পাবনায় ঢাকাগামী বাসের টিকিটে তিনগুণ দাম



আরিফ আহমেদ সিদ্দিকী, ডিস্ট্রিক করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, পাবনা
পাবনা বাস টার্মিনালে টিকিট কাউন্টার

পাবনা বাস টার্মিনালে টিকিট কাউন্টার

  • Font increase
  • Font Decrease

পরিবার-পরিজনের সঙ্গে ঈদ উদযাপন করতে রাজধানী থেকে সড়ক, রেল ও নৌপথে রীতিমতো যুদ্ধ করে পাবনায় এসেছিলেন মানুষজন। ঈদের ছুটি শেষ হতে ফেরার বেলায় নতুন করে ভোগান্তিতে পড়েছেন ঢাকাগামী যাত্রীরা।

পাবনার বাস মালিকরা ঈদের কয়েকদিন আগে থেকে ঢাকাগামী টিকিটের মূল্য বাড়িয়ে দিয়েছেন কয়েক গুণ। বাধ্য হয়ে চড়া মূল্যেই টিকিট কেটেছেন অনেক যাত্রী। আবার কেউবা রয়েছেন টিকিটের মূল্য কমার অপেক্ষায়।

খোঁজ নিয়ে জানা গেছে, পাবনা থেকে ঢাকাগামী ননএসি বাসের টিকিট ৩০০ টাকার জায়গায় আরও ৫০০ টাকা বাড়িয়ে ৮০০ টাকা আদায় করা হচ্ছে। অন্যদিকে এসি টিকিট হয়েছে সোনার হরিণ! ৫০০ টাকার টিকিট ৭/৮ শ’ টাকা বাড়িয়ে ১২/১৩শ’ টাকা নেওয়া হচ্ছে।

রোববার (০৯ জুন) বিকেলে পাবনা কেন্দ্রীয় বাস টার্মিনালে গিয়ে দেখা যায় ঢাকাগামী কোচের সংখ্যা কিছুটা কম। সেখানে কোনো টিকিট বিক্রি করতে দেখা যায়নি। শহরের পুরাতন বাস টার্মিনালে কোচগুলোর টিকিট কাউন্টার থেকে টিকিট দেওয়া হচ্ছে।

সন্ধ্যায় পুরাতন টার্মিনালে গিয়ে দেখা যায়, রোববার থেকে অফিস-আদালত খোলা হলেও অনেক মানুষ তখনও ঢাকায় যেতে পারেননি। টিকিট কিনতে এসে চড়া মূল্য দেখে অনেকেই টিকিট না কেটে চিন্তিত হয়ে পড়েছেন।

পুরাতন বাস টার্মিনালে পাবনা এক্সপ্রেস, শাহজাদপুর ট্রাভেলর্স, আলহামরা এন্টারপ্রাইজ, শ্যামলী পরিবহন, সি-লাইন ও সরকার পরিবহনসহ বিভিন্ন পরিবহনের কাউন্টারে সাধারণ যাত্রীদের জটলা দেখা যায়। কেউ টিকিট পাচ্ছেন আবার কেউ পাচ্ছেন না।

জানা যায়, ঈদের আগেই অনেকে ফিরতি টিকিট সংগ্রহ করেছেন অতিরিক্ত দামে। ঈদের পর টিকিট তাই দুর্লভ হয়ে উঠেছে। আর সেই সুযোগে অনেক বেশি চড়া দামে টিকিট বিক্রি করছে কাউন্টারগুলো।

টিকিট কাউন্টারে কর্মরতদের সঙ্গে এ ব্যাপারে আলাপ করতে চাইলে তারা টিকিটের মূল্য বৃদ্ধির কথা স্বীকার করে বলেন, বেশি কিছু বলার সময় নেই। কারণ জানতে চাইলে মালিককে ফোন দেন।
https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Jun/10/1560134748432.jpg
নাম প্রকাশ না করার শর্তে ঢাকাগামী একটি নৈশ কোচের মালিক বলেন, ভাড়া না বাড়িয়ে আমরা নিরূপায়। পাবনা থেকে যে গাড়ি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে ফিরতি সময়ে ওই গাড়ি যাত্রী ছাড়াই চলে আসবে। ফলে আমাদের ক্ষতির পরিমাণ বেড়ে যায়। বারবার এভাবে আর্থিক ক্ষতির সম্মুখীন হওয়ার কারণে বাড়তি ভাড়ায় টিকিট বিক্রি করতে হচ্ছে।

পাবনা এক্সপ্রেসে টিকিট নিতে আসা মাসুম বলেন, ৩শ’ টাকার টিকিট ৮শ’ টাকায় কিনেছি। ঢাকা যে যেতেই হবে।

শাহজাদপুর ট্রাভেলসে টিকিট নিতে আসা রেজাউল করিম বলেন, ঈদের আগেই ১২শ’ টাকা করে ৪টি টিকিট কিনেছি। এখন জানলাম, ১৩শ’ টাকায় বিক্রি হচ্ছে। এসব অনাচার দেখার কেউ নেই।

