কিছুদিন আগেও যারা চাঁদাবাজি করে জীবিকা নির্বাহ করত, তারাই এখন দেখছে, সমাজে মাথা উঁচু করে বাঁচার স্বপ্ন। সেলাই, কম্পিউটার, বিউটি পার্লার ও রান্না বিষয়ক প্রশিক্ষণের মাধ্যমে স্বাবলম্বী হতে চান শেরপুরের বসবাসরত তৃতীয় লিঙ্গের মানুষরা। মানবেতর জীবন থেকে মুক্তি পেতে নিজেরাই উদ্যোগী হয়ে এ ধরনের প্রশিক্ষণ নিচ্ছেন।