১৫ ঘণ্টার ব্যবধানে ২ সশস্ত্র হামলা, উত্তপ্ত রাঙামাটি



আলমগীর মানিক, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, রাঙামাটি, বার্তা২৪.কম
ছবি: বার্তা২৪

ছবি: বার্তা২৪

  • Font increase
  • Font Decrease

বাঘাইছড়িতে সশস্ত্র সন্ত্রাসীদের হামলায় নিহত হন ছয়জন নির্বাচনী কর্মকর্তা ও গাড়ির এক হেলপার। এ ঘটনার রেশ কাটতে না কাটতেই ১৫ ঘণ্টার ব্যবধানের বিলাইছড়ি উপজেলা আওয়ামী লীগের নেতাকে গুলি করে হত্যা করা হয়। এ দুটি ঘটনায় স্থানীয় পাহাড়ি-বাঙালি সম্প্রদায়সহ রাজনৈতিক অঙ্গণে চরম উত্তেজনা বিরাজ করছে।

নৃশংস সাত খুনের পর এখন থমথমে রাঙামাটির বাঘাইছড়ি। ঘটনাস্থল ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী। নিহতদের মরদেহের ময়নাতদন্ত চলছে খাগড়াছড়ি হাসপাতালে। আহতদের মধ্যে চট্টগ্রাম সিএমএইচে দশজন এবং ঢাকায় সাতজনের চিকিৎসা চলছে। ঘটনায় জড়িতদের ধরতে চলছে অভিযান।

সেনা কর্মকর্তাদের ধারণা, এ ঘটনার সাথে জড়িত ইউপিডিএফ প্রসিত গ্রুপ ও সন্তু লারমার নেতৃত্বাধীন জনসংহতি সমিতি জেএসএস। এছাড়া এ নির্মম ঘটনার সার্বিক বিষয়টি তদন্তের মাধ্যমে তুলে আনতে ইতোমধ্যেই চট্টগ্রামস্থ বিভাগীয় কমিশনারের কার্যালয়ে একজন ডিডিএলজি’র নেতৃত্বে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্য সচিব হিসেবে রাঙামাটির অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. নজরুল ইসলামকে নিয়ে মোট সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করে দেওয়া হয়েছে বলে জানা গেছে।

বিভিন্ন মাধ্যমে প্রাপ্ত তথ্যানুসারে পাহাড়ে সশস্ত্র সংঘাতে গত ১৫ মাসে অন্তত ৫৮ জন নিহত হয়েছেন। কয়েক বছর সমঝোতার ভিত্তিতে চললেও গত ২০১৭ সালের ৫ ডিসেম্বর থেকে পাহাড়ের দুই জেলা রাঙামাটি ও খাগড়াছড়িতে আঞ্চলিক দলগুলো সশস্ত্র সংঘাতে জড়িয়ে পড়ে।

সোমবার (১৮ মার্চ) রাঙামাটির বাঘাইছড়ির নয় মাইল এলাকায় ভোট গ্রহণ ও গণনা শেষে গাড়িতে করে ফেরার সময় নির্বাচনী কর্মকর্তাসহ সাত জনকে ব্রাশ ফায়ার করে নিহত করে পার্বত্য চুক্তি বিরোধী সশস্ত্র সন্ত্রাসীরা। সর্বশেষ মঙ্গলবার (১৯ মার্চ) সকাল ৯টার সময় বিলাইছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুরেশ কুমার তংচঙ্গ্যাকে তার সন্তানের সামনে থেকে ধরে নিয়ে প্রকাশ্যে গুলি করে হত্যা করে জেএসএস নামধারী সশস্ত্র সন্ত্রাসীরা।

