কুষ্টিয়ার মেধাবী শিক্ষার্থী সুবর্ণা খাতুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধা তালিকায় স্থান পেয়েও তার ভর্তিতে দেখা দিয়েছে অনিশ্চয়তা। তাহলে কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়ার স্বপ্ন তার পূরণ হবে না? সুবর্ণা কখনও গৃহশিক্ষকের কাছে পড়তে পারেনি। মামার রুমের চৌকির ওপর বসেই পড়ে পড়েই ঢাবিতে চান্স পেয়েছে সে। ভর্তির টাকা জোগাড় হয়নি। শুধু ভর্তি নয়, কিভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করাবে তার পরিবার এটা নিয়েও চিন্তিত তার পরিবার।