বই পড়তে কার না ভালো লাগে? আর সেটি যদি হয় বই পড়ার উপযুক্ত পরিবেশ কিংবা উন্মুক্ত কোনো পাঠাগার তবে এর থেকে খুশির খবর আর কী হতে পারে। সর্বসাধারণের জন্য ঠিক তেমনি একটি বইপড়ার পাঠাগার তৈরি করেছে 'মেহেরপুর আড্ডা' নামক একটি সংগঠন। ২০১৮ সালের ১৯ এপ্রিল মেহেরপুর সরকারি মহিলা কলেজের পাশে আনুষ্ঠানিকভাবে এই 'উন্মুক্ত পাঠগৃহ' নামে লাইব্রেরির যাত্রা শুরু হয়।