এদিকে পরপর দুটি বড় আকারের সশস্ত্র হামলায় আটজন মানুষকে গুলি করে হত্যার ঘটনায় স্থানীয় পাহাড়ি-বাঙালি সম্প্রদায়সহ রাজনৈতিক অঙ্গণে চরম উত্তেজনা বিরাজ করছে। সার্বিক পরিস্থিতি মোকাবেলায় রাঙামাটি ও খাগড়াছড়ি জেলায় নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। সেভেন মার্ডারের ঘটনায় জড়িত আঞ্চলিকদলীয় সশস্ত্র সন্ত্রাসীদের ধরতে সেনাবাহিনীর নেতৃত্বাধীন যৌথবাহিনীর সদস্যরা শিগগিরই সাঁড়াশি অভিযানে নামবে বলে জানিয়েছে সেনা কর্তৃপক্ষ।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Mar/19/1553000955873.jpg

অপরদিকে হতাহতদের পরিবার ও স্বজনদের সাথে দেখা করতে বাঘাইছড়িতে ছুটে যান রাঙামাটি জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। মঙ্গলবার সকালে রাঙামাটি থেকে রওনা হয়ে বাঘাইছড়ির ঘটনাস্থল নয়কিলো এলাকাটি সরেজমিনে পরিদর্শনসহ বাঘাইছড়ি উপজেলাবাসীর সাথে সাক্ষাত করেছেন রাঙামাটির জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ, পুলিশ সুপার আলমগীর কবির, আনসার ব্যাটালিয়ান পরিচালক আব্দুল আওয়ালসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এ সময় নিন্দা জানিয়ে এই নির্মম ঘটনার সাথে জড়িতদের অচিরেই আইনের আওতায় আনা হবে বলে হতাহতদের স্বজনদের আশ্বস্ত করেছেন তারা।

এদিকে পুলিশ ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে বাঘাইছড়ির নয়কিলো নামক স্থানটিসহ সন্ত্রাসীদের আধিপত্য থাকা এলাকাগুলোতে সেনাবাহিনী ও পুলিশ ক্যাম্প বসানোর দাবি জানিয়েছে হতাহতদের স্বজন ও স্থানীয় বাসিন্দারা। পরে মতবিনিময় সভা শেষে নিহতদের পরিবারকে তাৎক্ষণিকভাবে ২০ হাজার টাকা ও আহতদেরকে ১০ হাজার টাকা করে প্রদান করেন জেলা প্রশাসক।

এর আগে মঙ্গলবার সকালে বাঘাইছড়ির ঘটনাস্থলের আশপাশে সবগুলো পাহাড়ি এলাকা ঘিরে ফেলে যৌথ বাহিনী। সকাল থেকে বিভিন্ন সংস্থার সদস্যরা ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করছেন।

অপরদিকে জেএসএস ইউপিডিএফ‘র সন্ত্রাসীদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান পরিচালনাসহ পাহাড়ের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতে শিগগিরই চিরুনি অভিযান না চালালে লাগাতার হরতাল-অবরোধের মতো কর্মসূচির ঘোষণা দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগসহ বাঙালি সংগঠনগুলো। মঙ্গলবার রাঙামাটি শহরে এবং বাঘাইছড়ি উপজেলায় বিক্ষোভ মিছিল এবং সমাবেশও করেছে তারা।

জানা গেছে, বাঘাইছড়িতে নিহত সাতজনের মধ্যে ছয়জনের মরদেহ খাগড়াছড়ি জেনারেল হাসপাতালে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়। অপরদিকে ওই ঘটনায় আহত ১৭ জনের মধ্যে আশঙ্কাজনক সাতজনকে মঙ্গলবার সকালে ঢাকার সিএমএইচ-এ আনা হয়েছে। বাকি দশজন চট্টগ্রাম সিএমএইচ-এ চিকিৎসাধীন রয়েছে।

বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে গঠিত সাত সদস্য বিশিষ্ট্য তদন্ত কমিটিতে যারা রয়েছেন তারা হলেন, ১. পরিচালক, স্থানীয় সরকার (অতিরিক্ত সচিব), চট্টগ্রাম বিভাগ, চট্টগ্রাম
২. ডিআইজি, চট্টগ্রাম রেঞ্জের প্রতিনিধি (অতিরিক্ত ডিআইজি পদ মর্যাদা)
৩. পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের প্রতিনিধি (যুগ্মসচিব পদ মর্যাদা)
৪. পরিচালক ও ব্যাটালিয়ন অধিনায়ক, ৩০ আনসার ব্যাটালিয়ন, ফয়েজলেক, চট্টগ্রাম
৫. সেক্টর কমান্ডার, বিজিবি, সেক্টর সদর দফতর, রাঙামাটির প্রতিনিধি (মেজর পদ মর্যাদা)
৬. মুখ্য নির্বাহী কর্মকর্তা, রাঙ্গামাটি জেলা পরিষদ
৭. বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, রাঙামাটিকে সদস্য সচিব করা হয়েছে।

