গুগলের চাকরি খোঁজার টুল বন্ধ হয়ে যাবে

  • টেক ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম
  • |
  • Font increase
  • Font Decrease

২০২০ সালে বন্ধ হয়ে যাবে গুগল হায়ার, ছবি: সংগৃহীত

২০২০ সালে বন্ধ হয়ে যাবে গুগল হায়ার, ছবি: সংগৃহীত

তথ্য প্রযুক্তির এই যুগে চাকরি খোঁজার কাজটি এখন অনেক সহজ। এরমধ্যে টেক জায়ান্ট গুগলের ‘গুগল হায়ার’ একটি বহুল ব্যবহৃত টুল। কিন্তু দুই বছরের মাথায় এসে এ সার্ভিসটি বন্ধের ঘোষণা দিয়েছে গুগল।

অ্যালফাবেট ইনকের সাবেক কর্মকর্তা ড্যানি গ্রিনি গুগলের সঙ্গে যৌথভাবে চাকরি খোঁজার এই টুলটি তৈরি করেছিলেন। যার মূল লক্ষ্যই ছিল ইউজাররা যেন খুব সহজেই গুগল থেকে চাকরির খবর, কর্মস্থল এবং ইন্টার্ভিউ সম্পর্কে জেনে নিতে পারে।

বিজ্ঞাপন

টেক জায়ান্ট গুগল এক বিবৃতিতে জানায়, হায়ার টুলটি ইউজারদের কাছে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে। এজন্য গুগল তাদের ইউজারদের এবং এর সঙ্গে জড়িত প্রতিষ্ঠানগুলোকে অভিনন্দন জানায়। তবে তারা এখন বিশেষভাবে প্রোডাক্টের ওপর নজর দেবে।

বর্তমানে ইউজাররা গুগলে হায়ার টুলটি ব্যবহার করতে পারবেন। তবে আগামী ২০২০ সালের ১লা সেপ্টেম্বরের পর থেকে বন্ধ হয়ে যাবে।

বিজ্ঞাপন

সূত্র: গ্যাজেটস নাও