ধোপে টিকবেন তো ‘তেজী মেয়ে’ শায়লা!



ঊর্মি মাহবুব, সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
ফরিদপুর-৪ আসনে আওয়ামী লীগের কাজী জাফরুল্লাহ, বিএনপি’র শাহরিয়ার ইসলাম শায়লা ও স্বতন্ত্র প্রার্থী মজিবুর রহমান চৌধুরী নিক্সন/ ছবি: সংগৃহীত

ফরিদপুর-৪ আসনে আওয়ামী লীগের কাজী জাফরুল্লাহ, বিএনপি’র শাহরিয়ার ইসলাম শায়লা ও স্বতন্ত্র প্রার্থী মজিবুর রহমান চৌধুরী নিক্সন/ ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

ফরিদপুরের ভাঙা, সদরপুর ও চরভদ্রাসন এলাকা নিয়ে গঠিত ফরিদপুর-৪ সংসদীয় আসন। আসনটিতে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন দলটির প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সংসদ সদস্য কাজী জাফরউল্লাহ। এই আসনের বর্তমান সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন নির্বাচনে অংশ নেবেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে। জাফরউল্লাহ ও নিক্সনের বিপরীতে বিএনপি থেকে মনোনয়ন দেওয়া হয়েছে ঢাকাই সিনেমার সাবেক চিত্রনায়িকা শাহরিয়ার ইসলাম শায়লাকে।

কাজী জাফরউল্লাহ ও নিক্সন চৌধুরীর মতো দক্ষ রাজনীতিবিদদের বিপরীতে নতুন মুখ বাংলা চলচিত্রের ‘তেজী মেয়ে’ সিনেমার নায়িকা শায়লা নির্বাচনে ধোপে টিকতে পারবেন কিনা তা নিয়ে আলোচনা সমালোচনা চলছে তার নির্বাচনী এলাকাসহ সর্বত্র।

বিএনপি থেকে মনোনয়ন পাওয়া এ শায়লা বেশ কয়েকটি বাংলা সিনেমায় নায়িকার ভূমিকায় অভিনয় করেছেন। তার অভিনিত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে- ‘নষ্টা মেয়ে’, ‘জলন্ত নারী’, ‘ধর মফিজ’সহ বেশ কিছু সমালোচিত বাংলা সিনেমা।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2018/Nov/28/1543411127701.jpg

চলচ্চিত্রে নায়িকা চরিত্রে অভিনয় করে সমালোচনা-আলোচনার জন্ম দিলেও শায়লা নির্বাচনী মাঠে কতোটা শক্ত অবস্থান নিতে পারবেন তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ। দলটির স্থানীয় কর্মীরা জানান, কাজী জাফরউল্লাহর মতো একজন প্রবীণ রাজনীতিকের সাথে নির্বাচনী মাঠে শায়লা কতো কৌশলী হতে পারবেন তার ওপরই নির্ভর করবে তার সংসদে যাওয়া না যাওয়া।

অন্যদিকে ২০১৪ সালে স্বতন্ত্র নির্বাচন করে জয়ী হওয়া নিক্সন চৌধুরী তো রয়েছেনই। স্থানীয়রা জানান, কোনো দলের মনোনীত না হলেও নিক্সন চৌধুরীর যথেষ্ট জনপ্রিয়তা আছে সাধারণ ভোটারদের মাঝে। আর আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা কাজী জাফরউল্লাহর হয়ে কাজ করবেন দলের সকল স্থানীয় নেতা-কর্মীরা।

সাধারণ ভোটারদের মতে, জাফরউল্লাহ ও নিক্সন চৌধুরীকে মাঠে মানুষ চেনেন, জানেন। কিন্তু শায়লার পরিচিতি পেতেই অনেক সময় প্রয়োজন হবে। তবে শায়লা যদি ভোট পান তা ধানের শীষ প্রতীকের কারণেই পাবেন। বিএনপি ঐক্যবদ্ধ থাকলে শায়লা ভোটের মাঠে সুবিধা পাবেন।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2018/Nov/28/1543411276373.JPG

জাসাসের সাবেক সহ-সভাপতির দায়িত্ব পালন করেছেন এই চিত্রনায়িকা শায়লা। ২০১৭ সালের ১৪ জুন লন্ডনের একটি হোটেলে বিএনপি’র প্রাথমিক সদস্য সংগ্রহ অনুষ্ঠানে শায়লার হাতে সদস্য ফরম তুলে দেন দলটির বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেই অনুষ্ঠানেই শায়লা ফরিদপুর-৪ আসন থেকে বিএনপি’র মনোনীত সংসদ সদস্য প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করেন।

তবে রাজনীতিতে অনভিজ্ঞ শায়লা জয়ের বিষয়ে শতভাগ আশাবাদী। বেশকিছু যাবৎ ফরিদপুরে প্রচারণা চালিয়ে আসছিলেন শায়লা। দলীয় মনোনয়ন পেয়ে শায়লা বলেন, ‘আওয়ামী লীগ সরকারের আমলে দেশের কোনো উন্নয়ন হয়নি। আমি ফরিদপুর-৪ আসন থেকে জয়ের বিষয়ে শতভাগ আশাবাদী। জনগণ আমাকে ভোট দিবেই।’

নির্বাচনে অংশ গ্রহণের জন্য এবার গ্লামার জগতের অনেকেই মনোনয়নপত্র নিয়েছিলেন রাজনৈতিক দলগুলো থেকে। এদের মধ্যে বেশিরভাগেরই স্বপ্ন অঙ্কুরেই বিনষ্ট হয়েছে বৈকি কিন্তু অনেকেই আবার এমপি হওয়ার আশায় বুক বেঁধে এক ধাপ এগিয়ে গিয়েছেন।

একাদশ সংসদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের সময় শেষ হয়েছে আজ বুধবার (২৮ নভেম্বর)। ডিসেম্বরের ২ তারিখের মধ্যে সম্পন্ন হবে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের কাজ। কোনো প্রার্থী যদি মনোনয়নপত্র প্রত্যাহার করতে চান তার জন্য শেষ সময় ৯ ডিসেম্বর। ৩০ ডিসেম্বর সাধারণ মানুষ সুযোগ পাবেন তাদের ভোটাধিকার প্রয়োগ করে নতুন সরকার নির্বাচন করতে।

   

রওশন ঘোষিত কমিটিতে নাম দেখে বিস্মিত শেখ আলমগীর



স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

 

সাবেক বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের জাতীয় পার্টির কমিটির সঙ্গে কোন সম্পর্ক নেই বলে দাবী করেছেন শেখ আলমগীর হোসেন। রওশন ঘোষিত কমিটিতে সিনিয়র ভাইস চেয়ারম্যান পদে তার নাম দেখে বিষ্ময় প্রকাশ করেছেন তিনি।

এছাড়াও বিভিন্ন মিডিয়ায় তার নাম জড়িয়ে সংবাদ প্রকাশ ও প্রচার করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। রওশন এরশাদ গত ৯ মার্চ আইবি চত্ত্বরে এক তরফাভাবে জাতীয় পার্টির আয়োজন করেন। এরপর ২০ এপ্রিল আংশিক কমিটি ঘোষণা দেন। সেখানে জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান শেখ আলমগীর হোসেন-কে সিনিয়র ভাইস চেয়ারম্যান পদ দেওয়া হয়।

কমিটি ঘোষণার সংবাদে শেখ আলমগীর হোসেন বিস্মিত ও হতবাক হয়েছেন বলে জাতীয় পার্টির যগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ আলম স্বাক্ষরিত খবর বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এতে বলা হয়েছে তিনি দ্ব্যর্থহীনভাবে ঘোষণা করেছেন যে, প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদ প্রতিষ্ঠিত মূল জাতীয় পার্টির চেয়ারম্যান ও বর্তমান জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা জিএম কাদের এমপি’র নেতৃত্বের প্রতি অবিচল আস্থা ও বিশ্বাস স্থাপন করে জাতীয় পার্টির পতাকাতলেই আছেন এবং তিনি এও বলেছেন ঐ ভূয়া পার্টির (রওশন-মামুন) সাথে তাঁর সম্পর্ক নাই।

শেখ আলমগীর হোসেন তাঁর নাম জড়িয়ে উক্ত সংবাদ গণমাধ্যমে প্রেরণ করে প্রকাশ ও প্রচার করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বলে জানানো হয়েছে।

;

মহসিন কলেজকে গ্রিন ক্যাম্পাস বানাতে চায় ছাত্রলীগ



স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম ব্যুরো
ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

  • Font increase
  • Font Decrease

পাহাড়ের চূড়ায় অবস্থিত হলেও সরকারি হাজি মুহাম্মদ মহসিন কলেজে গাছপালার সংখ্যা দিনে দিনে কমছে। এমন পরিস্থপতিতে কলেজ ক্যাম্পাসকে পুনরায় গ্রিন ক্যাম্পাসে রূপান্তর করতে চায় ছাত্রলীগ।

এর অংশ হিসেবে সোমবার (২২ এপ্রিল) কলেজের শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ কর্মসূচিও শুরু করেছে সংগঠনটি। প্রথমদিন কলেজের বিভিন্ন জায়গায় শতাধিক বৃক্ষরোপণ করেন তারা।

কলেজ শাখা ছাত্রলীগ নেতা মুহাম্মদ আনোয়ার হোসেন পলাশের নেতৃত্বে এই কর্মসূচি পালন করা হয়।

আনোয়ার পলাশ বৃক্ষরোপণের বিষয়র বলেন, ‘বেশি বেশি গাছ লাগিয়ে আমাদের ভবিষ্যতকে জলবায়ুর বিরূপ আচরণের হাত থেকে রক্ষা করতে হবে। এজন্য আমাদের মতো তরুণদের এগিয়ে আসতে হবে। তাই সরকারি হাজি মুহাম্মদ মহসিন কলেজ ছাত্রলীগের নেতৃত্বে শিক্ষার্থীরাই ক্যাম্পাসকে গ্রিন ক্যাম্পাসে নবরূপায়ন করবে। আর এজন্যই আমাদের এই বৃক্ষরোপণ কর্মসূচি।’

