প্রাচীন জয়পুরের গোলাপি আভার পিংক সিটি পেরিয়ে চলেছে পথ। রাজপুত রাজাদের আমর ফোর্ড যাওয়ার পথে বিশাল লেক। লেকের মাঝে ওয়াটার প্যালেস বা জলমহল। নাহারগড় পাহাড়ের পাদদেশে রাজা দ্বিতীয় জয় সিংহ অষ্টাদশ শতকে এই লেক ও মহল নির্মাণ করেন মুঘল স্থাপত্য রীতিতে।