ঝিনাইদহ জেলা শহর থেকে মাত্র ২০ কিলোমিটার দূরের গ্রাম নলডাঙ্গা। গেলেই দেখা মেলে সাড়ে ৩০০ বছরের পুরাতন মন্দির। ১৬৫৬ সালের দিকে নলডাঙ্গায় মন্দিরগুলো স্থাপন করেন তৎকালীন রাজা ইন্দ্রনারায়ণ দেবরায় বাহাদুর।এখানে রয়েছে- সিদ্ধেশ্বরী মায়ের মন্দির, লক্ষ্মী মন্দির, গনেশ মন্দির, দুর্গা মন্দির, তারামনি মন্দির,বিঞ্চু মন্দির, রাজেশ্বরী মন্দিরসহ সুদৃশ্য আটটি মন্দির। মন্দিরে দেখা মেলে প্রাচীন কারুকার্য।