কৃষিমন্ত্রী হয়ে ‘মাটি ও মানুষের কথা’ বলতে চাই: হিরো আলম



শাহরিয়ার হাসান, স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
গণসংযোগে হিরো আলম

গণসংযোগে হিরো আলম

  • Font increase
  • Font Decrease

বগুড়া থেকে ফিরে: হাইকোর্টে রিট করে প্রার্থিতা ফিরে পাওয়া বগুড়া- ৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম (হিরো আলম)। স্বপ্ন দেখেন সংসদ সদস্য নির্বাচিত হবার পর, ক্ষমতাসীন দল যদি তাকে সুযোগ দেয় তাহলে কৃষিমন্ত্রী হবেন। কাজ করবেন মাটি ও মানুষকে নিয়ে।

সম্প্রতি তার নির্বাচনী এলাকায় বার্তা২৪কে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি এমন ইচ্ছার কথা প্রকাশ করেন।

হিরো আলম বলেন, আমরা যদি গরীব দুঃখী মেহনতি মানুষের হয়ে কাজ করতে চাই তাহলে অবশ্যই কৃষি মন্ত্রণালয়ের হয়ে কাজ করতে হবে। আমি মাটি ও মানুষের জন্য কথা বলতে চাই। তাই কৃষি মন্ত্রী হতে চাই।

নির্বাচনে অংশগ্রহণের প্রসঙ্গে তিনি বলেন, আমার জীবনটা পুরোটাই চ্যালেঞ্জ। আমি  যখন ভেবেছি ব্যবসা করবো তখন বড় ব্যবসা করতেই চেয়েছি। একবার ছোট নির্বাচন করে হেরে গিয়েছিলাম। পরে ভেবেছি নির্বাচন করলে বড় নির্বাচনই করবো। অনেক ঘাত প্রতিঘাত পার করে এবার নির্বাচনে এসেছি।

নির্বাচনের তার ইশতেহারের প্রসঙ্গ করা প্রশ্নের উত্তরে বলেন, আমি এলাকায় বলেছি, যেহেতু আমি জিরো থেকে হিরো। গরীব ঘরের সন্তান, গরীব মানুষের জন্য কাজ করবো। পাশাপাশি কাজ করতে চাই তরুণদের নিয়ে। তাছাড়া আমার এলাকায় এখনও বাল্য বিবাহ বন্ধ হয়নি। আমি বাল্যবিবাহ বন্ধ করতে কাজ করবো।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2018/Dec/27/1545900979501.jpg

নির্বাচনী এলাকায় তার জনপ্রিয়তা সর্ম্পকে তিনি বলেন, আমি ভেবেছিলাম আমি শুধু সামাজিক যোগাযোগ মাধ্যমেই জনপ্রিয় কিন্তু তা না! ভোটের মাঠে গিয়ে দেখি সেখানেও আমি তুমুল জনপ্রিয়। এলাকার তরুণ তরুণীর আমি ক্রাশ। (কাহালু-নন্দীগ্রাম) এখানকার মানুষ জন আমাকে সমর্থন দিচ্ছেন। আমি যেখানে যাচ্ছি তারা আমাকে ঘিরে ধরছেন। কেউ খাওয়াচ্ছেন কেউ সেলফি তুলছেন সবকিছু মিলে আমি আশা করছি আমি নির্বাচনে জিতবো।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2018/Dec/27/1545901087300.jpg

প্রচারণায় বিনোদন জগতের কর্মীদের অংশগ্রহণের প্রসঙ্গে একটি দলের সমালোচনা করে তিনি বলেন, প্রতিটা দলই একজন জনপ্রিয় বা স্টারকে ভোটের মাঠে নামিয়েছে, প্রচারণা করাচ্ছে। আমার প্রসঙ্গ ভিন্ন, যেহেতু আমি নিজেই একজন স্টার। কোন এলাকায় গেলে এমনি ভীড় পড়ে যায়। আমি নিজেকেই কন্ট্রোল করতে পারি না। যদি এই জায়গায় আমার মডেলদের নামাই পরিস্থিতি বেসামাল হয়ে যাবে।

নতুন রাজনৈতিক দল গঠনের বিষয়ে হিরো আলম বলেন, আমি যদি সংসদ সদস্য নির্বাচিত হই তাহলে, আমাকে হয়তো প্রধান দুই রাজনৈতিক দল তাদের দলে ভেড়ানোর জন্য চেষ্টা করবে। আমি এই মুহূর্তে এই সব নিয়ে ভাবছি না। তরুণদের নিয়ে নতুন একটি রাজনৈতিক দলও গড়তে পারি আমি। 

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2018/Dec/27/1545901111180.jpg

প্রসঙ্গত, বগুড়া ৪ (নন্দীগ্রাম-কাহালু) আসনে হিরো আলমের প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হলেন মহাজোট মনোনীত এ কে এম রেজাউল করিম তানসেন (নৌকা), বিএনপির মনোনীত মোশারফ হোসেন (ধানের শীষ), ইসলামী আন্দোলনের মোহাম্মদ ইদ্রিস আলী (হাতপাখা), তরিকত ফেডারেশনের কাজী এম এ কাশেম (ফুলের মালা), ন্যাশনাল পিপলস পার্টির আয়ুব আলী (আম) ও বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের জীবন রহমান (টেলিভিশন)।