এই কমিটিকে আগামী ১০ কার্যদিবসের মধ্যেই উক্ত ঘটনার কারণ ও করণীয় নির্ধারণ, ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র তুলে ধরে সুপারিশসহ তদন্ত রিপোর্ট জমা দেওয়ার জন্য বলা হয়েছে।

   

গড়াই নদীতে ডুবে যুবকের মৃত্যু



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কুষ্টিয়া
ছবি প্রতীকী

ছবি প্রতীকী

  • Font increase
  • Font Decrease

কুষ্টিয়ার খোকসায় গড়াই নদীতে ডুবে সুমন (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

রোববার (৫ এপ্রিল) বিকেলে খোকসা উপজেলার গনেশপুর অংশে গড়াই নদী থেকে মরদেহ উদ্ধার করা হয়।

মৃত সুমন কুমারখালী উপজেলার রাজাপুর গ্রামের নিজাম উদ্দিনের ছেলে।

খোকসা ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ারম্যান হাবিবুর রহমান জানান, সকালের দিকে গড়াই নদীতে মাছ ধরতে যান সুমন। মাছ ধরার এক পর্যায়ে নদীতে ডুবে যান তিনি। বিকেলের দিকে স্থানীয়দের সহায়তায় তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস।

;

কুমিল্লার নাঙ্গলকোটে বজ্রপাতে কিশোরের মৃত্যু



ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কুমিল্লা
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

  • Font increase
  • Font Decrease

কুমিল্লার নাঙ্গলকোটে ফুটবল খেলার সময় বজ্রপাতে সাফায়েত হোসেন (১৯) নামে একজনের মৃত্যু হয়েছে। এ সময় সালাউদ্দিন (২২) নামের আরেক যুবক গুরুতর আহত হন।

রোববার (৫ এপ্রিল) এই বিকেলে এই ঘটনা ঘটে। তাদের উদ্ধার করে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে লাকসামের একটি ক্লিনিকে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ওই কিশোরকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় সূত্র জানায়, উপজেলার আদ্রা দক্ষিণ ইউনিয়নের আটিয়াবাড়ি দক্ষিণপাড়া স্কুল বাড়ির আবদুল আউয়ালের ছেলে সাফায়াত হোসেন এদিন বিকেলে সহপাঠীদের সাথে পার্শ্ববর্তী ঘোড়াময়দান গ্রামের একটি মাঠে ফুটবল খেলতে যায়। বিকাল ৫টার দিকে খেলা চলা অবস্থায় আকস্মিক বজ্রপাতে সাফায়েতের পুরো শরীর ঝলসে যায়। তাৎক্ষনিকভাবে তাকে উদ্ধার করে লাকসামের একটি ক্লিনিকে নেয়া হলে সন্ধ্যায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এছাড়া বজ্রপাতে ওই ঘোড়াময়দান গ্রামের নুরুল হকের ছেলে সালাউদ্দিন (২২) গুরুতর আহত হয়ে স্থানীয় একটি ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান আবদুল ওহাব ঘটনার এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

;

লক্ষ্মী ভাইয়েরা বাসায় যান, নিজেসহ দেশকে বাঁচান



নাহিদ রেজা, স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঠাকুরগাঁও
ওসি তানভিরুল ইসলাম।

ওসি তানভিরুল ইসলাম।

  • Font increase
  • Font Decrease

আমার লক্ষ্মী ভাইয়েরা দয়া করে বাইরে ঘোরাঘুরি না করে বাসায় যান। নিজে বাঁচেন, পরিবারকে বাঁচান, দেশকে বাঁচান। সচেতন হোন।

