আবরার ফাহাদ, বাড়ি কুষ্টিয়ার রায়ডাঙ্গা গ্রাম, উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্নে বুয়েটে ভর্তি হন। আবরারকে নিয়ে পরিবারেরও ছিল অনেক স্বপ্ন, তবে ৬ অক্টোবর সে স্বপ্ন নিমেষেই ধূলিসাৎ হয়ে যায়। প্রায় ৬ ঘণ্টা শেরে বাংলা হলের ২০১১ নম্বর কক্ষে তিন দফায় নির্যাতন করা আবরারকে নির্যাতন সইতে না পেরে এক সময় মৃত্যুর কোলে ঢলে পড়েন। এ ঘটনার পর থেকে গর্জে উঠে বুয়েট, হত্যায় জড়িতদের বিচারের রাস্তায় নামেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার আন্দোলনকারীরা একটি নাটক মঞ্চায়ন করে আবরার হত্যার এ চিত্র তুলে ধরনে।