৬৪ মেগাপিক্সেলের স্মার্টফোন আনছে রিয়েলমি

  • টেক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

রিয়েলমির ৬৪ মেগাপিক্সলের ক্যামেরা ফোন, ছবি: সংগৃহীত

রিয়েলমির ৬৪ মেগাপিক্সলের ক্যামেরা ফোন, ছবি: সংগৃহীত

চীনে ও ভারতের স্মার্টফোনের বাজারে শাওমির সাব ব্র্যান্ড রেডমির অন্যতম প্রতিদ্বন্দ্বী হচ্ছে রিয়েলমি। এর আগে রেডমি প্রথম তাদের ৬৪ মেগাপিক্সেল ক্যামেরা ফোন বাজারে ছাড়ার ঘোষণা দিয়েছিল। কিন্তু এবার সেই দৌড়ে অনেকটা এগিয়ে রিয়েলমি।

এ মাসেই স্মার্টফোনের বাজার কাঁপাতে আসছে রিয়েলমির ৬৪ মেগাপিক্সলের ক্যামেরা ফোন।

বিজ্ঞাপন

রিয়েলমির এই ফোনে শুধু ৬৪ মেগাপিক্সেলই বিশেষত্ব নয়। কারণ এর ব্যাকপ্যানেলে দেখা যাবে কোয়াড ক্যামেরা বা চারটি ক্যামেরা সেটআপের সেকশন। আর এটিই হবে রিয়েলমির প্রথম চার ক্যামেরা বিশিষ্ট স্মার্টফোন।

ইতোমধ্যে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা এক টুইট বার্তায় এ বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, আগামী ৮ই আগসট ভারতের বাজারে বিশ্বের প্রথম ৬৪ মেগাপিক্সেল কোয়াড ক্যামেরা সেটআপের স্মার্টফোন অবমুক্ত করা হবে।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Aug/02/1564740774873.jpg

ধারণা করা হচ্ছে, রিয়েলমির স্মার্টফোনে স্যামসাংয়ের ৬৪ মেগাপিক্সেল (জি ডব্লিউ১, ১/১.৭’’) সেন্সর ব্যবহার করা হয়েছে।

গত বছরে রিয়েলমি-২ এবং রিয়েলমি-২ প্রো বাজারে ছেড়েছিল এই চীনা কোম্পানি। তবে এখন দেখার পালা রিয়েলমির প্রতিপক্ষ শাওমি তাদের বাজার ধরতে নতুন কি নিয়ে হাজির হয়।

সূত্র: জীসমোচীনা