পাবনা এক্সপ্রেস, শ্যামলী ও সরকার ট্রাভেলস কাউন্টারে আসা জীবন, রফিক, শামীম, রানা, বাপ্পি, উজ্জলসহ বেশ কয়েকজনের সঙ্গে কথা হয়। তাদের অভিযোগ, টিকিট মাস্টার আগে থেকেই সিট প্ল্যান বুক করে রেখেছেন, ইচ্ছেমত ভাড়া আদায় করছেন। কথা বলার কোনো সুযোগ নেই। কেউ কিছু বললেই টিকিট নেই বলে সাফ জানিয়ে দিচ্ছেন।

সাধারণ যাত্রীরা বলছেন, জেলা প্রশাসন স্যোস্যাল মিডিয়াতে অতিরিক্ত ভাড়া নিলেই পদক্ষেপ নেবে এমন বার্তা দিয়েছিল। কিন্তু পাবনা ছাড়ার সময় বুঝতে পারলাম কোনো পদক্ষেপ নেই। বাস মালিকরা ইচ্ছেমতো ভাড়া আদায় করে নিচ্ছে সাধারণ যাত্রীদের পকেট কেটে।

গত সোমবার (৪ জুন) পাবনার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক শাফিউল ইসলাম বলেছিলেন, বাস মালিকদের নিয়ে মিটিং করে ভাড়া না বাড়ানোর জন্য সর্তক করে দেওয়া হয়েছে। তারপরও বাড়তি ভাড়া নিলে তাদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

রোববার রাতে জেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে কারো কোনো মন্তব্য পাওয়া যায়নি।

অন্যদিকে পাবনার কাজীরহাট ঘাটে স্পিড বোট, লঞ্চ ও ইঞ্জিনচালিত নৌকায় আরিচা ঘাটে পার করতে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে, এ সংক্রান্ত একটি নিউজ বার্তা২৪.কমে প্র্রকাশের পর প্রশাসনের টনক নড়ে।

শনিবার দুপুরে র্যা বের নেতৃত্বে একটি টিম সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কয়েকটি স্পিড বোটকে জরিমানা করে। একইসঙ্গে বেশ কয়েকটি নৌকা স্থানীয় জনপ্রতিনিধির জিম্মায় রাখে। আইন মেনে চালালে মুচলেকায় তাদের নৌকা ফেরত দেওয়া হবে।

   

গড়াই নদীতে ডুবে যুবকের মৃত্যু



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কুষ্টিয়া
ছবি প্রতীকী

ছবি প্রতীকী

  • Font increase
  • Font Decrease

কুষ্টিয়ার খোকসায় গড়াই নদীতে ডুবে সুমন (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

রোববার (৫ এপ্রিল) বিকেলে খোকসা উপজেলার গনেশপুর অংশে গড়াই নদী থেকে মরদেহ উদ্ধার করা হয়।

মৃত সুমন কুমারখালী উপজেলার রাজাপুর গ্রামের নিজাম উদ্দিনের ছেলে।

খোকসা ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ারম্যান হাবিবুর রহমান জানান, সকালের দিকে গড়াই নদীতে মাছ ধরতে যান সুমন। মাছ ধরার এক পর্যায়ে নদীতে ডুবে যান তিনি। বিকেলের দিকে স্থানীয়দের সহায়তায় তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস।

;

কুমিল্লার নাঙ্গলকোটে বজ্রপাতে কিশোরের মৃত্যু



ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কুমিল্লা
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

  • Font increase
  • Font Decrease

কুমিল্লার নাঙ্গলকোটে ফুটবল খেলার সময় বজ্রপাতে সাফায়েত হোসেন (১৯) নামে একজনের মৃত্যু হয়েছে। এ সময় সালাউদ্দিন (২২) নামের আরেক যুবক গুরুতর আহত হন।

রোববার (৫ এপ্রিল) এই বিকেলে এই ঘটনা ঘটে। তাদের উদ্ধার করে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে লাকসামের একটি ক্লিনিকে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ওই কিশোরকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় সূত্র জানায়, উপজেলার আদ্রা দক্ষিণ ইউনিয়নের আটিয়াবাড়ি দক্ষিণপাড়া স্কুল বাড়ির আবদুল আউয়ালের ছেলে সাফায়াত হোসেন এদিন বিকেলে সহপাঠীদের সাথে পার্শ্ববর্তী ঘোড়াময়দান গ্রামের একটি মাঠে ফুটবল খেলতে যায়। বিকাল ৫টার দিকে খেলা চলা অবস্থায় আকস্মিক বজ্রপাতে সাফায়েতের পুরো শরীর ঝলসে যায়। তাৎক্ষনিকভাবে তাকে উদ্ধার করে লাকসামের একটি ক্লিনিকে নেয়া হলে সন্ধ্যায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এছাড়া বজ্রপাতে ওই ঘোড়াময়দান গ্রামের নুরুল হকের ছেলে সালাউদ্দিন (২২) গুরুতর আহত হয়ে স্থানীয় একটি ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান আবদুল ওহাব ঘটনার এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

