হবিগঞ্জে দু’শতাধিক ইটভাটায় পুড়ছে পরিবেশ, জীববৈচিত্র্য



কাজল সরকার, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, হবিগঞ্জ
ইটভাটায় নষ্ট হচ্ছে পরিবেশ, শ্বাসকষ্টে ভুগছেন স্থানীয় বাসিন্দারা, ছবি: বার্তা২৪

ইটভাটায় নষ্ট হচ্ছে পরিবেশ, শ্বাসকষ্টে ভুগছেন স্থানীয় বাসিন্দারা, ছবি: বার্তা২৪

  • Font increase
  • Font Decrease

হবিগঞ্জে লাইসেন্স ও পরিবেশ অধিদফতরের ছাড়পত্র ছাড়াই ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে ইটভাটা। অথচ কোনো ধরনের সরকারি নিয়ম-নীতি তোয়াক্কাই করছে না ইটভাটাগুলো। ইটভাটা আইনের সব ধারার বিপরীতে অবস্থান নিয়েই চালিয়ে যাচ্ছেন তদের কার্যক্রম। ফলে একদিকে যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষি জমি ও জীববৈচিত্র্য তেমনি অন্যদিকে নষ্ট হচ্ছ পরিবেশ। পরিবেশবাদীরা বলছেন আইনের সঠিক প্রয়োগ না থাকায় ইটভাটার মালিকরা পরিবেশের উপর এমন অবিচার চালিয়ে যাচ্ছেন।

ভূমি মন্ত্রণালয়ের জারিকৃত আইন অনুযায়ী ইটভাটা স্থাপনের জন্য কেবল অকৃষি জমি ব্যবহার করা যাবে। আর ইট পোড়ানোর নিয়ন্ত্রণ আইন ১৯৮৯ এর ৯(৫) অনুযায়ী কোনো ইটভাটাকে লাইসেন্স পেতে হলে উপজেলা সদরের সীমানা থেকে ৩ কিলোমিটার, সংরক্ষিত ও রক্ষিত বনাঞ্চল হতে ৩ কিলোমিটার এবং আবাসিক এলাকা (৫০ পরিবারের অধিক) অথবা ফলজ বাগান (৫০টি ফলজ বা বনজ গাছ আছে) থেকে ৩ কিলোমিটার দূরে ইটভাটা স্থাপন করতে হবে।

এছাড়া, নদীর পাড়ে কোনো ইটভাটা স্থাপন করা যাবে না, ইটভাটার কাঁচামাল আনা-নেয়ার জন্য কোনো গ্রামীণ সড়ক ব্যবহার করা যাবে না। অথচ এই নিয়ম-নীতির একটিও অনুসরণ করছেন না ভাটা মালিকরা। যার যার ইচ্ছে মতোই চালিয়ে যাচ্ছেন ভাটার কার্যক্রম।

অনুসন্ধানে জানা যায়- হবিগঞ্জ জেলার সবকয়টি উপজেলায় যে সকল ইটভাটা গড়ে উঠেছে অধিকাংশই উপজেলা সদরের ৩ কিলোমিটারের ভেতরে। এছাড়া জনবসতিপূর্ণ (আবাসিক) এলাকা, স্কুলের পাশে নির্মাণ করা হয়েছে সব কয়টি ইটভাটা। অথচ আইন প্রয়োগকারী সংস্থা তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নিচ্ছে না। উল্টো আবাসিক এলাকাসহ স্কুল-কলেজের পাশে নতুন করে ইটভাটার লাইসেন্স দেয়া হচ্ছে।

সরেজমিনে দেখা যায়, জেলার বাহুবল ও চুনারুঘাট উপজেলায় রয়েছে শতাধিক ইটভাটা। আর বাকি ৬ উপজেলা মিলে রয়েছে আরও প্রায় শতাধিক। এরমধ্যে বাহুবল উপজেলার মিরপুর-ধুলিয়াখাল সড়ক, মিরপুর-বাহুবল সড়ক, ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ থেকে মিরপুর অংশে, মিরপুর-শায়েস্তাগঞ্জ সড়ক ও শায়েস্তাগঞ্জ-চুনারুঘাট সড়কের দু’পাশে সারি সারি ইটভাটা বীরদর্পে দাঁড়িয়ে আছে।

