের দিকে স্থানীয়দের সহায়তায় তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস।

;

কুমিল্লার নাঙ্গলকোটে বজ্রপাতে কিশোরের মৃত্যু



ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কুমিল্লা
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

  • Font increase
  • Font Decrease

কুমিল্লার নাঙ্গলকোটে ফুটবল খেলার সময় বজ্রপাতে সাফায়েত হোসেন (১৯) নামে একজনের মৃত্যু হয়েছে। এ সময় সালাউদ্দিন (২২) নামের আরেক যুবক গুরুতর আহত হন।

রোববার (৫ এপ্রিল) এই বিকেলে এই ঘটনা ঘটে। তাদের উদ্ধার করে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে লাকসামের একটি ক্লিনিকে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ওই কিশোরকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় সূত্র জানায়, উপজেলার আদ্রা দক্ষিণ ইউনিয়নের আটিয়াবাড়ি দক্ষিণপাড়া স্কুল বাড়ির আবদুল আউয়ালের ছেলে সাফায়াত হোসেন এদিন বিকেলে সহপাঠীদের সাথে পার্শ্ববর্তী ঘোড়াময়দান গ্রামের একটি মাঠে ফুটবল খেলতে যায়। বিকাল ৫টার দিকে খেলা চলা অবস্থায় আকস্মিক বজ্রপাতে সাফায়েতের পুরো শরীর ঝলসে যায়। তাৎক্ষনিকভাবে তাকে উদ্ধার করে লাকসামের একটি ক্লিনিকে নেয়া হলে সন্ধ্যায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এছাড়া বজ্রপাতে ওই ঘোড়াময়দান গ্রামের নুরুল হকের ছেলে সালাউদ্দিন (২২) গুরুতর আহত হয়ে স্থানীয় একটি ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান আবদুল ওহাব ঘটনার এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

;

লক্ষ্মী ভাইয়েরা বাসায় যান, নিজেসহ দেশকে বাঁচান



নাহিদ রেজা, স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঠাকুরগাঁও
ওসি তানভিরুল ইসলাম।

ওসি তানভিরুল ইসলাম।

  • Font increase
  • Font Decrease

আমার লক্ষ্মী ভাইয়েরা দয়া করে বাইরে ঘোরাঘুরি না করে বাসায় যান। নিজে বাঁচেন, পরিবারকে বাঁচান, দেশকে বাঁচান। সচেতন হোন।

ঠিক এসব কথা বলে করোনাভাইরাস প্রতিরোধে জনগণকে সচেতন করছেন ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তানভিরুল ইসলাম। মাঠ পর্যায়ে গিয়ে এভাবে সচেতন করায় সাধুবাদ জানিয়েছে সাধারণ মানুষ।

ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের রেজাউল ইসলাম বলেন, ‘আমি ওষুধ কেনার জন্য স্থানীয় বাজারে এসেছিলাম। কিছুক্ষণ পর থানার একটি গাড়ি বাজারের সামনে এসে দাঁড়ায় এবং ওসি তানভিরুল সবাইকে বাসায় থাকার জন্য অনুরোধ করেন। এর আগে কখনো জনগণের সঙ্গে পুলিশের এমন ভালো আচরণ দেখি নাই।’

ঠাকুরগাঁও সদর উপজেলার চৌড়াস্তা মোড়ে কথা হয় জয়নাল নামে এক পথচারীর সঙ্গে। তিনি বলেন, ‘আমাদের জেলার পুলিশ সাধারণ জনগণের সঙ্গে ভালো ব্যবহার করছে। তাদের ভাই বলে বাসায় ফিরে যাওয়ার জন্য অনুরোধ করছে। ওসিসহ পুলিশের সদস্যরা নিজেদের কথা চিন্তা না করে আমাদের জন্য এ কাজটি করে যাচ্ছেন। তাদের ধন্যবাদ জানাই।’

স্থানীয় সাহাদত হোসেন নামে একজন বলেন,‘তানভিরুল ভাই একজন মানবিক পুলিশ অফিসার। তার জন্য শুভকামনা ও দোয়া রইল।’

ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তানভিরুল ইসলাম বার্তা২৪.কমকে বলেন, ‘করোনাভাইরাস নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। এ ভাইরাস প্রতিরোধে আমাদের সবাইকে সচেতন হতে হবে। সরকার যেসব দিক নির্দেশনা দিয়েছে সেগুলো মেনে চলতে হবে। জনগণের সঙ্গে খারাপ ব্যবহার না করে তাদের সচেতন করা হচ্ছে। এতে কাজও হচ্ছে।’

;

ডিবি পরিচয়ে মোবাইল ছিনতাই, যুবক গ্রেফতার



ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নীলফামারী
গ্রেফতার আবেদ আলী।

গ্রেফতার আবেদ আলী।

  • Font increase
  • Font Decrease

নীলফামারীতে গোয়েন্দা পুলিশের (ডিবি) উপপরিদর্শক পরিচয়ে মোবাইল ছিনতাই করার অপরাধে আবেদ আলী (২৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (৫ এপ্রিল) বিকেলে নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

আবেদ আলী সৈয়দপুর উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের চওড়া গ্রামের খয়রাত হোসেনের ছেলে।

জানা গেছে, শনিবার (৪ এপ্রিল) দুপুরে জেলা সদরের কুন্দপুকুর ইউনিয়নের আঙ্গারপাড়া গ্রামে মোকছেদুল ইসলামসহ কয়েক যুবক মোবাইলে ভিডিও গেম খেলছিলেন। এ সময় আবেদ আলী নিজেকে সৈয়দপুর থানার ডিবি পুলিশের উপপরিদর্শক পরিচয় দিয়ে ওই যুবকদের কাছ থেকে মোবাইলটি নিয়ে যান। পরে এ বিষয়ে মোবাইলের মালিক মোকছেদুল ইসলাম সদর থানায় অভিযোগ করেন।

এরপর রোববার ভোরে আবেদ আলীর বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। ওই সময় তার কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত একটি খেলনা পিস্তল ও ওয়্যারলেস সেট, একাধিক মোবাইল সিম এবং দুটি পরিচয়পত্র জব্দ করে পুলিশ।

নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডিবি পুলিশের ভুয়া পরিচয়ে মোবাইল ছিনতাই করার সত্যতা স্বীকার করেছেন আবেদ আলী। এ ঘটনায় মামলা দায়ের করার পর আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

;