শাওনের ‘ইলশে গুঁড়ি’

  • বিনোদন ডেস্ক
  • |
  • Font increase
  • Font Decrease

মেহের আফরোজ শাওন

মেহের আফরোজ শাওন

নতুন গান নিয়ে হাজির হচ্ছেন পরিচালক-অভিনেত্রী ও গায়িকা মেহের আফরোজ শাওন। বাংলা সাহিত্যের প্রবাদপুরুষ হুমায়ূন আহমেদের প্রয়াণের পর এই প্রথম কোন মৌলিক গানে কণ্ঠ এবং মিউজিক ভিডিওতে অংশ নিলেন তিনি।

গানটির শিরোনাম ‘ইলশে গুঁড়ি’। এটি লিখেছেন জুলফিকার রাসেল। সুর করেছেন দুই বাংলার জনপ্রিয় শিল্পী-সুরকার নচিকেতা। সংগীতায়োজন করেছেন তুনাই দেবাশীষ গাঙ্গুলী।

বিজ্ঞাপন

কিন্নর দলের পরিবেশনায় ও ধ্রুব মিউজিক স্টেশনের ব্যানারে সোমবার (২২ এপ্রিল) মুক্তি পাচ্ছে গানটির ভিডিও।

নিজের গান এবং ভিডিওতে অভিনয় প্রসঙ্গে শাওন বলেন- ‘এটি একটি ঘোর লাগা গান। এটি একটি মায়া ভরা গান। এতে প্রকৃতিতে ফিরে যাবার ব্যাকুলতা আছে। নিজের মনের খাঁচা খুলে মুক্ত হবার ইচ্ছে আছে। হাসতে মানা নাই, কাঁদতেও দ্বিধা নাই। আশা নিয়ে, মাথা তুলে বাঁচার আশা আছে। মিউজিক ভিডিওটি এই আবেগগুলো ধারণ করেই তৈরি হয়েছে।’

বিজ্ঞাপন

ধ্রুব মিউজিক স্টেশনের (ডিএমএস) অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পাশাপাশি ‘ইলশে গুড়ি’ শুনতে পাওয়া যাবে ডিএমএস ওয়েব সাইট, জিপি মিউজিক এবং বাংলালিংক ভাইবে।