বাংলাদেশের বড় বিলগুলোর মধ্যে অন্যতম হালতি বিল, যা বর্তমানে 'মিনি কক্সবাজার' নামে পরিচিত। নাটোর শহর থেকে প্রায় ৫ কিলোমিটার দূরের এই বিল বর্ষা মৌসুমে সমুদ্রের আকার ধারণ করে। বড় বড় ঢেউ আছড়ে পড়ে তীরে। এ সময় বিলের ভেতরের গ্রামগুলো দেখতে দ্বীপের মতো মনে হয়। এই বিল দেখতে আসা মানুষদের জন্য গত কয়েক বছর আগে পাটুল ঘাট থেকে নির্মাণ করা হয়েছে ডুবন্ত সড়ক।