শহরে ভবঘুরে কয়েকজন মানসিক প্রতিবন্ধী। সারাদিন এখানে-সেখানে ঘুরে বেড়ানোই তাদের কাজ। তবে রাতযাপন নির্দিষ্ট স্থানে। রাতের শহরে যখন নীরবতা জেঁকে বসে তখন এসব প্রতিবন্ধীদের খাওয়ার দেওয়ার জন্য ছুটে বেড়ান আফজাল হোসেন লিখন। মোটর সাইকেলে চেপে শহরের অলিগলি ঘুরে খুঁজে বের করেন মানসিক প্রতিবন্ধীদের। পরম মমতায় নিজ হাতে এসব ভবঘুরেদের মুখে তুলে দেন খাবার। ঝড়-বৃষ্টি কিংবা অন্যান্য প্রতিকুল পরিবেশেও বন্ধ হয় না খাবার দেওয়া।