পশ্চিমবাংলা বৃষ্টিহীন আকাশ যেনো সকাল থেকেই উদাসীন।দেবীদুর্গা কৈলাসে ফিরে গেলেন। টানা চারদিন পর মঙ্গলবারই অবসান ঘটলো শারদীয়ার। এদিনই ছিল বিজয়া দশমী। ফলে উৎসবের আনন্দে বিদায়ের সুরে শারদীয়ার শেষ মুহূর্তটুকু আনন্দে মেতে থাকতে চান কলকাতাবাসী। ইতিমধ্যেই এদিন সকাল থেকে শহরের বিভিন্ন মণ্ডপে শুরু হয় সিঁদুর খেলা।