শুভ জন্মদিন, ল্যান্স ক্লুজনার



সাফাত জামিল, কন্ট্রিবিউটিং করেসপন্ডেন্ট
১৯৭১ সালে ডারবানে জন্ম নেন এই বাঁহাতি গ্রেট

১৯৭১ সালে ডারবানে জন্ম নেন এই বাঁহাতি গ্রেট

  • Font increase
  • Font Decrease

ক্রিকেট ইতিহাসে রেকর্ডের পর রেকর্ড গড়া বাঘা বাঘা অলরাউন্ডারদের তালিকায় ল্যান্স ক্লুজনারকে চট করে খুঁজে পাওয়াটা একটু কঠিনই হবে। দক্ষিণ আফ্রিকায় নিজ শহর ডারবানে জন্ম নেওয়া সমসাময়িক আরেক গ্রেট শন পোলক যেখানে তাঁর থেকে এগিয়ে থাকবেন বহু ধাপ। তবু সবার ভিড়ে লড়াকু এক জাত অলরাউন্ডার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করা ক্লুজনার সবসময় ছিলেন মারকুটে উদ্ভাবনীমূলক ব্যাটিংয়ের এক দর্শনীয় বিজ্ঞাপন হয়ে।

১৯৭১ সালের আজকের দিনে নাটাল প্রদেশে জন্ম নেওয়া এই দক্ষিণ আফ্রিকান জুলু ভাষায় দারুণ পারদর্শিতার জন্য পান ‘জুলু’ ডাকনাম। একদিনের ক্রিকেটে ৪১ ব্যাটিং গড় ও ২৯ বোলিং গড় নিয়ে সর্বকালের প্রতিষ্ঠিত প্রোটিয়া ক্রিকেটারদের মধ্যে অন্যতম অবস্থানে আছেন তিনি। ফার্স্ট-ক্লাস ক্রিকেটেও বিস্তার করেছিলেন সমান আধিপত্য—৪৩ ব্যাটিং গড় ও ৩০ বোলিং গড়ের পরিসংখ্যান সে কথাই বলে।

নাটাল প্রদেশের প্রতিনিধিত্বকারী ঘরোয়া দল নাশুয়া ডলফিনসের হয়ে দক্ষিণ আফ্রিকায় ক্যারিয়ার শুরু করেন ক্লুজনার। এই ফ্র্যাঞ্চাইজি দলের হয়ে ১৯৯১ থেকে টানা ২০০৪ পর্যন্ত খেলেছেন ক্লুজনার। পোলক আর ডোনাল্ডের দুর্ধর্ষ বোলিং লাইনআপে অভিষিক্ত হন ১৯৯৬ সালে, দক্ষিণ আফ্রিকার ভারত সফরের দ্বিতীয় টেস্টে। কলকাতার সে ম্যাচের প্রথম ইনিংসে মোহাম্মদ আজহারউদ্দিনের ব্যাটে বেধড়ক মার খান বোলার ক্লুজনার। ভারতের হয়ে টেস্টে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়ার পথে জুলুর টানা পাঁচ বলে বাউন্ডারি হাঁকান আজহারউদ্দিন। তবে মিডিয়াম পেসের ক্লুজনার নিজের জাত চেনান দ্বিতীয় ইনিংসেই। ৬৪ রান দিয়ে একমাত্র দক্ষিণ আফ্রিকান হিসেবে অভিষেক টেস্টে সেবার একাই ভারতের আট-আটটি উইকেট তুলে নেন ল্যান্স ক্লুজনার। বলা বাহুল্য, এই ৮-৬৪ ছিল তাঁর ক্যারিয়ার-সেরা বোলিং ফিগার।

আরো পড়ুন ➥ শুভ জন্মদিন, মিস্টার ফিফটি

সে বছরের ১৯ জানুয়ারি একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষিক্ত হন ক্লুজনার। ইংল্যান্ডের বিরুদ্ধে সাদামাটা সেই অভিষেকে উইকেটশূন্য থাকেন বোলার ক্লুজনার, ব্যাট হাতে ৪ ওভার খেলে রানের খাতা খোলার আগেই ফেরেন ড্রেসিংরুমে।

