আমাজন : পৃথিবীর ফুসফুসের আদ্যোপান্ত



আহমেদ দীন রুমি, কন্ট্রিবিউটিং করেসপন্ডেন্ট
আকাশ থেকে আমাজন

আকাশ থেকে আমাজন

  • Font increase
  • Font Decrease

সাম্প্রতিক সময়ে আমাজনে আগুনের ঘটনা সারা বিশ্বে সমালোচনার জন্ম দিয়েছে। পরিবেশ আর মানুষের সম্পর্ককে ভাবতে বাধ্য করেছে আরো একবারের জন্য। ‘প্রকৃতি প্রতিশোধপরায়ণ’—কথাটা যে মিথ্যা না; মানবসভ্যতার অতীতে তার নজির কম নেই। প্রকৃতির সুবিশাল আর বিচিত্র জাদুঘরের নাম আমাজন। আজকের আয়োজনে তাই আমাজনের আদ্যোপান্ত।

আমাজন নদী অববাহিকায় অবস্থিত পৃথিবীর বৃহত্তম রেইনফরেস্ট। আয়তনের দিক থেকে অববাহিকাটি দক্ষিণ আমেরিকা মহাদেশের মূল আয়তনের শতকরা ৪০ অংশ। ব্রাজিল, বলিভিয়া, পেরু, ইকুয়েডর, কলম্বিয়া, ভেনিজুয়েলা, গায়ানা এবং সুরিনাম—মোট আটটি দেশ জুড়ে বিস্তৃত। যদিও এর বাইরে ঘিনিরও সংযুক্তি আছে। পরিবেশের বৈচিত্র্যময়তা আর পূর্ববর্তী সভ্যতার মানুষদের প্রভাবকে প্রতিফলিত করতেই এখানে জন্ম নিয়েছে নিজস্ব বাস্তুতন্ত্র। মোজাইকের মতো গড়ে উঠেছে রেইনফরেস্ট, মৌসুমী বন, ক্ষণস্থায়ী বা পর্ণমোচী বন, প্লাবন বনভূমি এবং তৃণাঞ্চল।

আমাজন বনের বিস্তৃতি


গোটা অববাহিকায় আমাজন নদীটি জল যাতায়াতের পথ হিসাবে ভূমিকা পালন করে। নীলনদের পরে পৃথিবীর দীর্ঘতম নদী এটি। তার ওপর রয়েছে ১১০০টিরও বেশি উপনদী; যাদের ১৭টির দৈর্ঘ্য ১০০০ মাইলেরও বেশি। জালের মতো ছড়িয়ে থাকা এই নদীই বনের জীবন নিয়ন্ত্রণ করে অনেকাংশে। তাই নদী আর বন ঐতিহাসিকভাবে অভিন্ন হয়ে উঠেছে এখানে।

আমাজন অববাহিকা

আমাজন অববাহিকায় বিস্তৃত বনভূমি সম্পর্কে ধারণা লাভের জন্য নিম্নোক্ত ডায়াগ্রামটিকে ব্যবহার করা যেতে পারে।

আমাজনের ইতিবৃত্ত

এক সময় নদীটি প্রবাহিত ছিল আফ্রিকায় পশ্চিম দিকে কঙ্গো নদীর অংশ হিসাবে। তখন মহাদেশ দুটি পরস্পর যুক্ত ছিল গণ্ডোয়ানার অংশ হয়ে। আজ থেকে পনের মিলিয়ন বছর আগে দক্ষিণ আমেরিকা প্লেটের সাথে নাজকা প্লেটের সংঘর্ষে জন্ম নেয় আন্দিজ। আন্দিজের গঠন আর সেই সাথে ব্রাজিল ও গায়ানার বেডরক শিল্ড বন্ধ করে দেয় নদীর পথ। ফলে আমাজন পরিণত হয় বিশালাকার অন্তর্দেশীয় নদীতে।

আমাজনের রয়েছে ১১০০’র বেশি উপনদী


আস্তে আস্তে পানি স্বচ্ছ হয়ে উঠতে থাকল। জন্ম নিল বসবাসের উপযোগী প্রাণী। প্রায় দশ মিলিয়ন বছর আগের কথা। বালি আর পাথরের মধ্য দিয়ে আমাজন পশ্চিম থেকে পূর্ব দিকে যাত্রা করে। এই সময়টাতেই মূলত গড়ে উঠে রেইনফরেস্ট। বরফ যুগের সময় সমুদ্রের উচ্চতা হ্রাস পায়। আমাজনের পানি দ্রুত প্রবাহিত হতে হতে পরিণত হয় নদীতে। তারও মিলিয়ন বছর পরে সমুদ্রের স্তর আরো নেমে গেলে অববাহিকায় গড়ে উঠে বনভূমি।

বন থাকবে, প্রাণী বৈচিত্র্য থাকবে না; কিভাবে সম্ভব? সেই সূত্র মেনেই দুই আমেরিকা মহাদেশের অন্যান্য অঞ্চল থেকে আসে বিচিত্র সব প্রাণী। বরফ যুগের দরুণ ক্রান্তীয় অঞ্চলের রেইনফরেস্টগুলো হারিয়ে যাচ্ছিল। ধারণা করা হয়, আমাজন তা ফিরে পেয়েছে বিস্তৃত তৃণ অঞ্চল এবং পার্বত্য বনভূমির মধ্য দিয়ে। তৃণ অঞ্চলগুলো রেইনফরেস্টকে দ্বীপের মতো বিভক্ত করেছে। বিদ্যমান প্রজাতিগুলোকে পৃথক করে রেখেছে। সেভাবেই ভিন্ন পরিবেশে বেড়ে ওঠার কারণে একই প্রজাতিতে জন্ম নিয়েছে ভিন্ন বৈশিষ্ট্য।

বরফ যুগের সমাপ্তি ঘটলে বনভূমি আবার সংযুক্ত হলো একে অপরের সাথে। ততদিনে প্রজাতির পরিবর্তনে ব্যবধান এতটাই ঘটে গেছে যে; পরিণত হয় সম্পূর্ণ পৃথক প্রজাতিতে। আর এভাবেই ওই অঞ্চলে জীববৈচিত্র্যের এক অনন্য সমাবেশ রচিত হয়। প্রায় ছয় হাজার বছর আগে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা দাঁড়ায় ১৩০ মিটারে; আর আরো একবারের জন্য নদী প্লাবিত হয়ে ধারণ করে দীর্ঘ, বিস্তীর্ণ ও স্বচ্ছ লেকের আকার।

কত বড় আমাজন বন?

প্রশ্নটা কঠিন না হলেও ব্যাখ্যা নির্ভর। এইজন্য কে কিভাবে সংজ্ঞায়ন করছে; সেদিক থেকে পরিবর্তিত হয় আয়তন। আমাজন নদী প্রায় ৬.৯১৫ মিলিয়ন বর্গকিলোমিটারকে অন্তর্ভুক্ত করেছে। দক্ষিণ আমেরিকার মোট আয়তনের ৪০ ভাগই এর অধীনে। কিন্তু সাধারণ অর্থে অববাহিকার বহির্ভাগকেও ব্যবহার করা হয়, যখন ‘দ্য আমাজন’ বলা হয়।

জীব বৈচিত্রের এক সতেজ জাদুঘর আমাজন


জীবভূগোলের দিক থেকে দেখলে আমাজনের আয়তন ৭.৭৬- ৮.২৪ মিলিয়ন বর্গকিলোমিটার। যার শতকরা আশি ভাগই বনভূমি। মোট বনাঞ্চলের দুই-তৃতীয়াংশ অবস্থিত ব্রাজিলে। বর্তমান সময়ে নদী হিসাবে আমাজনের খ্যাতি অজানা না কারো। আয়তনের দিক থেকে মিসিসিপির চেয়ে ১১ গুণ বড়। অববাহিকা মিলিয়ে তো একেবারে খোদ USA-এর সমতুল্য। পানির মাত্রা যখন তুঙ্গে থাকে; নদীর মুখ তখন ৩০০ মাইল পর্যন্ত প্রশস্ত হয়। প্রতিদিন ৫০০ বিলিয়ন ঘনলিটার পর্যন্ত পানি প্রবাহিত করে ফেলে দেয় আটলান্টিক মহাসাগরে।

নদীর স্রোত বিপুল পরিমাণ পলিমাটি বয়ে নেয় আন্দিজ থেকে। স্বচ্ছ পানি তাই পরিণত হয় ঘোলা কাদায়। হিসাব করে দেখা যায়, প্রতিদিন ১০৬ মিলিয়ন ঘনফুট পলি প্রতিদিন ধুয়ে নামে সমুদ্রে। ফলে এই পলি থেকেই আমাজনের মুখে জন্ম নিয়েছে মাহারো আইল্যান্ড—আয়তনে যা সুইটজারল্যান্ড-এর সমান। আমাজন রেইনফরেস্ট আমাজন অববাহিকা পৃথিবীর বৃহত্তম ক্রান্তীয় রেইনফরেস্ট। অঞ্চলটুকুতে বিচিত্র ও অজস্র বাস্তুতন্ত্র আছে; তৃণ অঞ্চল থেকে জলাভূমি অব্দি। মাটির প্রকার, ইতিহাস কিংবা অন্যান্য প্রভাবকের ওপর ভর করেও রেইনফরেস্ট ভিন্ন হতে পারে।

দিন বদলে বিবর্তন

আমাজনে মানুষের বসবাসের ইতিহাস অনেক পুরাতন। কিন্তু বর্তমান সময়ে জনসংখ্যা বৃদ্ধি, কৃষিতে প্রযুক্তির ব্যবহার এবং অন্যান্য কারণে বিবর্তন আসছে। বিশাল পরিমাণ আসবাব কিংবা ব্যবহার্য দ্রব্যাদির যোগান দেয় আমাজন। পশুর মাংস, চামড়া, কাঠ, ফল, তেল, গ্যাস কিংবা মিনারেলের মতো আরো অনেক কিছুই পণ্য হিসাবে রপ্তানি করা হচ্ছে চীন, ইউরোপ, আমেরিকা এবং অন্যান্য দেশগুলোতে।

নির্বিচারে কেটে উজাড় করা হচ্ছে বনভূমি


সব ক্রিয়ারই একটা বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। তাই আমাজনও আক্রান্ত হয়েছে দ্রুত। ব্যাপক পরিমাণ গাছ বিলুপ্ত হচ্ছে মানুষের লোভের তোপে পড়ে। ১৯৭০ সালের পর থেকে প্রায় ১.৪ মিলিয়ন হেক্টর বন কেটে ফেলা হয়েছে। সেই সাথে আগুনের মতো ঘটনায় বিশাল পরিমাণের ক্ষয়ক্ষতির নজির তো আছেই। খনি খনন, তেল অনুসন্ধান, সয়াবিনের চাষ, নগরায়নের মতো কার্যাবলির প্রভাব পড়েছে আমাজনের ওপর। বনের মধ্য দিয়ে পথ নির্মাণের মাধ্যমে গভীর পর্যন্ত পৌঁছে গিয়ে গাছ কেটে আনা হচ্ছে আজকাল।

তবে, বৃক্ষনিধনই আমাজনের পরিবর্তনের জন্য একমাত্র কারণ নয়। বৈশ্বিক জলবায়ুর পরিবর্তন আমাজন রেইনফরেস্টের ওপর প্রভাব ফেলে চলছে। ক্রান্তীয় অঞ্চলে তাপমাত্রা বৃদ্ধি আমাজনের বৃষ্টিপাতের মাত্রা ব্যাপকভাবে হ্রাস করে দিচ্ছে। দেখা দিচ্ছে খরা কিংবা ঘন ঘন দাবানল। যদি এভাবে বৈশ্বিক উষ্ণতার বৃদ্ধি চলতে থাকে; বেশির ভাগ বনভূমিই ধীরে ধীরে তৃণভূমিতে রূপান্তরিত হতে পারে। বিশেষভাবে দক্ষিণাঞ্চলের জন্য এই ঝুঁকি বেশি। সেই সাথে আছে মনুষ্য সৃষ্ট কার্বন ডাই অক্সাইড বৃদ্ধি।

আমাজন রক্ষার তদবির

২০০৪ সালের পর থেকে আমাজন রক্ষার জন্য বৃক্ষনিধনের বিরুদ্ধে বেশ কিছু তৎপরতা নেওয়া হয়েছে। ২০০০ সাল থেকে ব্রাজিল সরকার পৃথিবীর বৃহত্তম সংরক্ষিত এলাকা প্রতিষ্ঠা করে আমাজনকে কেন্দ্র করে। আইন প্রয়োগকারী সংস্থা গঠন, স্যাটেলাইটের মাধ্যমে নীরিক্ষা এবং পরিবেশ রক্ষার জন্য অর্থনৈতিক ভর্তুকি প্রদানের পদক্ষেপ নেওয়া হয়েছে। অন্যদিকে বেসরকারি প্রতিষ্ঠান ও ব্যবসায়ী মালিকেরাও নিজেদের অবস্থান থেকে দায়িত্বশীলতার পরিচয় দিয়েছিলেন।

অথচ বর্তমান সময়ের দাবানলের ঘটনা এবং সেই ক্ষেত্রে ব্রাজিল সরকারের অবস্থান বিশ্ব জুড়ে সমালোচনার জন্ম দিয়েছে। আন্তর্জাতিক তৎপরতার প্রতি নিতান্ত ভ্রূক্ষেপহীনভাবে সিদ্ধান্ত নিচ্ছে সরকার। ইতোমধ্যে অনেকেই ষড়যন্ত্রের গন্ধ খুঁজে পেয়েছেন। আমাজনের ভেতরে বিচিত্র প্রাণী এবং গাছগুলোর ছাই মানুষের মনে আতঙ্কের জন্ম দিয়েছে। তার সাথে আছে ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং আদিবাসী সংস্কৃতির বিপন্ন অবস্থা; যেগুলো বাঁচিয়ে রাখা গোটা মানব সভ্যতাকে বাঁচিয়ে রাখার জন্য জরুরি।

আমাজনের আগুন তাক লাগিয়ে দিয়েছে গোটা বিশ্বকে


ধোঁয়ায় অন্ধকার হয়ে উঠেছে পৃথিবীর ফুসফুস। শীঘ্রই কোনো পদক্ষেপ নিতে ব্যর্থ হলে দেরিতে হলেও গোটা মানবসভ্যতাকে পস্তাতে হবে তার জন্য।

   

খাবারের পর প্লেট ধোয়া কষ্ট? তাহলে এই কৌশল আপনার জন্য!



ফিচার ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

খাওয়ার বিষয়ে সবাই পটু। কিন্তু খাওয়ার পর থালা বাসন ধোয়াকে অনেকেই কষ্টকর কাজ মনে করেন। তাই দেখা যায় খাওয়ার পর অপরিষ্কার অবস্থায়ই থেকে যায় থালা বাসনগুলো। এবার এই কষ্ট কমাতে এক অভিনব কৌশল বেছে নিয়েছেন এক ব্যক্তি।

সম্প্রতি এমন এক ভিডিও নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি। 

হর্ষ গোয়েনকা নামে ভারতের এক শিল্পপতি তাঁর এক্স হ্যন্ডেলে (সাবেক টুইটার) ভিডিওটি শেয়ার করেন। এতে দেখা যায়, থালাবাসন পরিষ্কারের কাজ এড়াতে এক ব্যক্তি মজার এক কৌশল নিয়েছেন। এতে দেখা যায়, এক ব্যক্তি খাবার রান্না করছেন। খাবার আগে তিনি প্লাস্টিক দিয়ে প্লেট, চামচ ও পানির গ্লাস মুড়িয়ে নিচ্ছেন।

শেয়ার করে তিনি মজাচ্ছলে লিখেছেন, "যখন আপনার থালা-বাসন ধোয়ার জন্য পর্যাপ্ত পানি থাকে না..."।

ভিডিওটি শেয়ার করার পর মুহূর্তেই সেটি ভাইরাল হয়ে যায়। ভিডিওটি অনেক বিনোদনের জন্ম দিয়েছে। যদিও কেউ কেউ প্লাস্টিকের মোড়ককে হাস্যকর মনে করেন এবং এর ব্যবহার নিয়ে প্রশ্ন তোলেন।

এক্স ব্যবহারকারী একজন লিখেছেন, 'পানি সংরক্ষণ ও পুনর্ব্যবহার করা হল মন্ত্র হল এমন কৌশল! তবে প্লাস্টিকের ব্যবহার নতুন করে ভাবাচ্ছে।'

অন্য একজন ব্যবহারকারী লিখেছেন, 'আমি আমার হোস্টেলের দিনগুলিতে এটি করেছি। আমাদের পানি সরবরাহ ছিল না এবং বারবার ধোয়ার কষ্টে এমন কৌশল নিয়েছি।'

আরেক ব্যবহারকারী লিখেছেন, ‘মনে হচ্ছে বেঙ্গালুরুতে পানি–সংকটের সমাধান হয়ে যাচ্ছে।’

;

জলদানব ‘লক নেস’কে খুঁজে পেতে নাসার প্রতি আহ্বান



আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

রহস্যময় জলদানব জলদানব ‘লক নেস’কে খুঁজে পেতে নাসার প্রতি আহ্বান জানিয়েছে লক নেস সেন্টার। ২০২৩ সালের এই রহস্যময় প্রাণীর শব্দের উৎস ও একে খুঁজে পেতে হাইড্রোফোন ব্যবহার করা হয়েছিল।

স্যার এডওয়ার্ড মাউন্টেনের ৯০তম অভিযানের অংশ হিসেবে আগামী ৩০ মে থেকে ২ জুন পর্যন্ত এই ‘লক নেস মনস্টার’কে খুঁজে পেতে অনুসন্ধান চালানো হবে।

রহস্যময় এই ‘লক নেস মনস্টার’কে ১৯৩৪ সালে প্রথম দেখা যায়। এ পর্যন্ত ১ হাজার ১শ ৫৬ বার দেখা গেছে বলে লক নেস সেন্টার সূত্রে জানা গেছে।

এ বিষয়ে লক নেস সেন্টারের এমি টোড বলেছেন, আমরা আশা করছি, এই রহস্যময় জলদানবকে খুঁজে পেতে মহাকাশ গবেষণা সংস্থা নাসার গবেষকেরা আমাদের সহযোগিতা করবেন। তারা আমাদের জলদানবকে খুঁজে পেতে যথাযথ নির্দেশনা দেবেন এবং এ বিষয়ে সব কিছু জানাতে সাহায্য করবেন।

তিনি বলেন, আমাদের অভিযানের বিষয়ে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে গিয়েছি। আমরা আশা করছি, নাসার উন্নত প্রযুক্তির মাধ্যমে আমরা জলদানব বিষয়ে প্রশ্নগুলোর উত্তর খুঁজে পাবো।

রহস্যময় জলদানব খুঁজে পেতে স্বেচ্ছাসেবকের ভূপৃষ্ঠ থেকে যেমন নজর রাখবেন, তেমনি পানির ভেতরে অভিযান চালানোর বিষয়ে তাদেরকে নির্দেশনা দেওয়া হবে। রহস্যময় জলদানবকে খুঁজে পেতে ১৯৭০ দশক ও ১৯৮০ দশকের যে সব তথ্যচিত্র লক নেসের কাছে সংরক্ষিত রয়েছে, সেগুলো যাচাই করে দেখা হবে।

তারপর জলদানব সম্পর্কে স্বেচ্ছাসেবকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেবেন লক নেসের পরিচালক জন ম্যাকলেভারটি।

এ নিয়ে গবেষকদের নিয়ে একটি অনলাইন বিতর্ক অনুষ্ঠিত হবে। যারা রহস্যময় এই জলদানবকে সচক্ষে দেখেছেন, তারাও এ লাইভ বিতর্কে অংশ নেবেন।

নেস হৃদ

যে হ্রদে জলদানব অবস্থান করছে বলে জানা গেছে, অভিযানের অভিযাত্রী দল নৌকায় করে সেখানে যাবেন। এসময় তাদের সঙ্গে থাকবেন গভীর সমুদ্রে অনুসন্ধানকারী দলের ক্যাপ্টেন অ্যালিস্টার মাথিসন। তিনি লক নেস প্রজেক্টে একজন স্কিপার হিসেবে কাজ করছেন। তার সঙ্গে থাকবেন ম্যাকেন্না।

অনুসন্ধান কাজে ১৮ মিটার (৬০ ফুট) হাইড্রোফোন ব্যবহার করা হবে। এটি দিয়ে রহস্যময় শব্দের প্রতিধ্বনি রেকর্ড করা হবে।

দ্য লক নেস সেন্টার ড্রামনাড্রোচিট হোটেলে অবস্থিত। ৯০ বছর আগে অ্যালডি ম্যাককে প্রথম রিপোর্ট করেছিলেন যে তিনি একটি জলদানব দেখেছেন।

লক নেস সেন্টারের জেনারেল ম্যানেজার পল নিক্সন বলেছেন, ২০২৩ সালে নেসিকে খুঁজে পেতে মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, ফ্রান্স, ইতালি, জাপানসহ আরো অনেক দেশ অনুসন্ধান কাজে অংশ নিয়েছিল। এটি ছিল বড় ধরনের একটি অভিযান।

তিনি বলেন, অনুসন্ধানের সময় যে অদ্ভুত শব্দ শোনা গিয়েছিল, সে শব্দের কোনো ব্যাখ্যা দাঁড় করানো যায়নি। তবে আমরা এবার দৃঢ় প্রতিজ্ঞ যে, জলদানব লক নেসের রহস্য উন্মোচন করতে পারবো।

এ বিষয়ে আমরা সামাজিক মাধ্যম ব্যবহার করবো। এ রহস্যময় জলদানব লক নেস সম্পর্কে যাদের ধারণা আছে, তাদের সহযোগিতা নেওয়া হবে। পল নিক্সন আরো বলেন, এবার আমরা খুবই উচ্ছ্বসিত যে, জলদানবকে খুঁজে পেতে নতুন ধরনের যন্ত্রপাতি ব্যবহার করবো।

স্কটল্যান্ডের ইনভার্নেসের কাছে এক বিশাল হ্রদের নাম ‘নেস’। স্কটিশ গেলিক ভাষায় হ্রদকে লক (Loch) বলা হয়। আর উচ্চারণ করা হয় ‘লক’। গ্রেট ব্রিটেনের স্বাদুপানির সবচেয়ে একক বৃহত্তম উৎস এ হ্রদটির আয়তন ২২ বর্গ কিলোমিটার, গভীরতা ৮০০ ফুটেরও বেশি। এই হ্রদেই দেখা মিলেছিল সত্যিকারের জলদানব ‘লক নেসের’।

;

স্টেডিয়ামে খেলা দেখার জন্য অফিসে মিথ্যা বলা, শেষ রক্ষা হয়নি তার!



ফিচার ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

বহুল প্রত্যাশিত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) শুরু হয়েছে ২২ মার্চ থেকে। বিশ্বের নামিদামী সব খেলোয়াড়ের উপস্থিতি থাকায় বিশ্বজুড়ে এই লীগের চাহিদা তুঙ্গে। তাই এর দর্শক সংখ্যাও কত হতে পারে সেটা সহজেই অনুমেয়। যাদের সুযোগ সামর্থ্য থাকে তারা স্টেডিয়ামে বসে খেলা দেখেন আর যাদের সুযোগ না থাকে তারা টেলভিশনের পর্দায়ই বিনোদন খোঁজেন।

সম্প্রতি, এই লীগের একটি ম্যাচ স্টেডিয়ামে দেখতে গিয়ে অদ্ভুত এক কাণ্ডের জন্ম দিয়েছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরের নেহা নামে এক নারী ভক্ত। ওইদিন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও লখৌন সুপার জায়ান্টসের মধ্যে ম্যাচ চলছিল। সেই খেলা মাঠে বসে দেখতে তিনি পারিবারিক সমস্যার কথা বলে আগেই অফিস থেকে বের হয়ে যান।

তারপর যথারীতি সে মাঠে বসে খেলা উপভোগ করছিল। কিন্তু বিপত্তি বাঁধে অন্য জায়গায়। খেলা চলার এক পর্যায়ে তাকে টিভি স্ক্রিনে দেখতে পায় তার অফিসের বস।

পরে এই ঘটনাটির একটি ভিডিও তিনি তার ইন্সটাগ্রাম একাউন্টে শেয়ার করেন। সেখানে তিনি পুরো বিষয়টি নিয়ে খোলাসা করেন।

ওই ভিডিওতে নেহা বলেন, অফিস থেকে পারিবারিক সমস্যার কথা বলে মাঠে এসে খেলা দেখেছি। আমি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর একজন ভক্ত। কিন্তু টিভি স্ক্রিনে আমার বস আমাকে দেখে ফেলে। পরে তিনি আমাকে জিজ্ঞেস করেছেন আমি কোন দলের সমর্থক হিসেবে খেলা দেখছি। আমি বলেছি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

এরপর বস বলেন, তাহলে আপনি নিশ্চয় গতকাল খুব অসন্তুষ্ট ছিলেন। ওরা ফিল্ডিংয়ে একটি ক্যাচ মিস করার সময় আপনাকে খুব উদ্বিগ্ন চেহারায় দেখেছি। ১৬.৩ ওভারে যখন কিপার ক্যাচ মিস করলো, তখন।

হাতেনাতে ধরা পড়ে যাওয়ার পর নেহা স্বীকার করে নেন, ওটা তিনিই ছিলেন। বলেন, হ্যাঁ, অনুজ রাওয়াত ক্যাচ মিস করেছিল।

এরপর নেহার বস বলেন, মাত্র কয়েক সেকেন্ডের জন্য ক্যামেরায় আপনাকে দেখিয়েছিল। আর তাতেই আমি চিনে ফেলেছি। তাহলে এটাই ছিল গতকাল দ্রুত বেরিয়ে যাওয়ার কারণ।

এরপর তিনি একটি হাসির ইমোজি দিয়ে কথপোকথন শেষ করেন।

ভিডিওটি শেয়ার করার পর রাতারাতি সেটি ভাইরাল হয়ে যায়।

পোস্টের নিচে অনেকেই নিজেদের অভিমত ব্যক্ত করেছেন।

একজন লিখেছেন, এটা ঠিক আছে। ম্যানেজারের উচিত কর্মচারীকে স্বাধীনতা প্রদান করা। যাতে সে সত্য বলতে পারে বা নিজের জীবনকে স্বাধীনভাবে উপভোগ করতে পারে।

আরেকজন লিখেছেন, আপনাকে এর জন্য চাকরি থেকে বরখাস্ত করা উচিত। একে তো আপনি অফিস থেকে মিথ্যা কথা বলে বের হয়েছে আবার নিজেদের ব্যক্তিগত কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন।

;

নওগাঁয় কালের সাক্ষী কয়েক শ বছরের পুরোনো বটগাছ



শহিদুল ইসলাম, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নওগাঁ
ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

  • Font increase
  • Font Decrease

নওগাঁ সদর উপজেলার বক্তারপুর ইউনিয়নের মুরাদপুর গ্রামে বট ও পাকুড় গাছের মেল বন্ধন প্রায় ৩০০ বছরের অধিক সময়ের। প্রজন্ম থেকে প্রজন্ম কালের সাক্ষী হয়ে এখনো দাঁড়িয়ে আছে রহস্যময় এই বট গাছটি। প্রায় ৫ থেকে ৬ একর জমির ওপরে শাখা-প্রশাখা ছড়িয়ে দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করছে এই পুরাতন বটগাছটি।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সরেজমিন গিয়ে দেখা যায়, বট ও পাকুর মিলে বিশাল জায়গাজুড়ে কাল্পনিক এক দৃশ্যের সৃষ্টি হয়েছে। বট গাছের কাণ্ড থেকে কাণ্ড শাখা থেকে প্রশাখা মাটিয়ে লুটে পড়ে আরেক বটগাছের জন্ম দিয়েছে। কাণ্ডগুলো দেখলে বোঝার উপায় নেই যে এটির মূল শাখা কোনটি। লতা থেকে মাটিতে পড়ে সৃষ্টি হয়েছে আরেকটি বটগাছ এভাবে অনেকটা জায়গাজুড়ে এক অন্যরকম সৌন্দর্যে বিমোহিত হয়েছে স্থানটি। বটগাছের নিচে ও পাশে রয়েছে সনাতন ধর্মাবলম্বীদের কালি মন্দির যেখানে কয়েকদিন পর পর বিভিন্ন অনুষ্ঠান করেন তারা।

মুরাদপুর গ্রামের স্থানীয় বাসিন্দা গৌরাঙ্গ সাহা ( ৫০) এর সাথে কথা হলে তিনি জানান, আসলে এই গাছটির সঠিক বয়স কত সেটি আমরা কেউ জানিনা। আমার বাবা-দাদা তারাও এখানে পূজা করতেন তবে তারা আমাদেকে সঠিক বয়স বলতে পারেনি। আমার দাদার মুখে শুনেছি উনার ছোটবেলাতে সেখানে গিয়ে খেলাধুলা করতেন সে সময় গাছটি ঠিক এমন-ই ছিল। তবে অনুমান করা যায়, এই গাছের বয়স প্রায় ৩০০ থেকে ৪০০ বছরের অধিক হতে পারে।

একই গ্রামের গৃহবধূ লাইলী বেগম ( ৫৫) বলেন, আমার বিয়ে হয়েছে প্রায় ৩০ বছর হলো আর তখন থেকেই এই গাছটি দেখে আসছি। বাড়ি কাছে হওয়ায় প্রতিদিন আশেপাশে আসতে হয় বিভিন্ন কাজে। মূল গাছটি আমরা অনেক খুঁজেছি কিন্তু পাইনি। একটা গাছ থেকে এতগুলো গাছের সৃষ্টি হয়েছে দেখতে ভালোই লাগে। তবে যদি এটি সংরক্ষণের ব্যবস্থা করলে আরো কয়েকশ বছর টিকবে বলে মনে করি।

হালঘোষপাড়া থেকে আসা রায়হান নামের এক দর্শনার্থী বলেন, শুনেছিলাম এখানে অনেক পুরাতন বটগাছ আছে আজকে দেখতে আসলাম। চারিদিকে ছড়িয়ে গেছে এমন বটগাছ আমাদের এলাকায় নেই। দেখে খুব ভালো লাগছে এখন থেকে মাঝেমধ্যেই আসব।


কল্পনা রানী ( ৪৮) বলেন, আমার স্বামীর বাবার মুখ থেকে শুনেছি এটির বয়স প্রায় ৩০০ বছরের অধিক। কিছুদিন পর পর এখানে পূজা হয় বিভিন্ন এলাকা থেকে মানুষ এসে পূজা দেয়। এমন সুন্দর বটগাছ আমি কোনোদিন দেখিনি।

বিমল সাহা নামের এক শিক্ষার্থী জানান, আমরা প্রতিদিন আমরা এখানে এসে ক্রিকেট খেলি। এতো পুরাতন একটি বটের গাছ দেখতে পেয়ে আমাদের খুব ভালো লাগে।

এ বিষয়ে নওগাঁ সরকারি কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. এনায়েতুস সাকালাইন বার্তা২৪.কমকে বলেন, প্রাকৃতিকভাবে একেকটা উদ্ভিদের আয়ু একেক রকম হয়ে থাকে সেরকম বটগাছ দীর্ঘজীবি উদ্ভিদ। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায়, কোনো কোনো জায়গায় ৫০০ বছর বা অধিক সময়ের বেশি বেঁচে থাকে। এই উদ্ভিদগুলোর অভিযোজন ক্ষমতা অনেক বেশি ও পরিবেশের সাথে এদের খাপখাইয়ে নেওয়ার ক্ষমতাও বেশি এবং যেকোনো প্রতিকূল পরিবেশে এরা মোকাবিলা করতে সক্ষম। বটগাছ গুলো বেশি পানি না পেলেও দীর্ঘদিন বেঁচে থাকে আবার খুব বেশি তাপমাত্রা বা তাপমাত্রা নিচে নেমে গেলেও এ ধরনের উদ্ভিদ সে সময় টিকে থাকতে পারে সেজন্য অনেক সময় বিল্ডিং বাড়ির দেয়ালেও এদের বিস্তার দেখা যায়।

তিনি আরও বলেন, বট গাছগুলোর একটি বিশেষ বৈশিষ্ট্য আছে সেটি হলো ওপরের দিকে একটু বেড়ে অনেকদিকে বিস্তার লাভ করে বেশ বড় জায়গা দখল করে তখন এই উদ্ভিদগুলোর ওপরের অংশের ভার বহন করার জন্য ঠেসমূল গঠন করে তারা। মূল কাণ্ড থেকে আস্তে আস্তে মাটিতে ঠেসমূল নেমে আসে তখন ধীরে ধীরে মোটা হতে থাকে। মূল যে কাণ্ডটা তার থেকে বয়সের সাথে সাথে আরো তৈরি হয় যাতে গাছের ভার বহন করতে সক্ষম হয় এবং এভাবে বিশাল জায়গাজুড়ে একে একে বিস্তার লাভ করে কাণ্ডগুলো। বটগাছে এ ধরনের কর্মকাণ্ড লক্ষ্য করা যায় কিন্তু পাকুড় জাতীয় গাছে কম লক্ষ্য করা যায়।

;