চার বছর আগে শেরপুরের নকলার বানেশ্বর্দী গ্রামে ছোট আকারে ড্রাগন চাষ শুরু করেন কয়েকজন চাষি। সম্ভাবনা দেখে স্বাবলম্বী হতে বাণিজ্যিকভাবে চাষে আগ্রহী হয়ে উঠেছেন বিভিন্ন এলাকার আরও শতাধিক প্রান্তিক চাষি। ২০১২ সালে জামালপুর জেলা হর্টিকালচার সেন্টারের মাধ্যমে এবং নকলা কৃষি অফিসের আয়োজনে উপজেলায় ৩২০ জন কৃষকের মাঝে ড্রাগনের চারা বিনা মূল্যে বিতরণ করা হয়।