 

   

কুষ্টিয়ার দুই উপজেলায় প্রার্থীদের প্রতীক বরাদ্দ



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম,কুষ্টিয়া
ছবি: বার্তা ২৪

ছবি: বার্তা ২৪

  • Font increase
  • Font Decrease

উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে কুষ্টিয়ার দুই উপজেলার প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৩ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় জেলা নির্বাচন অফিসের সভাকক্ষে কুষ্টিয়া সদর ও খোকসা উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বি ২৩ প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।

কুষ্টিয়া জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মুহাম্মদ আবু আনসার উপস্থিত প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন।

এর মধ্যে কুষ্টিয়া সদর উপজেলায় চেয়ারম্যান পদে ২ জন, ভাইস চেয়ারম্যান পদে ২ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন এবং খোকসা উপজেলায় চেয়ারম্যান পদে ৬ জন, ভাইস চেয়ারম্যান পদে ৮ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী রয়েছেন।

প্রতীক বরাদ্দ পাওয়ার পরপরই প্রার্থীরা মঙ্গলবার থেকে প্রচারণায় নেমে পড়েন। আগামী ৮ মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

;

ঝিনাইদহ-১ আসনের উপনির্বাচন ৫ জুন



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য আব্দুল হাইয়ের মৃত্যুর পর শূন্য আসনে আগামী ৫ জুন ভোট গ্রহণ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব জাহাংগীর আলম।

মঙ্গলবার (২৩ এপ্রিল) বিকেলে নির্বাচন কমিশনের ৩২তম সভায় শেষে গণমাধ্যমকে তিনি এই তথ্য জানান।

সভা শেষে ইসি সচিব জাহাংগীর আলম জানান, ঝিনাইদহ-১ আসনের উপনির্বাচনের ভোট গ্রহণ করা হবে। দ্বাদশ সংসদ নির্বাচনে এ আসনে বিজয়ী আব্দুল হাইয়ের মৃত্যুতে আসনটি শূন্য হয়।

উপ-নির্বাচনের তফসিল ঘোষণাপূর্বক ইসি সচিব বলেন, উপনির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ ৭মে, মনোনয়নপত্র বাছাই ৯ মে, বাছাইয়ের বিরুদ্ধে আপিল ১০ থেকে ১৪ মে, আপিল নিষ্পত্তি ১৫ মে, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৬ মে এবং প্রতীক বরাদ্দ ১৭ মে। এ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন খুলনা অঞ্চলের আঞ্চলিক কর্মকর্তা।

;

উপজেলা নির্বাচন: চতুর্থ ধাপে ৫৫ উপজেলার ভোট ৫ জুন



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
চতুর্থ ধাপে ৫৪ উপজেলার ভোট ৫ জুন

চতুর্থ ধাপে ৫৪ উপজেলার ভোট ৫ জুন

  • Font increase
  • Font Decrease

আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদের চতুর্থ ও শেষ ধাপে ৫৫ উপজেলায় আগামী ৫ জুন ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন ইসি।

মঙ্গলবার (২৩ এপ্রিল) বিকেলে আগারগাঁও নির্বাচনে ভবনে ইসির ৩২তম সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

সভা শেষে ইসি সচিব জাহাংগীর আলম উপজেলা ভোটের চতুর্থ ধাপের তফসিল ঘোষণাপূর্বক বলেন, আগামী ৫ জুন দেশের ৫৪ উপজেলায় চতুর্থ ধাপের ভোটগ্রহণ হবে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে। এর সঙ্গে নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার প্রার্থীর মৃত্যুতে স্থগিত হওয়া ভোটও এ ধাপে অনুষ্ঠিত হবে, ফলে মোট ৫৫ উপজেলায় ভোট গ্রহণ হবে।

তিনি জানান, চতুর্থ ধাপে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ৯ মে, মনোনয়ন যাচাই-বাছাই ১২মে। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ১ ৩ থেকে ১৫ মে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৯ মে। প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২০ মে।

ইসি সচিব বলেন, চতুর্থ ধাপের ভোটে ৯টি জেলায় ভোট হবে ইভিএমে। বাকিগুলোয় স্বচ্ছ ব্যালট ভোটগ্রহণ করা হবে।

;

নরসিংদীর দুই উপজেলায় প্রার্থীদের প্রতীক বরাদ্দ



ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা ২৪. কম, নরসিংদী
ছবি: বার্তা ২৪

ছবি: বার্তা ২৪

  • Font increase
  • Font Decrease

নরসিংদীতে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।

মঙ্গলবার (২৩ এপ্রিল ) দুপুরে জেলা নির্বাচন অফিসের সম্মেলন কক্ষে নরসিংদী সদর ও পলাশ উপজেলার প্রার্থীদের মধ্যে প্রতীক বিতরণ করেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ রবিউল আলম।

জেলা রিটার্নিং অফিস সূত্রে জানা যায়, ৬ষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচনের প্রথম ধাপে নরসিংদী সদর ও পলাশ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে চেয়ারম্যান পদে ৭ জন , ভাইস চেয়ারম্যান পদে ৯ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

আগামী ৮ মে উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

;