অভিষেক টেস্টেই ৮ উইকেট পান জুলু


অমন শুরুর পরও একদিনের ক্রিকেটেই সব স্মরণীয় পারফর্মেন্সের জন্য তাঁকে মনে রেখেছে ক্রিকেট বিশ্ব। ওডিআই ক্যারিয়ারের শুরুর দিকে ১৯৯৮ সালে গোড়ালির চোটে ছিটকে পড়েন ইংল্যান্ড সফর থেকে। আহত বাঘের মতো ফুঁসতে থাকা ক্লুজনার দেশে ফিরে দ্রুতগতির পেস বোলিং ছেড়ে কাজ শুরু করেন নিজের ব্যাটিং টেকনিক নিয়ে। মূলত ডেথ ওভারের বোলিং মোকাবেলায় পারদর্শী হতে ক্লুজনার নেটে বোলিং মেশিন তাক করতেন ইয়র্কার স্পটে, আর সামনের দিকে দৈনিক সজোরে পেটাতেন ৫০০ থেকে ৬০০ বল। অমন একমুখী মানসিকতার ট্রেনিংয়ের ইতিহাস নেই আর কোনো ব্যাটসম্যানের। এছাড়াও রেঞ্জ হিটিং অর্থাৎ মাঝমাঠ বরাবর ছক্কা পেটানোর চর্চা প্রথম শুরু করেন ক্লুজনারই।

অমন সাধনার ফল ক্লুজনার পেয়েছেন গোটা ক্যারিয়ারজুড়েই। তবে তাঁর সেরাটা নিঃসন্দেহে টের পাওয়া গেছে ১৯৯৯ বিশ্বকাপ আসরে। প্রায় দেড় কেজি ওজনের ব্যাটকে তরবারীর সমান উচ্চতায় নিয়ে চালানো বাঁহাতি লোয়ার-অর্ডার ব্যাটসম্যান ও ক্রিজের বেশ বাইরে থেকে বল ছোঁড়া ডানহাতি মিডিয়াম-ফাস্ট ল্যান্স ক্লুজনার পুরো টুর্নামেন্টজুড়ে ছিলেন ফর্মের তুঙ্গে। ৯ ম্যাচে ৪ বার ম্যাচসেরার পুরস্কার পান, যার মধ্যে ৩টি এসেছিল টানা তিন ম্যাচে!

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে টেন্ডুলকার, দ্রাবিড় ও আজহারউদ্দিনের গুরুত্বপূর্ণ উইকেটগুলো নিয়ে বরাদ্দ ১০ ওভার শেষ করেন ক্লুজনার। আর ম্যাচের শেষ দিকে ৪ বলে ৩ বাউন্ডারিতে নিশ্চিত করেন দলের জয়। পরের ম্যাচে ক্লুজনারের ব্যাটের ধার আরো ভালোভাবে টের পায় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন শ্রীলংকা। ১১৫ রানে সাত উইকেট হারিয়ে বসা সাউথ আফ্রিকা ক্লুজনারের আগমনের পর হারায় আরো একটি উইকেট। লঙ্কান গতি আর বাউন্সে দিশেহারা ব্যাটিং লাইনআপ প্রাণ ফিরে পায় ক্লুজনারের ভারী উইলোতে। দুই টেলএন্ডারকে নিয়ে স্কোরবোর্ডে যোগ করেন ৭৭ রান, যেখানে মাত্র ৪৫ বলে তাঁর অবদান ৫৫। অপরাজিত সেই ইনিংসে ৫টি চারের পাশাপাশি দুবার বল আছড়ে ফেলেন মাঠের বাইরে। বল হাতে যথারীতি ৩ উইকেট—এবার মাত্র ২১ রান খরচে।

১৯৯৯ বিশ্বকাপে তরুণ ল্যান্স ক্লুজনার


স্বাগতিক ইংল্যান্ডের সাথে ম্যাচেও দেখা মেলে ‘ক্লুজনার-শো’র। আরো একবার ম্যাচসেরা হবার পথে অপরাজিত ৪৮ রানের পাশাপাশি মাত্র ১৬ রান খরচে পান একটি উইকেট। হ্যাটট্রিক ম্যাচসেরার পুরস্কার লাভ করা ক্লুজনার কেনিয়ার বিরুদ্ধে দেখা পান পাঁচ উইকেটের। দুর্দান্ত ফর্মে এগোতে থাকা প্রোটিয়ারা অপ্রত্যাশিত হোঁচট খায় জিম্বাবুয়ের কাছে। ৯ নম্বরে না নেমে আরেকটু উপরে থেকে শুরু করলে রান তাড়ায় সে যাত্রায় হয়তো সফলই হতেন ক্লুজনার। সুপার সিক্স ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে আবারও কোণঠাসা দক্ষিণ আফ্রিকার হাল ধরেন আটে নম্বরে নামা ক্লুজনার, জ্যাক ক্যালিসের বিদায়ের আগে স্কোরবোর্ডে যোগ করেন ৪১। ওয়াসিম আকরাম, শোয়েব আখতারদের মতো স্পিডস্টারদের মোকাবেলা করে জেতার সমীকরণ দাঁড়ায় শেষ পাঁচ ওভারে ৪৪।

ল্যান্স ক্লুজনারের লাগল মোটে ২৪ বল। সব মিলিয়ে ৪১ বলে অপরাজিত ৪৬ করে মাঠ ছাড়েন আরো একবার ম্যাচসেরার পুরস্কার পাওয়া তরুণ জুলু। অধিনায়ক হ্যানসি ক্রনিয়ের বাহবাও পান ম্যাচশেষে—“আমরা নিজেদের যত বেশি বিপদের মধ্যে ফেলি, সে যেন তত বেশি প্রস্তুত থাকে দলকে উদ্ধার করে ম্যাচ জেতাতে।”

ইংল্যান্ডের বিরুদ্ধে ল্যান্স ক্লুজনার


মুদ্রার উল্টো পিঠ দেখেন নিউজিল্যান্ডের বিরুদ্ধে। তিন নম্বরে নামা ক্লুজনার মাত্র ৪ রানে আউট হন। আগের ১০ ওডিআইতে মোট ৪০০ রান করে অপরাজিত থেকে প্রথমবারের মতো আউট হওয়া ক্লুজনার অবশ্য দুটি গুরুত্বপূর্ণ উইকেট নিয়ে জয়ের ধারায় রাখেন দলকে। সুপার সিক্সের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রোটিয়ারা হোঁচট খেলেও ব্যাটে-বলে কম চেষ্টা করেননি ল্যান্স।

দুই দল আবারও মুখোমুখি হয় সেমিফাইনালে। অস্ট্রেলিয়ার ২১৩ রানের জবাবে ১৭৫ তুলতেই ৬ উইকেট হারিয়ে বসে দক্ষিণ আফ্রিকা। শন পোলক আউট হবার আগে ক্লুজনারের সাথে যোগ করেন আট রান। শেষ ৪ ওভারে চাই ৩০—এমন সমীকরণে এগোতে থাকা ক্লুজনারের দল হারায় আরো দুই উইকেট। ৮ বলে ১৬—এসময় ম্যাকগ্রার দুই বলে সাত তুলে নেন ল্যান্স। শেষ ওভারের প্রথম ২ বলে দুই বাউন্ডারিতে স্কোর লেভেল করা ক্লুজনারের সাথে ভুল বোঝাবুঝিতে চতুর্থ বলে রান আউট অ্যালান ডোনাল্ড। ফাইনালের স্বপ্নভঙ্গে বিহ্বল ক্লুজনার অনবদ্য প্রদর্শনীর পুরস্কার হিসেবে জিতে নেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের ট্রফি।

সেমিফাইনালের সেই রান-আউট আর অস্ট্রেলিয়ার উদযাপন


ঘনঘন পাওয়া ইনজুরি বোলিংয়ে গতি কমাতে বাধ্য করে ২০০০ উইজডেন বর্ষসেরা ক্রিকেটার ক্লুজনারকে। তাই ব্যাটসম্যানদের ধন্দে ফেলতে তিনি রপ্ত করেন অন্যান্য টেকনিক, যার মধ্যে অন্যতম ছিল অফ-কাটার। ২০০০-০১ সালের উইন্ডিজ আর ২০০১-০২ সালের অস্ট্রেলিয়া সফরের সময় থেকেই ফর্মে ভাটা পড়তে থাকে তাঁর। কিছু সময়ের জন্য দলে জায়গা হারানো ক্লুজনার ফিরে আসেন ২০০৩ বিশ্বকাপ দলে। নিজের প্রিয় টুর্নামেন্টে অতীতের সুখস্মৃতি ফিরিয়ে আনার চেষ্টা করেও খুব একটা সফলতা পাননি। ফলশ্রুতিতে জায়গা হারান পরবর্তী ইংল্যান্ড সফরের দলে। ২০০৩-০৪ সালে তাঁর প্রত্যাবর্তনও খুব বেশিদিন স্থায়ী হয়নি। সেরা সময় পেছনে ফেলে এসেছেন মেনে নিয়ে ইনজুরির কাছে হার মানা ক্লুজনার অবসরের ঘোষণা দেন ২০০৪ সালে।