বৃক্ষরোপণ কর্মসূচিতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- মহসিন কলেজ শাখা ছাত্রলীগের নেতা শাহারিয়ার সুমন, রাবেয়া বসরি লিজা, হাবিবুর রহমান সুজন, মোহাম্মদ শাহারিয়ার হোসেন, মোহাম্মদ ইমন, লায়লা সিকদার লিপি, নুর আলম, এইচ এম জাহিদ, জনি দাশ, আবির উদ্দিন, মোহাম্মদ কায়সার, সাগর সরকার, মোহাম্মদ নাঈম, জাহিদ হাসান কাউসার, সাবিদ হাসান, আবরারুল হাসান, শেখ আবদুল আজিজ, মোহাম্মদ মুনতাসিম, নকিব বিন নোমান, ইমতিয়াজ, আসিফুল ইসলাম শিহাব, আক্তার আহমেদ রাব্বী, শাহারিয়ার, এস আই সাইদুল, মোহাম্মদ শোয়াইব, আব্দুল আহাদ, মোহাম্মদ লিমন, ইব্রাহিম হোসেন সাজ্জাদ প্রমুখ।

;

অনুমতি না মেলায় আওয়ামী লীগের শান্তি সমাবেশ স্থগিত



স্টাফ করেসপন্ডেন্ট বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

পুলিশের অনুমতি না মেলায় শুক্রবারের শান্তি ও উন্নয়ন সমাবেশ কর্মসূচি স্থগিত করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

সোমবার (২২ এপ্রিল) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দফতর সম্পাদক মো. রিয়াজ উদ্দিন রিয়াজ।

তিনি জানান, পুলিশ থেকে শান্তি ও উন্নয়ন সমাবেশের অনুমতি পাওয়া যায়নি। তাই সমাবেশটি স্থগিত করা হয়েছে। পরবর্তীতে নতুন তারিখ জানিয়ে দেওয়া হবে।

এর আগে, রোববার (২১ এপ্রিল) ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দফতর সম্পাদক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছিল, আগামী শুক্রবার শান্তি ও উন্নয়ন সমাবেশ করবে দলটি।

উল্লেখ্য, একইদিন গণতন্ত্র ফেরানোর দাবি নিয়ে ব্যাপক সমাগমের মধ্য দিয়ে সমাবেশ করার কথা জানিয়েছে বিএনপি। এতে সরকারকে বিদায়ের হুঁশিয়ারি দিয়ে রাজপথের আন্দোলনে জনগণকে সম্পৃক্ত করতে চায় দলটি।

;

নির্বাচনে অনড় থাকায় বিএনপি থেকে মনির মৃধাকে বহিষ্কার



ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট বার্তা২৪.কম, পটুয়াখালী
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে অংশগ্রহণ করার অভিযোগে পটুয়াখালী সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনির রহমান মৃধাকে বহিষ্কার করা হয়েছে।

রোববার (২১ এপ্রিল) বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় সিদ্ধান্ত অমান্য করে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পটুয়াখালী জেলাধীন সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক মনির রহমানকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

সদ্য বহিষ্কৃত নেতা মনির রহমান মৃধা পটুয়াখালী সদর উপজেলার কমলাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আনারস প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি বর্তমানে একই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন।

তিনি সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হওয়ায় স্থানীয় ইউনিয়ন বিএনপির বড় একটি কর্মী সমর্থনরা তার পক্ষে নির্বাচনী মাঠে নেমেছিলেন। দলীয় সিদ্ধান্তে গতকাল রাতেই নড়েচড়ে বসেছে তারা।

এ বিষয়ে মনির রহমান মৃধা বলেন, রিটায়ার্ড এর বয়স হইছে তাই আমাকে রিটায়ার্ডে পাঠাইছে। বহিষ্কারের কোনো প্রভাব নির্বাচনী মাঠে পড়বে কিনা জানতে চাইলে তিনি বলেন, বিএনপির কোনো প্রভাব কমলাপুরে পড়বে না। এখানে বিএনপি না করলে তারা জিতে বেশি। বিএনপি করলে আরও ঠকে, বিএনপি না করলে আজীবন চেয়ারম্যান থাকতাম।

জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এড. মুজিবুর রহমান টোটন বলেন, মনির রহমান মৃধা দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী হয়েছে। এজন্য কেন্দ্রীয় কমিটি তাকে বহিষ্কার করেছে। সাংগঠনিক নিয়ম অনুযায়ী পরবর্তী যিনি আছে তিনি ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করবেন।

উল্লেখ, আগামী (২৮ এপ্রিল) পটুয়াখালী সদর উপজেলার ৫ নং কমলাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনির রহমান মৃধা আনারস মার্কা প্রতীক নিয়ে লড়বেন।

;