হুয়াওয়ে নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন মেট-৩০

  • টেক ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম
  • |
  • Font increase
  • Font Decrease

হুয়াওয়ে মেট-৩০, ছবি: সংগৃহীত

হুয়াওয়ে মেট-৩০, ছবি: সংগৃহীত

হুয়াওয়ের নতুন মেট ফ্ল্যাগশিপ সিরিজের ফোন এবছরের শেষ দিকে বাজারে আসবে বলে ঘোষণা দিয়েছে চীনা টেক জায়ান্ট। হুয়াওয়ে পি-৩০ এবং পি-৩০প্রো’র পরে এবার স্মার্টফোনের বাজার কাপাতে আসছে মেট-৩০ সিরিজের ডুয়াল মাস্টার ক্যামেরা সলুশন স্মার্টফোন।

ক্যামেরা

বিজ্ঞাপন

ফোনটির হাইপার বলিক নচের সঙ্গে পাচ্ছেন ফুল ডিসপ্লে স্মার্টফোন। এতে ব্যবহার করা হয়েছে সনির ‘এইএমক্স-৬০০’ সিরিজের হাই কোয়ালিটির ক্যামেরা সেন্সর। আর ক্যামেরা লেন্সে থাকছে ৪০ মেগাপিক্সেল সেন্সর।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Jul/26/1564139282875.jpg

বিজ্ঞাপন

হার্ডওয়্যার

এর কার্যক্ষমতা বৃদ্ধি করতে ব্যবহার করা হয়েছে নিউ জেনারেশনের কিরিন ৯৮৫ এসওসি প্রসেসর। আর নেটওয়ার্কিং সিস্টেমে ব্যবহার করা হয়েছে ৪জি চিপসেট। তবে হুয়াওয়ে বলছে, এটি ৫জি নেটওয়ার্কের মতই কার্যসম্পাদন করতে পারবে।

ব্যাটারি

পাওয়ার ব্যাকআপ নিশ্চিত করতে ৪২০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি এবং ৫৫ ওয়াটের সুপার ফাস্ট চার্জিং প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।

তবে এর বাজারমূল্য কত হবে তা এখনো নির্ধারণ করেনি হুয়াওয়ে।

সূত্র: জীসমোচীনা