পটুয়াখালীতে দখলদারদের কারণে অস্তিত্ব সংকটে মাছগ্রাম খালটি। বর্তমানে খালের অর্ধেকটা দখল করে পাকা স্থাপনা নির্মাণ করা হয়েছে। আর যেটুকু বাকি আছে তাও দখলের চেষ্টা চলছে। পটুয়াখালী শহরের পশ্চিম প্রান্তের কালিকাপুর এলাকার মাছগ্রাম খাল। এক দশক আগেও এই খালটি প্রবাহমান ছিল। তবে গত পাঁচ থেকে সাত বছরের ব্যবধানে খালের অধিকাংশ এলাকা দখল করে কাঁচা পাকা স্থাপনা নির্মাণ করা হয়েছে। ৪০ ফিটের খালটি রাজনৈতিক দলের ছত্রছায়ায় কিংবা সংশ্লিষ্টদের অবৈধ সুবিধা দিয়ে খাল দখল করা হয়েছে।