স্যামসাংয়ের এক ফোনেই তিনটি ডিসপ্লে!

  • টেক ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম
  • |
  • Font increase
  • Font Decrease

স্যামসাংয়ের নতুন প্যাটেন্টের ডিসপ্লে, ছবি: সংগৃহীত

স্যামসাংয়ের নতুন প্যাটেন্টের ডিসপ্লে, ছবি: সংগৃহীত

মোবাইল ফোনের শুরু থেকে এপর্যন্ত ডিসপ্লেতে আমূল পরিবর্তন এসেছে। সম্প্রতি গ্যালাক্সি ফোল্ড এবং হুয়াওয়ে মেট এক্স স্মার্টফোনের জগতে নতুন দিগন্ত উন্মোচন করেছে। কিন্তু এবার একটি ফোনেই পাওয়া যাবে তিনটি ডিসপ্লের সুবিধা।

লেটসগোডিজিটালের প্রকাশ করা ছবিতে দেখা যায়, স্যামসাংয়ের নতুন প্যাটেন্টের ডিসপ্লেতে একটির নিচে একটি মোট তিনটি আলাদা আলাদা ডিসপ্লে। তবে একটি নির্দিষ্ট দূরত্বের মধ্যে ডিসপ্লেগুলো ঘোরানো যাবে।

বিজ্ঞাপন

এরমধ্যে মাঝখানের ডিসপ্লেতে একটি বাটন দেখা যায়। যা সম্ভবত হোম বাটন হিসেবে কাজ করবে। তবে এর সামনের দিকে ক্যামেরার কোনো হোল দেখা যায়নি।

তিনটি আলাদা ডিসপ্লে হওয়া স্বত্তেও অনেক স্লিম দেখা যায় এসব ছবিতে। তবে ধারণা করা হচ্ছে, হয়ত ভবিষ্যতে এর সামনে পেছনে ক্যামেরা প্যানেল দেখা যাবে। কিন্তু নতুন এই প্যাটেন্ট অনুযায়ী স্যামসাং যে ফোন তৈরি করবে এবিষয়ে এখনও কিছু জানায়নি প্রতিষ্ঠানটি।

বিজ্ঞাপন

এদিকে, স্যামসাংয়ের বহুল আলোচিত গ্যালাক্সি ফোল্ডের সকল ত্রুটি সমাধান করে এখন বাজারের আসার জন্য তৈরি।

সূত্র: জীসমোচীনা