ইটভাটার কাঁচামালসহ যাবতীয় জিনিসপত্র আনা-নেয়ার জন্য ব্যবহার করা হচ্ছে গ্রামীণ কাঁচা রাস্তা। ফলে প্রতিনিয়ত মালবাহী ট্রাক-ট্রাক্টর চলাচলের কারণে অল্প দিনেই ভেঙে পড়ছে রাস্তা-ঘাট।

শুধু তাই নয়, ফসলি জমি, নদী-ছড়া ও পাহাড় কেটে আনা হচ্ছে ইটভাটার মাটি। কয়লার বদলে পোড়ানো হচ্ছে বন, কাটা হচ্ছে গাছ।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/May/21/1558426016977.jpg
গ্রামীণ রাস্তার পাশেই ইটভাটা, ছবি: বার্তা২৪

 

পরিবেশবিদরা বলছেন, ফসলের জমি থেকে মাটি ব্যবহার করায় জমি উর্বরতা নষ্ট হচ্ছে। ইটের ধোঁয়ায় আম কাঁঠালসহ সব ধরনের ফলের উৎপাদনও দিন দিন হ্রাস পাচ্ছে। ধ্বংস হচ্ছে জীববৈচিত্র। সেই সঙ্গে মানুষের দেহে ছড়াচ্ছে বিভিন্ন রোগ-বালাই।

অভিযোগ রয়েছে- ইটভাটা পরিচালনার ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রশাসনের চোখ-কান বন্ধ রাখার জন্য দেয়া হয় মোটা অংকের সেলামি। তাই প্রশাসনও না দেখার ভান করে বসে আছেন মহাসুখে। তবে মাঝে মধ্যে প্রশাসনের পক্ষ থেকে অভিযান চালিয়ে জরিমানা আদায় করা হয়। কিন্তু কঠোর কোন ব্যবস্থা না নেয়ায় পুনরায় মালিক পক্ষ শুরু করেন তাদের এই অনিয়মের ব্যবসা।

এ ব্যাপারে বাহুবল উপজেলার চন্ডিছড়া গ্রামের বাসিন্দা মো. রুহেল মিয়া বার্তা২৪.কম-কে বলেন- ‘হবিগঞ্জ-মিরপুর সড়কের এক কিলোমিটার জায়গায় অন্তত ২০টি ইটভাটা স্থাপন করা হয়েছে। এসব ইটভাটার বিষাক্ত ধোঁয়ায় পরিবেশও বিষাক্ত হয়ে উঠেছে। অথচ সরকার কোনো পদক্ষেপ গ্রহণ করছে না।’

একই উপজেলার নতুন বাজার এলাকার বাসিন্দা সরাজ মিয়া বার্তা২৪.কম-কে বলেন- ‘এখানে এতগুলো ইটভাটা কি বলব! সামান্য বাতাস দিলে সব ধুলাবালি গ্রামে গিয়ে পড়ে। সম্পূর্ণ গ্রাম ধুলাবালিতে অন্ধকার হয়ে যায়।’

বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল বার্তা২৪.কম-কে বলেন, ‘কোন ইটভাটাই সরকারি নিয়ন নীতি অনুসরণ করছে না। ফলে এলাকার পরিবেশ মারাত্মকভাবে হুমকির মুখে পড়েছে।’

তিনি বলেন, ‘পরিবেশ রক্ষায় আমরা নিয়মিত আন্দোলন করে যাচ্ছি। কিন্তু প্রশাসন আমাদেরকে তেমনভাবে সহযোগিতা না করায় কাজের কাজ কিছুই হচ্ছে না।’

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/May/21/1558426071153.jpg
ইটভাটা, ছবি: বার্তা২৪

 

জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক মোহাম্মদ আলী বার্তা২৪.কমকে বলেন- ‘প্রতিবছর নিয়ম-নীতিহীনভাবে ইটভাটা স্থাপনের ফলে কৃষি ও পরিবেশের উপর মারাত্মক প্রভাব পড়ছে। গেল কয়েক বছরে যত ফসলি জমি নষ্ট হয়েছে এরজন্য সবচেয়ে বেশি দায়ী ইটভাটা। এছাড়া অধিকাংশ ভাটায় ইট পোড়ানোর জ্বালানি হিসেবে ব্যবহার করা হচ্ছে বনের মূল্যবান কাঠ। এতে নষ্ট হচ্ছে জীববৈচিত্র।’

হবিগঞ্জের জেলা প্রশাসক মাহমুদুল কবির মুরাদ বার্তা২৪.কম-কে জানান, ‘নিয়মিত ইটভাটায় অভিযান চালানো হচ্ছে। যার ধারা অব্যাহত রয়েছে এবং আগামীতেও থাকবে।’

 

   

গড়াই নদীতে ডুবে যুবকের মৃত্যু



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কুষ্টিয়া
ছবি প্রতীকী

ছবি প্রতীকী

  • Font increase
  • Font Decrease

কুষ্টিয়ার খোকসায় গড়াই নদীতে ডুবে সুমন (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

রোববার (৫ এপ্রিল) বিকেলে খোকসা উপজেলার গনেশপুর অংশে গড়াই নদী থেকে মরদেহ উদ্ধার করা হয়।

মৃত সুমন কুমারখালী উপজেলার রাজাপুর গ্রামের নিজাম উদ্দিনের ছেলে।

খোকসা ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ারম্যান হাবিবুর রহমান জানান, সকালের দিকে গড়াই নদীতে মাছ ধরতে যান সুমন। মাছ ধরার এক পর্যায়ে নদীতে ডুবে যান তিনি। বিকেলের দিকে স্থানীয়দের সহায়তায় তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস।

;

কুমিল্লার নাঙ্গলকোটে বজ্রপাতে কিশোরের মৃত্যু



ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কুমিল্লা
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

  • Font increase
  • Font Decrease

কুমিল্লার নাঙ্গলকোটে ফুটবল খেলার সময় বজ্রপাতে সাফায়েত হোসেন (১৯) নামে একজনের মৃত্যু হয়েছে। এ সময় সালাউদ্দিন (২২) নামের আরেক যুবক গুরুতর আহত হন।

রোববার (৫ এপ্রিল) এই বিকেলে এই ঘটনা ঘটে। তাদের উদ্ধার করে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে লাকসামের একটি ক্লিনিকে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ওই কিশোরকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় সূত্র জানায়, উপজেলার আদ্রা দক্ষিণ ইউনিয়নের আটিয়াবাড়ি দক্ষিণপাড়া স্কুল বাড়ির আবদুল আউয়ালের ছেলে সাফায়াত হোসেন এদিন বিকেলে সহপাঠীদের সাথে পার্শ্ববর্তী ঘোড়াময়দান গ্রামের একটি মাঠে ফুটবল খেলতে যায়। বিকাল ৫টার দিকে খেলা চলা অবস্থায় আকস্মিক বজ্রপাতে সাফায়েতের পুরো শরীর ঝলসে যায়। তাৎক্ষনিকভাবে তাকে উদ্ধার করে লাকসামের একটি ক্লিনিকে নেয়া হলে সন্ধ্যায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এছাড়া বজ্রপাতে ওই ঘোড়াময়দান গ্রামের নুরুল হকের ছেলে সালাউদ্দিন (২২) গুরুতর আহত হয়ে স্থানীয় একটি ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান আবদুল ওহাব ঘটনার এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

;

লক্ষ্মী ভাইয়েরা বাসায় যান, নিজেসহ দেশকে বাঁচান



নাহিদ রেজা, স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঠাকুরগাঁও
ওসি তানভিরুল ইসলাম।

ওসি তানভিরুল ইসলাম।

  • Font increase
  • Font Decrease

আমার লক্ষ্মী ভাইয়েরা দয়া করে বাইরে ঘোরাঘুরি না করে বাসায় যান। নিজে বাঁচেন, পরিবারকে বাঁচান, দেশকে বাঁচান। সচেতন হোন।

