আসছে রেডমির প্রথম ৫জি স্মার্টফোন

  • টেক ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম
  • |
  • Font increase
  • Font Decrease

রেডমির ৫জি স্মার্টফোন, ছবি: (প্রতীকী)

রেডমির ৫জি স্মার্টফোন, ছবি: (প্রতীকী)

স্মার্টফোনে অভিনব ফিচারের সঙ্গে শক্তিশালী পারফরমেন্সের দারুণ কম্বিনেশনে খুব অল্প সময়েই জনপ্রিয়তা লাভ করেছ চীনা প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান শাওমি। সেই সঙ্গে শাওমির সাব ব্র্যান্ড রেডমিও স্মার্টফোনের বাজারে একটি অবস্থান করে নিয়েছে।

তাই রেডমি নোট-৮, নোট-৮ প্লাস অবমুক্ত হওয়ার পর থেকেই গুঞ্জন উঠেছে রেডমির নতুন কি ফোন আসবে! সম্প্রতি শাওমি তাদের পরবর্তী স্মার্টফোন রেডমি কে-৩০’র নাম ঘোষণা করে। এর মধ্য দিয়ে ৫জি স্মার্টফোনের তালিকায় নাম লেখাতে যাচ্ছে রেডমির প্রথম ৫জি স্মার্টফোন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৯ আগস্ট) চীনের সোশ্যাল মিডিয়া উইবোতে এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে রেডমি। রেডমির প্রথম ৫জি ফোন বাজারে ছাড়া হবে ২০২০ সালে।

ধারণা করা হচ্ছে, আগামী ২০২০ সালের মধ্যে ৫জি সুবিধা সম্পন্ন স্মার্টফোনের মূল্য মানুষের হাতের নাগালে এসে পড়বে। সেই ক্ষেত্রে বাজারে ফোনটির একটি চাহিদা তৈরি হতে পার।

বিজ্ঞাপন