কলকাতার 'রাজলক্ষ্মী' হচ্ছেন জ্যোতি

  • বিনোদন ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম
  • |
  • Font increase
  • Font Decrease

অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি, ছবি: সংগৃহীত

অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি, ছবি: সংগৃহীত

কলকাতার রাজলক্ষ্মী হচ্ছেন বাংলাদেশের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি। আগামী ২০ সেপ্টেম্বর কলকাতার সিনেমা হলে মুক্তি পাচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে 'রাজলক্ষ্মী-শ্রীকান্ত'।

সিনেমাটিতে রাজলক্ষ্মী চরিত্রে কলকাতার জনপ্রিয় অভিনেতা ঋত্বিক চক্রবর্তী বিপরীতে অভিনয় করছেন জ্যোতিকা জ্যোতি।

বিজ্ঞাপন
https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Aug/18/1566112659607.jpg
ঋত্বিক চক্রবর্তী ও জ্যোতিকা জ্যোতি

 

এ সিনেমা মাধ্যমে প্রথমবারের মত টলিউডের সিনেমায় অভিষেক হতে যাচ্ছে বাংলাদেশি এ অভিনেত্রী। সম্প্রতি সিনেমাটির একটি ভিডিও পোস্টার প্রকাশ করে মুক্তি তারিখ জানিয়েছে সিনেমার পরিচালক প্রদীপ্ত ভট্টাচার্য।

বিজ্ঞাপন

সূত্রে জানা যায়, ২০১৭ সালে ঢাকাই অভিনেত্রী জ্যোতিকা জ্যোতির প্রথম কলকাতার ছবি 'রাজলক্ষ্মী-শ্রীকান্ত'র শুটিং শুরু হয়।

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে 'রাজলক্ষ্মী-শ্রীকান্ত' সিনেমাটি নির্মিত হয়েছে। সিনেমাটির গল্পে অনুপ্রবেশ ও উদ্বাস্তু সমস্যা, নারীপাচার, চোরাকারবার, ধর্ম ও জাতির ভিত্তিতে সমাজের বিভেদ—সবই থাকছে বলে জানিয়েছেন পরিচালক প্রদীপ্ত ভট্টাচার্য।