আরো পড়ুন শিবনারায়ণ চন্দরপল : আনসাং হিরো

বেসবল-স্টাইল ব্যাকলিফট আর অতিমানবীয় পাওয়ার হিটিংয়ে ২২০ টেস্ট-ওয়ানডে মিলিয়ে প্রায় সাড়ে পাঁচ হাজার রানের মালিক ক্লুজনারের উদ্ভাবনী ব্যাটিং প্রতিভা নিয়ে সংশয় ছিল না কখনোই। ইনজুরির ধকল কাটিয়ে ফিরতে পারলে গতির নৈপুণ্যে বল হাতেও নিঃসন্দেহে গড়তেন অসংখ্য রেকর্ড। খেলোয়াড়ি জীবনে মিডিয়ার মুখোমুখি হতে খুব একটা পছন্দ করতেন না, তবে নীরবতা ভাঙলে নিজের মতামতে রাখতেন বিচক্ষণতার ভাব।

আন্তর্জাতিক ক্রিকেটকে ২০০৪ সালে বিদায় জানান এই গ্রেট


নর্দাম্পটনশায়ারে বেশ কিছুদিন খেলা এই অলরাউন্ডার পরবর্তী সময়ে হাই-প্রোফাইল সাইনিং হিসেবে ২০০৭ মৌসুমে নাম লেখান ইন্ডিয়ান ক্রিকেট লিগে। কলকাতা টাইগার্সের হয়ে দারুণ সাফল্য পাওয়া এই প্রোটিয়া গ্রেট ২০০৯ সালে কোচিংয়ের সাথে যুক্ত হতে মনস্থির করেন। সাউথ আফ্রিকান বোর্ডের তত্ত্বাবধানে লেভেল-থ্রি কোর্স সম্পন্ন করলে বিসিবি তাঁকে বাংলাদেশ দলের বোলিং কোচ হিসেবে যুক্ত হবার আহ্বান জানায়। তবে স্ত্রীসহ বাংলাদেশে স্থায়ীভাবে বসবাস সম্ভব হবে না জানিয়ে তাতে সাড়া দেননি ক্লুজনার। ২০১২-১৬ মৌসুম পর্যন্ত ঘরোয়া দল ডলফিনসের কোচের দায়িত্ব পালন করা ক্লুজনার পরে জিম্বাবুয়ে দলের বোলিং কোচ হিসেবে যোগ দেন। ইউরো টি-টুয়েন্টি স্ল্যাম টুর্নামেন্টের উদ্বোধনী আসরে গ্লাসগো জায়ান্টসের হেড কোচ হিসেবে নিযুক্ত হয়েছিলেন ল্যান্স ক্লুজনার, পরবর্তীতে গোটা টুর্নামেন্টই বাতিল হয়। তবে এ মাসেই শুরু হতে যাওয়া ভারত সিরিজের দক্ষিণ আফ্রিকা টি-টুয়েন্টি দলের সহকারী ব্যাটিং কোচ হিসেবে ক্লুজনারের নাম ঘোষণা করেছে বোর্ড।

৪৮-এ পা রাখতে যাওয়া এই ফিনিশারের প্রতি রইল জন্মদিনের অসংখ্য শুভেচ্ছা।

   

খাবারের পর প্লেট ধোয়া কষ্ট? তাহলে এই কৌশল আপনার জন্য!



ফিচার ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

খাওয়ার বিষয়ে সবাই পটু। কিন্তু খাওয়ার পর থালা বাসন ধোয়াকে অনেকেই কষ্টকর কাজ মনে করেন। তাই দেখা যায় খাওয়ার পর অপরিষ্কার অবস্থায়ই থেকে যায় থালা বাসনগুলো। এবার এই কষ্ট কমাতে এক অভিনব কৌশল বেছে নিয়েছেন এক ব্যক্তি।

সম্প্রতি এমন এক ভিডিও নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি। 

হর্ষ গোয়েনকা নামে ভারতের এক শিল্পপতি তাঁর এক্স হ্যন্ডেলে (সাবেক টুইটার) ভিডিওটি শেয়ার করেন। এতে দেখা যায়, থালাবাসন পরিষ্কারের কাজ এড়াতে এক ব্যক্তি মজার এক কৌশল নিয়েছেন। এতে দেখা যায়, এক ব্যক্তি খাবার রান্না করছেন। খাবার আগে তিনি প্লাস্টিক দিয়ে প্লেট, চামচ ও পানির গ্লাস মুড়িয়ে নিচ্ছেন।

শেয়ার করে তিনি মজাচ্ছলে লিখেছেন, "যখন আপনার থালা-বাসন ধোয়ার জন্য পর্যাপ্ত পানি থাকে না..."।

ভিডিওটি শেয়ার করার পর মুহূর্তেই সেটি ভাইরাল হয়ে যায়। ভিডিওটি অনেক বিনোদনের জন্ম দিয়েছে। যদিও কেউ কেউ প্লাস্টিকের মোড়ককে হাস্যকর মনে করেন এবং এর ব্যবহার নিয়ে প্রশ্ন তোলেন।

এক্স ব্যবহারকারী একজন লিখেছেন, 'পানি সংরক্ষণ ও পুনর্ব্যবহার করা হল মন্ত্র হল এমন কৌশল! তবে প্লাস্টিকের ব্যবহার নতুন করে ভাবাচ্ছে।'

অন্য একজন ব্যবহারকারী লিখেছেন, 'আমি আমার হোস্টেলের দিনগুলিতে এটি করেছি। আমাদের পানি সরবরাহ ছিল না এবং বারবার ধোয়ার কষ্টে এমন কৌশল নিয়েছি।'

আরেক ব্যবহারকারী লিখেছেন, ‘মনে হচ্ছে বেঙ্গালুরুতে পানি–সংকটের সমাধান হয়ে যাচ্ছে।’

;

জলদানব ‘লক নেস’কে খুঁজে পেতে নাসার প্রতি আহ্বান



আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

রহস্যময় জলদানব জলদানব ‘লক নেস’কে খুঁজে পেতে নাসার প্রতি আহ্বান জানিয়েছে লক নেস সেন্টার। ২০২৩ সালের এই রহস্যময় প্রাণীর শব্দের উৎস ও একে খুঁজে পেতে হাইড্রোফোন ব্যবহার করা হয়েছিল।

স্যার এডওয়ার্ড মাউন্টেনের ৯০তম অভিযানের অংশ হিসেবে আগামী ৩০ মে থেকে ২ জুন পর্যন্ত এই ‘লক নেস মনস্টার’কে খুঁজে পেতে অনুসন্ধান চালানো হবে।

রহস্যময় এই ‘লক নেস মনস্টার’কে ১৯৩৪ সালে প্রথম দেখা যায়। এ পর্যন্ত ১ হাজার ১শ ৫৬ বার দেখা গেছে বলে লক নেস সেন্টার সূত্রে জানা গেছে।

এ বিষয়ে লক নেস সেন্টারের এমি টোড বলেছেন, আমরা আশা করছি, এই রহস্যময় জলদানবকে খুঁজে পেতে মহাকাশ গবেষণা সংস্থা নাসার গবেষকেরা আমাদের সহযোগিতা করবেন। তারা আমাদের জলদানবকে খুঁজে পেতে যথাযথ নির্দেশনা দেবেন এবং এ বিষয়ে সব কিছু জানাতে সাহায্য করবেন।

তিনি বলেন, আমাদের অভিযানের বিষয়ে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে গিয়েছি। আমরা আশা করছি, নাসার উন্নত প্রযুক্তির মাধ্যমে আমরা জলদানব বিষয়ে প্রশ্নগুলোর উত্তর খুঁজে পাবো।

রহস্যময় জলদানব খুঁজে পেতে স্বেচ্ছাসেবকের ভূপৃষ্ঠ থেকে যেমন নজর রাখবেন, তেমনি পানির ভেতরে অভিযান চালানোর বিষয়ে তাদেরকে নির্দেশনা দেওয়া হবে। রহস্যময় জলদানবকে খুঁজে পেতে ১৯৭০ দশক ও ১৯৮০ দশকের যে সব তথ্যচিত্র লক নেসের কাছে সংরক্ষিত রয়েছে, সেগুলো যাচাই করে দেখা হবে।

তারপর জলদানব সম্পর্কে স্বেচ্ছাসেবকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেবেন লক নেসের পরিচালক জন ম্যাকলেভারটি।

এ নিয়ে গবেষকদের নিয়ে একটি অনলাইন বিতর্ক অনুষ্ঠিত হবে। যারা রহস্যময় এই জলদানবকে সচক্ষে দেখেছেন, তারাও এ লাইভ বিতর্কে অংশ নেবেন।

নেস হৃদ

যে হ্রদে জলদানব অবস্থান করছে বলে জানা গেছে, অভিযানের অভিযাত্রী দল নৌকায় করে সেখানে যাবেন। এসময় তাদের সঙ্গে থাকবেন গভীর সমুদ্রে অনুসন্ধানকারী দলের ক্যাপ্টেন অ্যালিস্টার মাথিসন। তিনি লক নেস প্রজেক্টে একজন স্কিপার হিসেবে কাজ করছেন। তার সঙ্গে থাকবেন ম্যাকেন্না।

