ক্লিকজো-তে ৯৯ টাকায় শার্ট, প্যান্ট পিস! 

  • সেন্ট্রাল ডেস্ক, বার্তাটায়েন্টিফোর.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃৃহীত

ছবি: সংগৃৃহীত

ক্লিকজো ডটকম ডট বিডি আপনাদের জন্য আবারো নিয়ে এসেছে ‘৯৯ টাকা অ্যামেজিং ডিল’। 

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে ১টা পর্যন্ত কাস্টমাররা এই সুবিধা উপভোগ করতে পারবেন। এই ‘Amazing Deal’-এ ১০০ জন কাস্টমার শার্ট পিস, প্যান্ট পিস, মানিব্যাগ, হেডফোন কিনতে পারবেন মাত্র ৯৯ টাকায়। উল্লেখ্য, এই ক্যাম্পেইনের সার্বিক সহযোগিতায় থাকছে ই-কমার্স জগতের জনপ্রিয় সেলার ‘Officer BD’।  মিডিয়া পার্টনার হিসেবে থাকছে দেশের প্রথম ডিজিটাল মাল্টিমিডিয়া নিউজপোর্টাল বার্তাটোয়েন্টিফোর.কম

বিজ্ঞাপন

www.clicxo.com.bd ওয়েবসাইটের মাধ্যমে এই অফার উপভোগ করা যাবে।