বগুড়ার আদমদীঘি উপজেলার শাঁওইল গ্রামে ঢুকলেই কানে ভেসে আসবে খট খট শব্দ। ভোর থেকেই শুরু হয় তাঁতের এই শব্দ। এখানকার প্রতিটি ঘরেই তৈরি হচ্ছে চাদর, শাড়ি, গামছা, লুঙ্গি, থ্রি-পিসসহ অন্যান্য বস্ত্র।