অনুসন্ধান কাজে ১৮ মিটার (৬০ ফুট) হাইড্রোফোন ব্যবহার করা হবে। এটি দিয়ে রহস্যময় শব্দের প্রতিধ্বনি রেকর্ড করা হবে।

দ্য লক নেস সেন্টার ড্রামনাড্রোচিট হোটেলে অবস্থিত। ৯০ বছর আগে অ্যালডি ম্যাককে প্রথম রিপোর্ট করেছিলেন যে তিনি একটি জলদানব দেখেছেন।

লক নেস সেন্টারের জেনারেল ম্যানেজার পল নিক্সন বলেছেন, ২০২৩ সালে নেসিকে খুঁজে পেতে মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, ফ্রান্স, ইতালি, জাপানসহ আরো অনেক দেশ অনুসন্ধান কাজে অংশ নিয়েছিল। এটি ছিল বড় ধরনের একটি অভিযান।

তিনি বলেন, অনুসন্ধানের সময় যে অদ্ভুত শব্দ শোনা গিয়েছিল, সে শব্দের কোনো ব্যাখ্যা দাঁড় করানো যায়নি। তবে আমরা এবার দৃঢ় প্রতিজ্ঞ যে, জলদানব লক নেসের রহস্য উন্মোচন করতে পারবো।

এ বিষয়ে আমরা সামাজিক মাধ্যম ব্যবহার করবো। এ রহস্যময় জলদানব লক নেস সম্পর্কে যাদের ধারণা আছে, তাদের সহযোগিতা নেওয়া হবে। পল নিক্সন আরো বলেন, এবার আমরা খুবই উচ্ছ্বসিত যে, জলদানবকে খুঁজে পেতে নতুন ধরনের যন্ত্রপাতি ব্যবহার করবো।

স্কটল্যান্ডের ইনভার্নেসের কাছে এক বিশাল হ্রদের নাম ‘নেস’। স্কটিশ গেলিক ভাষায় হ্রদকে লক (Loch) বলা হয়। আর উচ্চারণ করা হয় ‘লক’। গ্রেট ব্রিটেনের স্বাদুপানির সবচেয়ে একক বৃহত্তম উৎস এ হ্রদটির আয়তন ২২ বর্গ কিলোমিটার, গভীরতা ৮০০ ফুটেরও বেশি। এই হ্রদেই দেখা মিলেছিল সত্যিকারের জলদানব ‘লক নেসের’।

;

স্টেডিয়ামে খেলা দেখার জন্য অফিসে মিথ্যা বলা, শেষ রক্ষা হয়নি তার!



ফিচার ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

বহুল প্রত্যাশিত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) শুরু হয়েছে ২২ মার্চ থেকে। বিশ্বের নামিদামী সব খেলোয়াড়ের উপস্থিতি থাকায় বিশ্বজুড়ে এই লীগের চাহিদা তুঙ্গে। তাই এর দর্শক সংখ্যাও কত হতে পারে সেটা সহজেই অনুমেয়। যাদের সুযোগ সামর্থ্য থাকে তারা স্টেডিয়ামে বসে খেলা দেখেন আর যাদের সুযোগ না থাকে তারা টেলভিশনের পর্দায়ই বিনোদন খোঁজেন।

সম্প্রতি, এই লীগের একটি ম্যাচ স্টেডিয়ামে দেখতে গিয়ে অদ্ভুত এক কাণ্ডের জন্ম দিয়েছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরের নেহা নামে এক নারী ভক্ত। ওইদিন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও লখৌন সুপার জায়ান্টসের মধ্যে ম্যাচ চলছিল। সেই খেলা মাঠে বসে দেখতে তিনি পারিবারিক সমস্যার কথা বলে আগেই অফিস থেকে বের হয়ে যান।

তারপর যথারীতি সে মাঠে বসে খেলা উপভোগ করছিল। কিন্তু বিপত্তি বাঁধে অন্য জায়গায়। খেলা চলার এক পর্যায়ে তাকে টিভি স্ক্রিনে দেখতে পায় তার অফিসের বস।

পরে এই ঘটনাটির একটি ভিডিও তিনি তার ইন্সটাগ্রাম একাউন্টে শেয়ার করেন। সেখানে তিনি পুরো বিষয়টি নিয়ে খোলাসা করেন।