ঠিক এসব কথা বলে করোনাভাইরাস প্রতিরোধে জনগণকে সচেতন করছেন ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তানভিরুল ইসলাম। মাঠ পর্যায়ে গিয়ে এভাবে সচেতন করায় সাধুবাদ জানিয়েছে সাধারণ মানুষ।

ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের রেজাউল ইসলাম বলেন, ‘আমি ওষুধ কেনার জন্য স্থানীয় বাজারে এসেছিলাম। কিছুক্ষণ পর থানার একটি গাড়ি বাজারের সামনে এসে দাঁড়ায় এবং ওসি তানভিরুল সবাইকে বাসায় থাকার জন্য অনুরোধ করেন। এর আগে কখনো জনগণের সঙ্গে পুলিশের এমন ভালো আচরণ দেখি নাই।’

ঠাকুরগাঁও সদর উপজেলার চৌড়াস্তা মোড়ে কথা হয় জয়নাল নামে এক পথচারীর সঙ্গে। তিনি বলেন, ‘আমাদের জেলার পুলিশ সাধারণ জনগণের সঙ্গে ভালো ব্যবহার করছে। তাদের ভাই বলে বাসায় ফিরে যাওয়ার জন্য অনুরোধ করছে। ওসিসহ পুলিশের সদস্যরা নিজেদের কথা চিন্তা না করে আমাদের জন্য এ কাজটি করে যাচ্ছেন। তাদের ধন্যবাদ জানাই।’

স্থানীয় সাহাদত হোসেন নামে একজন বলেন,‘তানভিরুল ভাই একজন মানবিক পুলিশ অফিসার। তার জন্য শুভকামনা ও দোয়া রইল।’

ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তানভিরুল ইসলাম বার্তা২৪.কমকে বলেন, ‘করোনাভাইরাস নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। এ ভাইরাস প্রতিরোধে আমাদের সবাইকে সচেতন হতে হবে। সরকার যেসব দিক নির্দেশনা দিয়েছে সেগুলো মেনে চলতে হবে। জনগণের সঙ্গে খারাপ ব্যবহার না করে তাদের সচেতন করা হচ্ছে। এতে কাজও হচ্ছে।’

;

ডিবি পরিচয়ে মোবাইল ছিনতাই, যুবক গ্রেফতার



ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নীলফামারী
গ্রেফতার আবেদ আলী।

গ্রেফতার আবেদ আলী।

  • Font increase
  • Font Decrease

নীলফামারীতে গোয়েন্দা পুলিশের (ডিবি) উপপরিদর্শক পরিচয়ে মোবাইল ছিনতাই করার অপরাধে আবেদ আলী (২৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (৫ এপ্রিল) বিকেলে নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

আবেদ আলী সৈয়দপুর উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের চওড়া গ্রামের খয়রাত হোসেনের ছেলে।

জানা গেছে, শনিবার (৪ এপ্রিল) দুপুরে জেলা সদরের কুন্দপুকুর ইউনিয়নের আঙ্গারপাড়া গ্রামে মোকছেদুল ইসলামসহ কয়েক যুবক মোবাইলে ভিডিও গেম খেলছিলেন। এ সময় আবেদ আলী নিজেকে সৈয়দপুর থানার ডিবি পুলিশের উপপরিদর্শক পরিচয় দিয়ে ওই যুবকদের কাছ থেকে মোবাইলটি নিয়ে যান। পরে এ বিষয়ে মোবাইলের মালিক মোকছেদুল ইসলাম সদর থানায় অভিযোগ করেন।

এরপর রোববার ভোরে আবেদ আলীর বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। ওই সময় তার কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত একটি খেলনা পিস্তল ও ওয়্যারলেস সেট, একাধিক মোবাইল সিম এবং দুটি পরিচয়পত্র জব্দ করে পুলিশ।

নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডিবি পুলিশের ভুয়া পরিচয়ে মোবাইল ছিনতাই করার সত্যতা স্বীকার করেছেন আবেদ আলী। এ ঘটনায় মামলা দায়ের করার পর আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

;