১৯৭১ সালের ২২ নভেম্বরের কাক ডাকা ভোর গ্রামের অধিকাংশ মানুষ যখন ঘুমিয়ে। এমন সময় গ্রামের দুই দিক দিয়ে প্রবেশ করে পাক হানাদার বাহিনীর বড় বড় দুইটি গ্রুপ। আগুন জ্বালিয়ে দেওয়া হয় পুরো গ্রামজুড়ে। বাড়ির পর বাড়ি ঘিরে ফেলে হানাদার বাহিনী।পুরো গ্রাম জুড়ে চলে নারকীয় হত্যাযজ্ঞ। মাত্র সাত ঘণ্টায় ধ্বংসস্তুপে পরিণত হয় চারটি গ্রাম। নারকীয় হত্যার পাশাপাশি লুটতরাজ ও ধর্ষণে মেতে উঠে পাক হানাদাররা।