ওই ভিডিওতে নেহা বলেন, অফিস থেকে পারিবারিক সমস্যার কথা বলে মাঠে এসে খেলা দেখেছি। আমি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর একজন ভক্ত। কিন্তু টিভি স্ক্রিনে আমার বস আমাকে দেখে ফেলে। পরে তিনি আমাকে জিজ্ঞেস করেছেন আমি কোন দলের সমর্থক হিসেবে খেলা দেখছি। আমি বলেছি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

এরপর বস বলেন, তাহলে আপনি নিশ্চয় গতকাল খুব অসন্তুষ্ট ছিলেন। ওরা ফিল্ডিংয়ে একটি ক্যাচ মিস করার সময় আপনাকে খুব উদ্বিগ্ন চেহারায় দেখেছি। ১৬.৩ ওভারে যখন কিপার ক্যাচ মিস করলো, তখন।

হাতেনাতে ধরা পড়ে যাওয়ার পর নেহা স্বীকার করে নেন, ওটা তিনিই ছিলেন। বলেন, হ্যাঁ, অনুজ রাওয়াত ক্যাচ মিস করেছিল।

এরপর নেহার বস বলেন, মাত্র কয়েক সেকেন্ডের জন্য ক্যামেরায় আপনাকে দেখিয়েছিল। আর তাতেই আমি চিনে ফেলেছি। তাহলে এটাই ছিল গতকাল দ্রুত বেরিয়ে যাওয়ার কারণ।

এরপর তিনি একটি হাসির ইমোজি দিয়ে কথপোকথন শেষ করেন।

ভিডিওটি শেয়ার করার পর রাতারাতি সেটি ভাইরাল হয়ে যায়।

পোস্টের নিচে অনেকেই নিজেদের অভিমত ব্যক্ত করেছেন।

একজন লিখেছেন, এটা ঠিক আছে। ম্যানেজারের উচিত কর্মচারীকে স্বাধীনতা প্রদান করা। যাতে সে সত্য বলতে পারে বা নিজের জীবনকে স্বাধীনভাবে উপভোগ করতে পারে।

আরেকজন লিখেছেন, আপনাকে এর জন্য চাকরি থেকে বরখাস্ত করা উচিত। একে তো আপনি অফিস থেকে মিথ্যা কথা বলে বের হয়েছে আবার নিজেদের ব্যক্তিগত কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন।

;

নওগাঁয় কালের সাক্ষী কয়েক শ বছরের পুরোনো বটগাছ



শহিদুল ইসলাম, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নওগাঁ
ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

  • Font increase
  • Font Decrease

নওগাঁ সদর উপজেলার বক্তারপুর ইউনিয়নের মুরাদপুর গ্রামে বট ও পাকুড় গাছের মেল বন্ধন প্রায় ৩০০ বছরের অধিক সময়ের। প্রজন্ম থেকে প্রজন্ম কালের সাক্ষী হয়ে এখনো দাঁড়িয়ে আছে রহস্যময় এই বট গাছটি। প্রায় ৫ থেকে ৬ একর জমির ওপরে শাখা-প্রশাখা ছড়িয়ে দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করছে এই পুরাতন বটগাছটি।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সরেজমিন গিয়ে দেখা যায়, বট ও পাকুর মিলে বিশাল জায়গাজুড়ে কাল্পনিক এক দৃশ্যের সৃষ্টি হয়েছে। বট গাছের কাণ্ড থেকে কাণ্ড শাখা থেকে প্রশাখা মাটিয়ে লুটে পড়ে আরেক বটগাছের জন্ম দিয়েছে। কাণ্ডগুলো দেখলে বোঝার উপায় নেই যে এটির মূল শাখা কোনটি। লতা থেকে মাটিতে পড়ে সৃষ্টি হয়েছে আরেকটি বটগাছ এভাবে অনেকটা জায়গাজুড়ে এক অন্যরকম সৌন্দর্যে বিমোহিত হয়েছে স্থানটি। বটগাছের নিচে ও পাশে রয়েছে সনাতন ধর্মাবলম্বীদের কালি মন্দির যেখানে কয়েকদিন পর পর বিভিন্ন অনুষ্ঠান করেন তারা।

মুরাদপুর গ্রামের স্থানীয় বাসিন্দা গৌরাঙ্গ সাহা ( ৫০) এর সাথে কথা হলে তিনি জানান, আসলে এই গাছটির সঠিক বয়স কত সেটি আমরা কেউ জানিনা। আমার বাবা-দাদা তারাও এখানে পূজা করতেন তবে তারা আমাদেকে সঠিক বয়স বলতে পারেনি। আমার দাদার মুখে শুনেছি উনার ছোটবেলাতে সেখানে গিয়ে খেলাধুলা করতেন সে সময় গাছটি ঠিক এমন-ই ছিল। তবে অনুমান করা যায়, এই গাছের বয়স প্রায় ৩০০ থেকে ৪০০ বছরের অধিক হতে পারে।

