জাতির জনক বঙ্গবন্ধুর ডাকে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের রক্তাক্ত রণাঙ্গনে জীবন বাজি রেখে যুদ্ধ করেছি প্রফেসর আনোয়ারুল আজিম আরিফ। তিনি তখন চট্টগ্রাম সরকারি কমার্স কলেজ ছাত্রলীগের শীর্ষনেতা এবং স্বাধীনতা পরবর্তীতে (১৯৭২) অনুষ্ঠিত বাংলাদেশের প্রথম ছাত্রসংসদ নির্বাচনের মাধ্যমে বিজয়ী দেশের ইতিহাসের সর্বপ্রথম ভিপি। ১৯৭৬ সালে শিক্ষকতার পেশায় যোগ দেন তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। একজন জনপ্রিয় শিক্ষক নেতা থেকে তিনি উপাচার্য হয়ে পালন করেন উচ্চশিক্ষা বিকাশের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা।