সুন্দরবনে পর্যটকদের উপচে পড়া ভিড়



আবু হোসাইন সুমন, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বাগেরহাট, বার্তা২৪.কম
সুন্দরবন দেখতে আসা বিদেশিদের সংখ্যাও বেড়েছে/ ছবি: বার্তা২৪.কম

সুন্দরবন দেখতে আসা বিদেশিদের সংখ্যাও বেড়েছে/ ছবি: বার্তা২৪.কম

  • Font increase
  • Font Decrease

টানা তিন দিনের ছুটির কারণে সুন্দরবনে দেশি পর্যটকদের ঢল নেমেছে। সেই সাথে বিদেশি পর্যটকদের উপস্থিতিও বেড়েছে। ২১ ফেব্রুয়ারি বৃহস্পতি থেকে শনিবার পর্যন্ত তিন দিন সরকারি ছুটি। আর টানা এ ছুটি উপভোগ করতে আসা ভ্রমণ পিপাসুদের পদচারণায় এখন মুখর সুন্দরবনের অন্যতম পর্যটনকেন্দ্র করমজল, হাড়বাড়িয়া, হিরণপয়েন্ট, নীল কমল, কটকা, কচিখালী ও দুবলাসহ বিভিন্ন স্পট।

মূলত নভেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত হলো সুন্দরবনের পর্যটন মৌসুম। কিন্তু চলতি মৌসুমের শুরু থেকে জাতীয় সংসদ নির্বাচনসহ নানা কারণে পর্যটকদের আনাগোনা খুবই কম থাকলেও ফেব্রুয়ারির মাঝামাঝিতে তা বাড়তে শুরু করে।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Feb/22/1550832403543.jpg

এরই মধ্যে ২১ ফেব্রুয়ারি উপলক্ষে পরপর তিন দিন ছুটি থাকায় দর্শনার্থীদের আগমন হঠাৎ করে বৃদ্ধি পাওয়ায় রীতিমতো হিমশিম খেতে হচ্ছে বনবিভাগের স্বল্প সংখ্যক কর্মকর্তা-কর্মচারীদেরকে।

করমজলে দর্শনার্থীদের ভ্রমণ সুবিধার্থে রয়েছে দুইটি সুউচ্চ ওয়াচ টাওয়ার, দুইটি ফুট ট্রেইলার, খাঁচায় আটকে রাখা হরিণ ও বানর এবং পুকুরে কুমির ও কচ্ছপ। এছাড়া তো রয়েছে গাছগাছালি ও পাখপাখালির নৈস্বর্গিক দৃশ্য।

পূর্ব সুন্দরবনের করমজল পর্যটনকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আজাদ কবির জানান, পরপর তিন দিন ছুটি থাকার কারণেই হঠাৎ করে পর্যটকদের আগমন খুব বেড়েছে। শুক্রবার করমজলে প্রায় তিন হাজার পর্যটক এসেছে। আর বৃহস্পতিবারও প্রায় দুই হাজারের বেশি পর্যটক আসে। এর আগে গত মঙ্গল ও বুধবার দৈনিক প্রায় ১২০০ মতো পর্যটক এসেছিল করমজলে।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Feb/22/1550832463455.jpg

মংলার পর্যটন ব্যবসায়ী দ্যা সাউদার্ন ট্যুরস এন্ড ট্রাভেলস এর পরিচালক মো: মিজানুর রহমান মিজান বলেন, ‘মৌসুমের প্রথম দিক থেকে পর্যটকদের খুব মন্দাভাব গেলেও মাঝামাঝি পর্যায়ে এসে কিছুটা বেড়েছে। বৃহস্পতিবার ২১ ফেব্রুয়ারি ও শুক্র, শনি পরপর তিন দিন ছুটি থাকায় পর্যটকদের আগমন অনেক বেশি বেড়েছে।’

‘মংলা ও খুলনার প্রায় ৫০টি ছোট বড় এসি-ননএসি লঞ্চ এখন দেশি-বিদেশি পর্যটক নিয়ে সুন্দরবনের অভ্যন্তরে অবস্থান করছে। এগুলো শনিবার সন্ধ্যায় ফিরে আসবে। এই মুহূর্তে ঘাটে কোনো লঞ্চ ও ট্যুরিস্ট বোট ফাঁকা নেই। চাপ বাড়ায় সকলকে বন ভ্রমণের ব্যবস্থাও আমরা করতে পারছি না।’

এদিকে পর্যটকদের চাপে বাগেরহাটের মংলা বন্দর ও পৌর শহরের সকল হোটেল-মোটেলগুলো পরিপূর্ণ রয়েছে। শুক্রবার (২২ ফেব্রুয়ারি) সকাল থেকে আসা পর্যটকরা হোটেলে সিট না পেয়ে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Feb/22/1550832435471.jpg

পৌর শহরের শেখ আব্দুল হাই সড়কের আবাসিক হোটেল আমিন ইন্টারন্যাশনালের ম্যানেজার মো: ইদ্রিস বলেন, ‘বৃহস্পতিবার থেকে কয়েকদিনের জন্য আগাম বুকিং রয়েছে। সিট দিতে পারছি না। হোটেলের এসি, নন-এসি সব রুমই বুকিং রয়েছে। শুক্রবার সকাল থেকে লোকজনকে ফিরিয়ে দিতে হচ্ছে।’

একই দৃশ্য হোটেল পশুর, সিঙ্গাপুর, ব্যাংকক, শেখ আব্দুস সালাম ইন্টারন্যাশনাল ও  বন্দর হোটেলসহ অন্যান্য সকল হোটেলগুলোর।

এমতাবস্থায় আগেভাগে আসা পর্যটকদের চাপে হোটেল-মোটেলে সিট না পাওয়ায় ও ঘাটে কোনো ধরণের ট্যুরিস্ট বোট না থাকায় চরম বিপাকে পড়েছেন সুন্দরবন দেখতে দূরদূরান্ত থেকে ছুটে আসা দর্শনার্থীরা।

   

গড়াই নদীতে ডুবে যুবকের মৃত্যু



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কুষ্টিয়া
ছবি প্রতীকী

ছবি প্রতীকী

  • Font increase
  • Font Decrease

কুষ্টিয়ার খোকসায় গড়াই নদীতে ডুবে সুমন (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

রোববার (৫ এপ্রিল) বিকেলে খোকসা উপজেলার গনেশপুর অংশে গড়াই নদী থেকে মরদেহ উদ্ধার করা হয়।

মৃত সুমন কুমারখালী উপজেলার রাজাপুর গ্রামের নিজাম উদ্দিনের ছেলে।

খোকসা ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ারম্যান হাবিবুর রহমান জানান, সকালের দিকে গড়াই নদীতে মাছ ধরতে যান সুমন। মাছ ধরার এক পর্যায়ে নদীতে ডুবে যান তিনি। বিকেলের দিকে স্থানীয়দের সহায়তায় তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস।

;

কুমিল্লার নাঙ্গলকোটে বজ্রপাতে কিশোরের মৃত্যু



ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কুমিল্লা
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

  • Font increase
  • Font Decrease

কুমিল্লার নাঙ্গলকোটে ফুটবল খেলার সময় বজ্রপাতে সাফায়েত হোসেন (১৯) নামে একজনের মৃত্যু হয়েছে। এ সময় সালাউদ্দিন (২২) নামের আরেক যুবক গুরুতর আহত হন।

রোববার (৫ এপ্রিল) এই বিকেলে এই ঘটনা ঘটে। তাদের উদ্ধার করে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে লাকসামের একটি ক্লিনিকে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ওই কিশোরকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় সূত্র জানায়, উপজেলার আদ্রা দক্ষিণ ইউনিয়নের আটিয়াবাড়ি দক্ষিণপাড়া স্কুল বাড়ির আবদুল আউয়ালের ছেলে সাফায়াত হোসেন এদিন বিকেলে সহপাঠীদের সাথে পার্শ্ববর্তী ঘোড়াময়দান গ্রামের একটি মাঠে ফুটবল খেলতে যায়। বিকাল ৫টার দিকে খেলা চলা অবস্থায় আকস্মিক বজ্রপাতে সাফায়েতের পুরো শরীর ঝলসে যায়। তাৎক্ষনিকভাবে তাকে উদ্ধার করে লাকসামের একটি ক্লিনিকে নেয়া হলে সন্ধ্যায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এছাড়া বজ্রপাতে ওই ঘোড়াময়দান গ্রামের নুরুল হকের ছেলে সালাউদ্দিন (২২) গুরুতর আহত হয়ে স্থানীয় একটি ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান আবদুল ওহাব ঘটনার এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

;

লক্ষ্মী ভাইয়েরা বাসায় যান, নিজেসহ দেশকে বাঁচান



নাহিদ রেজা, স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঠাকুরগাঁও
ওসি তানভিরুল ইসলাম।

ওসি তানভিরুল ইসলাম।

  • Font increase
  • Font Decrease

আমার লক্ষ্মী ভাইয়েরা দয়া করে বাইরে ঘোরাঘুরি না করে বাসায় যান। নিজে বাঁচেন, পরিবারকে বাঁচান, দেশকে বাঁচান। সচেতন হোন।

ঠিক এসব কথা বলে করোনাভাইরাস প্রতিরোধে জনগণকে সচেতন করছেন ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তানভিরুল ইসলাম। মাঠ পর্যায়ে গিয়ে এভাবে সচেতন করায় সাধুবাদ জানিয়েছে সাধারণ মানুষ।

ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের রেজাউল ইসলাম বলেন, ‘আমি ওষুধ কেনার জন্য স্থানীয় বাজারে এসেছিলাম। কিছুক্ষণ পর থানার একটি গাড়ি বাজারের সামনে এসে দাঁড়ায় এবং ওসি তানভিরুল সবাইকে বাসায় থাকার জন্য অনুরোধ করেন। এর আগে কখনো জনগণের সঙ্গে পুলিশের এমন ভালো আচরণ দেখি নাই।’

ঠাকুরগাঁও সদর উপজেলার চৌড়াস্তা মোড়ে কথা হয় জয়নাল নামে এক পথচারীর সঙ্গে। তিনি বলেন, ‘আমাদের জেলার পুলিশ সাধারণ জনগণের সঙ্গে ভালো ব্যবহার করছে। তাদের ভাই বলে বাসায় ফিরে যাওয়ার জন্য অনুরোধ করছে। ওসিসহ পুলিশের সদস্যরা নিজেদের কথা চিন্তা না করে আমাদের জন্য এ কাজটি করে যাচ্ছেন। তাদের ধন্যবাদ জানাই।’

স্থানীয় সাহাদত হোসেন নামে একজন বলেন,‘তানভিরুল ভাই একজন মানবিক পুলিশ অফিসার। তার জন্য শুভকামনা ও দোয়া রইল।’

ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তানভিরুল ইসলাম বার্তা২৪.কমকে বলেন, ‘করোনাভাইরাস নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। এ ভাইরাস প্রতিরোধে আমাদের সবাইকে সচেতন হতে হবে। সরকার যেসব দিক নির্দেশনা দিয়েছে সেগুলো মেনে চলতে হবে। জনগণের সঙ্গে খারাপ ব্যবহার না করে তাদের সচেতন করা হচ্ছে। এতে কাজও হচ্ছে।’

;

ডিবি পরিচয়ে মোবাইল ছিনতাই, যুবক গ্রেফতার



ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নীলফামারী
গ্রেফতার আবেদ আলী।

গ্রেফতার আবেদ আলী।

  • Font increase
  • Font Decrease

নীলফামারীতে গোয়েন্দা পুলিশের (ডিবি) উপপরিদর্শক পরিচয়ে মোবাইল ছিনতাই করার অপরাধে আবেদ আলী (২৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (৫ এপ্রিল) বিকেলে নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

আবেদ আলী সৈয়দপুর উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের চওড়া গ্রামের খয়রাত হোসেনের ছেলে।

জানা গেছে, শনিবার (৪ এপ্রিল) দুপুরে জেলা সদরের কুন্দপুকুর ইউনিয়নের আঙ্গারপাড়া গ্রামে মোকছেদুল ইসলামসহ কয়েক যুবক মোবাইলে ভিডিও গেম খেলছিলেন। এ সময় আবেদ আলী নিজেকে সৈয়দপুর থানার ডিবি পুলিশের উপপরিদর্শক পরিচয় দিয়ে ওই যুবকদের কাছ থেকে মোবাইলটি নিয়ে যান। পরে এ বিষয়ে মোবাইলের মালিক মোকছেদুল ইসলাম সদর থানায় অভিযোগ করেন।

এরপর রোববার ভোরে আবেদ আলীর বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। ওই সময় তার কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত একটি খেলনা পিস্তল ও ওয়্যারলেস সেট, একাধিক মোবাইল সিম এবং দুটি পরিচয়পত্র জব্দ করে পুলিশ।

নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডিবি পুলিশের ভুয়া পরিচয়ে মোবাইল ছিনতাই করার সত্যতা স্বীকার করেছেন আবেদ আলী। এ ঘটনায় মামলা দায়ের করার পর আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

;