একই গ্রামের গৃহবধূ লাইলী বেগম ( ৫৫) বলেন, আমার বিয়ে হয়েছে প্রায় ৩০ বছর হলো আর তখন থেকেই এই গাছটি দেখে আসছি। বাড়ি কাছে হওয়ায় প্রতিদিন আশেপাশে আসতে হয় বিভিন্ন কাজে। মূল গাছটি আমরা অনেক খুঁজেছি কিন্তু পাইনি। একটা গাছ থেকে এতগুলো গাছের সৃষ্টি হয়েছে দেখতে ভালোই লাগে। তবে যদি এটি সংরক্ষণের ব্যবস্থা করলে আরো কয়েকশ বছর টিকবে বলে মনে করি।

হালঘোষপাড়া থেকে আসা রায়হান নামের এক দর্শনার্থী বলেন, শুনেছিলাম এখানে অনেক পুরাতন বটগাছ আছে আজকে দেখতে আসলাম। চারিদিকে ছড়িয়ে গেছে এমন বটগাছ আমাদের এলাকায় নেই। দেখে খুব ভালো লাগছে এখন থেকে মাঝেমধ্যেই আসব।


কল্পনা রানী ( ৪৮) বলেন, আমার স্বামীর বাবার মুখ থেকে শুনেছি এটির বয়স প্রায় ৩০০ বছরের অধিক। কিছুদিন পর পর এখানে পূজা হয় বিভিন্ন এলাকা থেকে মানুষ এসে পূজা দেয়। এমন সুন্দর বটগাছ আমি কোনোদিন দেখিনি।

বিমল সাহা নামের এক শিক্ষার্থী জানান, আমরা প্রতিদিন আমরা এখানে এসে ক্রিকেট খেলি। এতো পুরাতন একটি বটের গাছ দেখতে পেয়ে আমাদের খুব ভালো লাগে।

এ বিষয়ে নওগাঁ সরকারি কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. এনায়েতুস সাকালাইন বার্তা২৪.কমকে বলেন, প্রাকৃতিকভাবে একেকটা উদ্ভিদের আয়ু একেক রকম হয়ে থাকে সেরকম বটগাছ দীর্ঘজীবি উদ্ভিদ। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায়, কোনো কোনো জায়গায় ৫০০ বছর বা অধিক সময়ের বেশি বেঁচে থাকে। এই উদ্ভিদগুলোর অভিযোজন ক্ষমতা অনেক বেশি ও পরিবেশের সাথে এদের খাপখাইয়ে নেওয়ার ক্ষমতাও বেশি এবং যেকোনো প্রতিকূল পরিবেশে এরা মোকাবিলা করতে সক্ষম। বটগাছ গুলো বেশি পানি না পেলেও দীর্ঘদিন বেঁচে থাকে আবার খুব বেশি তাপমাত্রা বা তাপমাত্রা নিচে নেমে গেলেও এ ধরনের উদ্ভিদ সে সময় টিকে থাকতে পারে সেজন্য অনেক সময় বিল্ডিং বাড়ির দেয়ালেও এদের বিস্তার দেখা যায়।

তিনি আরও বলেন, বট গাছগুলোর একটি বিশেষ বৈশিষ্ট্য আছে সেটি হলো ওপরের দিকে একটু বেড়ে অনেকদিকে বিস্তার লাভ করে বেশ বড় জায়গা দখল করে তখন এই উদ্ভিদগুলোর ওপরের অংশের ভার বহন করার জন্য ঠেসমূল গঠন করে তারা। মূল কাণ্ড থেকে আস্তে আস্তে মাটিতে ঠেসমূল নেমে আসে তখন ধীরে ধীরে মোটা হতে থাকে। মূল যে কাণ্ডটা তার থেকে বয়সের সাথে সাথে আরো তৈরি হয় যাতে গাছের ভার বহন করতে সক্ষম হয় এবং এভাবে বিশাল জায়গাজুড়ে একে একে বিস্তার লাভ করে কাণ্ডগুলো। বটগাছে এ ধরনের কর্মকাণ্ড লক্ষ্য করা যায় কিন্তু পাকুড় জাতীয় গাছে কম লক্ষ্য করা যায়।

;