১৯৬১ সালে প্রতিষ্ঠিত হয় ঢাকার মিরপুরের জাতীয় উদ্ভিদ উদ্যান। ২০৮ একর আয়তনের উদ্যানটি দেশি-বিদেশি বিভিন্ন প্রজাতির উদ্ভিদ সংগ্রহ ও সংরক্ষণের উদ্দেশ্য নিয়ে গঠিত হয়। বছরে প্রায় ২৫-৩০ লক্ষ উদ্ভিদপ্রেমী এ উদ্যান পরিদর্শন করেন। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় উদ্যানটি সৌন্দর্য হারিয়েছে। এ সৌন্দর্য্য বৃদ্ধিতে সম্প্রতি একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে।