৩ বছর পর ‌‘খোঁপায় এঁটো ফুল’

  • বিনোদন ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম
  • |
  • Font increase
  • Font Decrease

‘খোঁপায় এঁটো ফুল’ গানের পোস্টার

‘খোঁপায় এঁটো ফুল’ গানের পোস্টার

২০১৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি, শামসুন্নাহার হলের সামনে, সোহরাওয়ার্দী উদ্যানসহ বিভিন্ন জায়গায় আড্ডায় বসে মাহতাব হোসেন লিখেছিলেন ‘খোঁপায় এঁটো ফুল, আমার একটু খানি ভুল..’ গানটি। আর সেই লেখায় সুর ও কণ্ঠ দিয়েছিলেন কণ্ঠশিল্পী সঞ্জয়।

দীর্ঘ ৩ বছর অপেক্ষা শেষে ঈদে প্রযোজনা প্রতিষ্ঠান সঙ্গীতার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে গানটি। এতে মডেল হয়েছেন চিত্রনায়িকা বিপাশা কবির ও মডেল-অভিনেতা বাপ্পীরাজ। গানটির সংগীতায়োজন করেছেন সুজন।

বিজ্ঞাপন

গানটি প্রসঙ্গে গীতিকার মাহতাব হোসেন বার্তাটোয়েন্টিফোর.কমকে বলেন, ‘গানটি ২০১৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বসে বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে গিয়ে লেখা। এরপর গানটি সম্পূর্ণ হয়েছে এক বছর সময় নিয়ে।’

বিজ্ঞাপন

কণ্ঠশিল্পী সঞ্জয় বলেন, ‘আড্ডায় আকস্মিক এসে যাওয়া সুরে কখনো কখনো হয়ে ওঠে ভালো গান। তেমনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হলের সামনে এক গানের আড্ডায় ‘খোঁপায় এঁটো ফুল’ গানটির জন্ম হয়। ধীরে পূর্ণতা পায়, অবশেষে আলোর মুখ দেখে। এমনই নিয়মে প্রকাশ পেয়েছে গানটি। বারবার শোনার মতো এই গান সবার ভালো লাগবে।’