;

লক্ষ্মী ভাইয়েরা বাসায় যান, নিজেসহ দেশকে বাঁচান



নাহিদ রেজা, স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঠাকুরগাঁও
ওসি তানভিরুল ইসলাম।

ওসি তানভিরুল ইসলাম।

  • Font increase
  • Font Decrease

আমার লক্ষ্মী ভাইয়েরা দয়া করে বাইরে ঘোরাঘুরি না করে বাসায় যান। নিজে বাঁচেন, পরিবারকে বাঁচান, দেশকে বাঁচান। সচেতন হোন।

ঠিক এসব কথা বলে করোনাভাইরাস প্রতিরোধে জনগণকে সচেতন করছেন ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তানভিরুল ইসলাম। মাঠ পর্যায়ে গিয়ে এভাবে সচেতন করায় সাধুবাদ জানিয়েছে সাধারণ মানুষ।

ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের রেজাউল ইসলাম বলেন, ‘আমি ওষুধ কেনার জন্য স্থানীয় বাজারে এসেছিলাম। কিছুক্ষণ পর থানার একটি গাড়ি বাজারের সামনে এসে দাঁড়ায় এবং ওসি তানভিরুল সবাইকে বাসায় থাকার জন্য অনুরোধ করেন। এর আগে কখনো জনগণের সঙ্গে পুলিশের এমন ভালো আচরণ দেখি নাই।’

ঠাকুরগাঁও সদর উপজেলার চৌড়াস্তা মোড়ে কথা হয় জয়নাল নামে এক পথচারীর সঙ্গে। তিনি বলেন, ‘আমাদের জেলার পুলিশ সাধারণ জনগণের সঙ্গে ভালো ব্যবহার করছে। তাদের ভাই বলে বাসায় ফিরে যাওয়ার জন্য অনুরোধ করছে। ওসিসহ পুলিশের সদস্যরা নিজেদের কথা চিন্তা না করে আমাদের জন্য এ কাজটি করে যাচ্ছেন। তাদের ধন্যবাদ জানাই।’

স্থানীয় সাহাদত হোসেন নামে একজন বলেন,‘তানভিরুল ভাই একজন মানবিক পুলিশ অফিসার। তার জন্য শুভকামনা ও দোয়া রইল।’

ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তানভিরুল ইসলাম বার্তা২৪.কমকে বলেন, ‘করোনাভাইরাস নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। এ ভাইরাস প্রতিরোধে আমাদের সবাইকে সচেতন হতে হবে। সরকার যেসব দিক নির্দেশনা দিয়েছে সেগুলো মেনে চলতে হবে। জনগণের সঙ্গে খারাপ ব্যবহার না করে তাদের সচেতন করা হচ্ছে। এতে কাজও হচ্ছে।’

;

ডিবি পরিচয়ে মোবাইল ছিনতাই, যুবক গ্রেফতার



ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নীলফামারী
গ্রেফতার আবেদ আলী।

গ্রেফতার আবেদ আলী।

  • Font increase
  • Font Decrease

নীলফামারীতে গোয়েন্দা পুলিশের (ডিবি) উপপরিদর্শক পরিচয়ে মোবাইল ছিনতাই করার অপরাধে আবেদ আলী (২৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (৫ এপ্রিল) বিকেলে নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

আবেদ আলী সৈয়দপুর উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের চওড়া গ্রামের খয়রাত হোসেনের ছেলে।

জানা গেছে, শনিবার (৪ এপ্রিল) দুপুরে জেলা সদরের কুন্দপুকুর ইউনিয়নের আঙ্গারপাড়া গ্রামে মোকছেদুল ইসলামসহ কয়েক যুবক মোবাইলে ভিডিও গেম খেলছিলেন। এ সময় আবেদ আলী নিজেকে সৈয়দপুর থানার ডিবি পুলিশের উপপরিদর্শক পরিচয় দিয়ে ওই যুবকদের কাছ থেকে মোবাইলটি নিয়ে যান। পরে এ বিষয়ে মোবাইলের মালিক মোকছেদুল ইসলাম সদর থানায় অভিযোগ করেন।

এরপর রোববার ভোরে আবেদ আলীর বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। ওই সময় তার কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত একটি খেলনা পিস্তল ও ওয়্যারলেস সেট, একাধিক মোবাইল সিম এবং দুটি পরিচয়পত্র জব্দ করে পুলিশ।

নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডিবি পুলিশের ভুয়া পরিচয়ে মোবাইল ছিনতাই করার সত্যতা স্বীকার করেছেন আবেদ আলী। এ ঘটনায় মামলা দায়ের করার পর আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

;