ফোল্ডেবল ফোনের আগে আইপ্যাড আনবে অ্যাপেল

  • টেক ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ফোল্ডেবল আইপ্যাড আনবে অ্যাপেল, ছবি: সংগৃহীত

ফোল্ডেবল আইপ্যাড আনবে অ্যাপেল, ছবি: সংগৃহীত

সম্প্রতি মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে (২০১৯) সবচেয়ে বড় আকর্ষণ ছিল ফোল্ড বা ভাঁজযোগ্য স্মার্টফোন। স্যামসাং, হুয়াওয়ে, এলজির পরে সেই পথে হাঁটছে টেক জায়ন্ট অ্যাপেল।

সিএনবিসির এক প্রতিবেদনে বল হয়, অ্যাপেল তাদের প্রথম ফোল্ডেবল ডিভাইস নিয়ে কাজ করছে। ধারণা করা হচ্ছে, অ্যাপেলের প্রথম ডিভাইসটি ফোল্ডেবভল আইপ্যাড হবে। পরে ফোল্ডেবল আইফোন বাজারে ছাড়বে।

বিজ্ঞাপন

প্রতিবেদনে বলা হয়, অ্যাপেলের ফোল্ডেবল ডিভাইস ২০২১ সালে বাজারে আসার সম্ভাবনা রয়েছে।

ইতোমধ্যে অ্যাপেল ফোল্ডেবল বেশকিছু প্যাটেন্ট জমা দিয়েছে। কিন্তু এরমধ্যে কোন প্যাটেন্ট নিয়ে তারা কাজ করবে তা এখনও নিশ্চিত করেনি।

বিজ্ঞাপন

তবে অ্যাপেলের অন্যতম দুই প্রতিদ্বন্দ্বী স্যামসাং এবং হুয়াওয়ে তাদের ফোল্ডেবল স্মার্টফোন অবমুক্ত করে গ্রাহকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। কিন্তু স্যামসাংয়ের ডিসপ্লে ত্রুটি কাটিয়ে সেপ্টেম্বরে বাজারে ছাড়ার ঘোষণা দিয়েছে। অন্যদিকে চীন যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক লড়াইয়ের কারণে হুয়াওয়ের মেট এক্স বাজার ছাড়ার সময় পেছানো হয়েছে।

সূত্র: নাইন টু ফাইভ ম্যাক