সময় গত বৃহস্পতিবার সকাল ৭টা ৪৫ মিনিট। রাজধানীর ফার্মগেটের ওভার ব্রিজের নিচে বিভিন্ন বাসের কাউন্টার ও ফাঁকা জায়গায় অসংখ্য যাত্রী দাঁড়িয়ে ছিলেন বাসের অপেক্ষায়। সপ্তাহের শেষ কর্মদিবস হওয়ায় সবার মাধ্যে কর্মস্থলে পৌঁছানোর তাড়া ছিল। এক একটা গাড়ি যাত্রী বোঝাই করে আসছে, স্টপেজে কয়েকজনকে নামিয়ে আরও নতুন যাত্রী তুলে চলে যাচ্ছে। ভিড় থাকায় অনেকেই আবার গাড়িতে উঠতেও পারছেন না। এমন পরিস্থিতিতে বেশি বেকায়দায় পড়েন নারী যাত্রীরা।