উইন্ডোজ-১০ আপডেটের পরেও একই সমস্যা

  • টেক ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম
  • |
  • Font increase
  • Font Decrease

স্ক্রিনে উইন্ডোজ-১০ এর হোমস্ক্রিন, ছবি: সংগৃহীত

স্ক্রিনে উইন্ডোজ-১০ এর হোমস্ক্রিন, ছবি: সংগৃহীত

মাইক্রোসফটের উইন্ডোজ-১০ ভার্সনের স্পাইকিং সার্চ ত্রুটির কারণে নতুন আপডেট চালু করেছে প্রতিষ্ঠানটি। তবে নতুন আপডেটেও সার্চ ইস্যুসহ বেশকিছু সমস্যা রয়ে গেছে।

সেপ্টেম্বরের ১০ তারিখে উইন্ডোজ-১০ (কেবি৪৫১৫৩৮৪) লঞ্চ করা হয়েছে এবং আপডেট ভার্সনটি স্বয়ংক্রিয়ভাবে ডাউনলোড হয়ে গেছে। কিন্তু আপডেটের পরেও স্টার্ট মেন্যু, অ্যাকশন সেন্টার এবং ইউএসবি কানেকশনে ত্রুটি রয়ে গেছে। এছাড়া অডিও কানেকশনেও সমস্যা দেখা দিয়েছে।

বিজ্ঞাপন

ফোর্বসের এক প্রতিবেদনে একজন ভুক্তভোগী জানান, মাইক্রোসফট যদিও বলছে নতুন আপডেটে সার্চ ত্রুটি সমাধান করা হয়েছে, কিন্তু আদতে তা হয়নি। সিপিইউ’র কার্যক্রমেও কোনো উন্নতি লক্ষ্য করা যায়নি।

মাইক্রোসফটের ফিডব্যাক হাবে একজন ইউজার জানান, নতুন আপডেটের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ‘সিপিইউ’ ৩০ শতাংশ বেশি ব্যবহৃত হচ্ছে।

বিজ্ঞাপন

বিশ্বব্যাপী ৫০ শতাংশের বেশি কম্পিউটারেই মাইক্রোসফটের সর্বশেষ ভার্সন উইন্ডোজ-১০ চলছে।

সূত্র: ফোর্বস