আর কদিন পরই সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দূর্গাপুজা। সেই পুজার প্রধান উপকরণ হিসেবে প্রতিমা অন্যতম। আর এই প্রতিমা তৈরীতে ব্যস্ত সময় পার করছেন প্রতিমা শিল্পীরা। প্রতিমার কাজ শেষ করতে দিন রাত সমানতালে কাজ করে যাচ্ছেন প্রতিমা শিল্পীর প্রতীমা শিল্পীরা ৩ মাস ধরে কাজ করে শেষ পর্যায়ের রংয়ের প্রলেপ দিচ্ছেন। মা দূর্গা এবার মর্তে আসবেন পালকিতে চড়ে আবার বাবার বাড়ি কৈলাশে ফিরে যাবেন ঘোড়ায়।