ঠিক এসব কথা বলে করোনাভাইরাস প্রতিরোধে জনগণকে সচেতন করছেন ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তানভিরুল ইসলাম। মাঠ পর্যায়ে গিয়ে এভাবে সচেতন করায় সাধুবাদ জানিয়েছে সাধারণ মানুষ।

ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের রেজাউল ইসলাম বলেন, ‘আমি ওষুধ কেনার জন্য স্থানীয় বাজারে এসেছিলাম। কিছুক্ষণ পর থানার একটি গাড়ি বাজারের সামনে এসে দাঁড়ায় এবং ওসি তানভিরুল সবাইকে বাসায় থাকার জন্য অনুরোধ করেন। এর আগে কখনো জনগণের সঙ্গে পুলিশের এমন ভালো আচরণ দেখি নাই।’

ঠাকুরগাঁও সদর উপজেলার চৌড়াস্তা মোড়ে কথা হয় জয়নাল নামে এক পথচারীর সঙ্গে। তিনি বলেন, ‘আমাদের জেলার পুলিশ সাধারণ জনগণের সঙ্গে ভালো ব্যবহার করছে। তাদের ভাই বলে বাসায় ফিরে যাওয়ার জন্য অনুরোধ করছে। ওসিসহ পুলিশের সদস্যরা নিজেদের কথা চিন্তা না করে আমাদের জন্য এ কাজটি করে যাচ্ছেন। তাদের ধন্যবাদ জানাই।’

স্থানীয় সাহাদত হোসেন নামে একজন বলেন,‘তানভিরুল ভাই একজন মানবিক পুলিশ অফিসার। তার জন্য শুভকামনা ও দোয়া রইল।’

ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তানভিরুল ইসলাম বার্তা২৪.কমকে বলেন, ‘করোনাভাইরাস নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। এ ভাইরাস প্রতিরোধে আমাদের সবাইকে সচেতন হতে হবে। সরকার যেসব দিক নির্দেশনা দিয়েছে সেগুলো মেনে চলতে হবে। জনগণের সঙ্গে খারাপ ব্যবহার না করে তাদের সচেতন করা হচ্ছে। এতে কাজও হচ্ছে।’

;

ডিবি পরিচয়ে মোবাইল ছিনতাই, যুবক গ্রেফতার



ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নীলফামারী
গ্রেফতার আবেদ আলী।

গ্রেফতার আবেদ আলী।

  • Font increase
  • Font Decrease

নীলফামারীতে গোয়েন্দা পুলিশের (ডিবি) উপপরিদর্শক পরিচয়ে মোবাইল ছিনতাই করার অপরাধে আবেদ আলী (২৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (৫ এপ্রিল) বিকেলে নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

আবেদ আলী সৈয়দপুর উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের চওড়া গ্রামের খয়রাত হোসেনের ছেলে।

জানা গেছে, শনিবার (৪ এপ্রিল) দুপুরে জেলা সদরের কুন্দপুকুর ইউনিয়নের আঙ্গারপাড়া গ্রামে মোকছেদুল ইসলামসহ কয়েক যুবক মোবাইলে ভিডিও গেম খেলছিলেন। এ সময় আবেদ আলী নিজেকে সৈয়দপুর থানার ডিবি পুলিশের উপপরিদর্শক পরিচয় দিয়ে ওই যুবকদের কাছ থেকে মোবাইলটি নিয়ে যান। পরে এ বিষয়ে মোবাইলের মালিক মোকছেদুল ইসলাম সদর থানায় অভিযোগ করেন।

এরপর রোববার ভোরে আবেদ আলীর বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। ওই সময় তার কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত একটি খেলনা পিস্তল ও ওয়্যারলেস সেট, একাধিক মোবাইল সিম এবং দুটি পরিচয়পত্র জব্দ করে পুলিশ।

নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডিবি পুলিশের ভুয়া পরিচয়ে মোবাইল ছিনতাই করার সত্যতা স্বীকার করেছেন আবেদ আলী। এ ঘটনায় মামলা দায়ের করার পর আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

;