তরুণদের বইয়ে প্রেমের ঘাত-প্রতিঘাতের প্রতিফলন!
অমর একুশে বই মেলায় তরুণ লেখকদের বইয়ে ভালোবাসার ঘাত-প্রতিঘাতের প্রতিফলন লক্ষ্য করা গেছে। বিশেষ করে কবিতা বা উপন্যাসের মাধ্যমে নিজের অনুভূতি ফুঁটিয়ে তোলার চেষ্টা করেছেন অনেকে। পাঠকদের নিজস্ব প্রত্যাহিক জীবনের বাস্তবতায় ফিরিয়ে আনতে লেখকরা নতুন নতুন গল্প, কবিতা ও উপন্যাস লিখছেন। কেউ কেউ লিখছেন ভালোবাসার ঘ্রাণে, কেউ লিখছেন অনুক্ত জীবনের গল্প কবিতার ছন্দে। এছাড়াও কেউ প্রেম ভালোবাসার ঘাত-প্রতিঘাত মিশিয়ে তরুণদের পরিস্থিত সামলানোর উপায় বাতলে দিচ্ছেন।
এমনই নিত্য নতুন জীবনের ঘনঘটা নিয়ে ‘নিতু বলছি’ রোমান্টিক উপন্যাস বই মেলায় বের করেছেন কথাসাহিত্যিক তৌহিদুর রহমান। যা বেরিয়েছে অন্যনা প্রকাশী থেকে। উপন্যাসটি গল্পের প্রেম ভালোবাসার ঘাত-প্রতিঘাতের শিকার কিশোর বয়সী নিতুর, সে দশম শ্রেণীর ছাত্রী। তার কিশোরী বয়সের জীবনের কাহিনী ঘটে যাওয়া ঘটনা তুলে ধরেছেন লেখক তৌহিদ।
সোমবার (১১ ফেব্রুয়ারি) বইমেলায় সোহরাওয়ার্দী উদ্যানে তৌহিদুর রহমান বার্তা২৪.কম’কে বলেন, ‘নিতু বলছি’- মূলত একটি রোমান্টিক উপন্যাস। তরুণ এবং কিশোর বয়সী মেয়েরা আমাদের সমাজে আছেন। এই বয়সে তাদের বিভিন্ন সমস্যা থাকে। ভালোবাসায় জড়িয়ে তারা নানা সমস্যা অনুভব করে, সেই অনুভব থেকেই বইটি লেখা। রোমান্টিক উপন্যাস হলেও বইয়ের মূল কাহিনী একজন শিক্ষককে ঘিরে।’
তিনি আরো বলেন, ‘নিতু নিজস্ব ভালোবাসায় ঘাত-প্রতিঘাত এবং প্রতারণার সম্মুখীন হয়। পরবর্তীতে সে প্রতিশোধ নেওয়া চেষ্টা করে। পরে তার মনে আরেকটা ভালোবাসার জন্ম নেয়।’
এই লেখক বলেন, ‘বইটি থেকে অনেক কিছু নিতে পারেন তরুণ প্রজন্ম। আপনি কাকে ভালোবাসবেন, কিভাবে ভালোবাসবেন, কোন জায়গায় গিয়ে কতটা জড়িয়ে যাবেন। এসব বিষয়ে উপদেশ দেওয়া আছে বইটিতে।’
তিনি আরো বলেন, ‘আমি তরুণ প্রজন্মের কাছে পৌঁছে দিতে চাই। তারা জানুক, আমরা কোন জায়গায় আটকে যাচ্ছি এবং কেন পিছিয়ে থাকবো আমরা।’
তাম্রলিপি প্রকাশনীতে থেকে বের হয়েছে লাক্স চ্যানেল আই সুপারস্টার ও লেখিকা শানারেই দেবী শানুর রোমান্টিক ‘একলা আকাশ’ উপন্যাস। শানু বার্তা২৪.কম’কে বলেন, ‘এই উপন্যাসের মাধ্যমে আমি পাঠকদের কাছে ভালোবাসার ঘ্রাণ পৌঁছাতে চেয়েছি। ভালোবাসার মানুষের একটা ঘ্রাণ থাকে, সেই ঘ্রাণের প্রেমে পড়েই ভালোবাসা হয়। আমি চেষ্টা করেছি, সেই ঘ্রাণটাকে শব্দের মধ্যমে পাঠকদের কাছে পৌঁছে দিতে।’
তিনি আরো বরেন, ‘এর আগে আমার কবিতার বই বের হলেও এবার প্রথম উপন্যাস লিখেছি। উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র একটি স্মৃতিশূন্য মেয়ে, যে প্রতিদিনের স্মৃতি হারিয়ে ফেলছে। কিন্তু ভালোবাসার ঘ্রাণ তাকে বার বার পুরাতন স্মৃতিতে ফিরিয়ে নিয়ে যাচ্ছে।’
তিনি বলেন, ‘লেখার মধ্যে আমি যে ভালোবাসার ঘ্রাণ পেয়েছি, পাঠকরাও সেই ঘ্রাণটা নেবে বলে আশা করছি।’
মূলত লেখালেখির প্রেম থেকে বই লেখার চেষ্টা জানিয়ে তিনি বলেন, ‘লেখালেখির মধ্যে একটা প্রেম তৈরি হয়। আমারও প্রেমটা ধীরে ধীরে তৈরি হচ্ছে।’
এবারের বইমেলায় প্রথমবারের মতো কবিতার বই বের করেছেন তরুণ লেখক নীবর রবি। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ছাত্র। তার প্রথম কবিতায় বই ‘অব্যক্ত কথা’। ছাত্র অবস্থায় একটু একটু করে লেখাগুলো নিয়ে বইটি বের করেছেন তিনি। তিনি বলেন, ‘অব্যক্ত কথার মধ্যে লুকানো কিছু কথা আছে, যা আমি বলতে পারি না কিন্তু কবিতার মাধ্যমে প্রকাশ করলাম। যাদি পাঠক আমার কথার মধ্যে নিজেদের কথা খুঁজে পায় তাহলেই আমার শ্রম সার্থক।’
কলম প্রকাশনী থেকে নারী কবি নুশরাত রুমু ‘রিক্ত জীবনের কীর্তন’ নামে একটি বই বের করেছেন। বইটিতে তিনি জীবনে হাসি-কান্নাসহ অনেক রকম অনুভুতি ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। পাশাপাশি নিজের পারিবারিক, সামাজিক এবং দেশের চিত্রও তুলে ধরেছেন। তিনি বার্তা২৪.কম’কে বলেন, ‘ছন্দ ও গদ্যের মাধ্যমে নিজের ও সমাজের শূন্যতার কথাগুলো তুলে ধরার চেষ্টা করেছি, যা অনেকে নিজের জীবনের সঙ্গে মিলাতে চাইবেন। কারণ এখানে জীবনের প্রতিদিনের যে কথাবর্তা, সেগুলো তুলে ধরা হয়েছে।’