বরিশাল তথা গোটা দক্ষিণাঞ্চলে যেসব বড় বড় দীঘি রয়েছে তার মধ্যে দূর্গা সাগর অন্যতম। ১৭৮০ সালে চন্দ্রদ্বীপ রাজা শিব নারায়ণ স্থানীয়দের খাবার পানির চাহিদা মেটাতে দীঘিটি খনন করেন। তার স্ত্রী দূর্গামতির নামানুসারে দীঘিটির নামকরণ করা হয় দুর্গাসাগর। মোট জমির আয়তন ৪৫ দশমিক ৫৫ একর, দিঘীটির আকার ২৭ দশমিক ৩৮ একর।