সিরাজগঞ্জ পৌর শহরের রানী গ্রামে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের পাশেই নির্মিত ভাসমান বা বন্যামুক্ত বাড়িটিকে বলা হচ্ছে উভচর বাড়ি। বিদেশি প্রযুক্তিতে বিশেষভাবে নির্মিত ভাসমান বাড়ি বন্যার পানি বাড়ার সঙ্গে সঙ্গে ভেসে উঠবে আবার পানি নেমে যাওয়ার সঙ্গে সঙ্গে মাটিতে যথাস্থানে বসে যাবে। দাবি করা হচ্ছে, এটি সম্পূর্ণ নতুন প্রযুক্তিতে তৈরি বাংলাদেশের প্রথম বন্যা প্রতিরোধক উভচর বাড়ি।