কুষ্টিয়ার মিরপুর উপজেলার ছাতিয়নের কালিনাথপুর গ্রামে একটি সৌরবিদ্যুৎ ব্যবহার করা সেচপাম্প স্থাপন করা হয়েছে। সৌরপাম্পের উৎপাদিত অতিরিক্ত বিদ্যুৎ এতদিন যতটুকু অপচয় হতো, সেই বিদ্যুৎ এবার যোগ হচ্ছে জাতীয় গ্রিডে।প্রতিদিন ২৫ কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে এ সৌরপাম্প থেকে। এতে বিঘাপ্রতি ৮শ থেকে এক হাজার টাকা সাশ্রয় হচ্ছে কৃষকের।প্রতিদিন ১৯ কিলোওয়াট বিদ্যুৎ ব্যয় হচ্ছে। বাকি বিদ্যুৎ যোগ হচ্ছে জাতীয় গ্রিডে।বছরের তিন মাস যখন সেচ মৌসুম থাকবে না, তখন পুরো বিদ্যুৎই যোগ হবে জাতীয় গ্রিডে।