পাবনার পাকশী হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পদ্মা নদীর পানি বিপদসীমার ৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ২ অক্টোবর সকালে ১৪ দশমিক ২৫ সেন্টিমিটার অতিক্রম করে ৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে যা ১৬ বছরের রেকর্ড ভেঙ্গে দিয়েছে। পাকশী, সাড়া ও লক্ষীকুন্ডা ইউনিয়নের ১০টি গ্রামের নিম্নাঞ্চলের মানুষ পানিবন্দি হয়ে পড়েছে, ডুবে গেছে শীতকালীন সবজিসহ বিভিন্ন ফসল। পানি বৃদ্ধির ফলে নিম্নাঞ্চলের মানুষেরা গবাদি পশু নিয়ে পড়েছে বিপাকে, অনেকে বাড়ি ছেড়ে আশ্রয় নিয়েছেন উঁচু এলাকার স্বজনদের বাড়িতে।