শেরপুরে হাতির উপদ্রবে ধান চাষের বিকল্প লেবু ও মাল্টা চাষে ঝুঁকছেন কৃষকরা। ইতোমধ্যে পতিত জমিতে এসব চাষ করে আর্থিকভাবে স্বাবলম্বীও হয়েছেন অনেকে। এসব জমিতে ধান চাষ হলেও বন্যহাতির আক্রমণে তা নষ্ট হয়ে যেত।