ইচ্ছাশক্তি আর আত্মমনোবলেই একজন মানুষ  লক্ষ্যে পৌঁছাতে পারেন তার উদাহরণ কুষ্টিয়ার শারীরিক প্রতিবন্ধী প্রকৌশলী সাইফুল আলম মারুফ। ২০০৬ সালে সড়ক দুর্ঘটনা তিনি স্বাভাবিকভাবে চলাচলের ক্ষমতা হারান। তার পরে ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তায় পড়েন বেসরকারি কোম্পানিতে চাকরিরত এই প্রকৌশলী। তবে অনিশ্চয়তা কাটিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়েছেন। ডিজিটাল প্রযুক্তি তাকে বদলে দিয়েছে। তিনি সমাজে প্রতিষ্ঠিত হয়ে কেবল বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগই করেননি দেশের চাল সেক্টরে অটো রাইস মিলের স্বপ্নদ্রষ্টাও তিনি। নিজে প্রতিবন্ধী হওয়ায় প্রতিবন্ধীদের কল্যাণেও কাজ করে যাচ্ছেন।