ভিসা লাগাত পারছিনে বলে ১১ বছর দেশে যাইবার পারি না। লোকমান হোসেন,বাড়ি রাজশাহীর বাগমারা উপজেলায়। ভাগ্যের অন্বেষণে ২০০৯ সালে দুবাই অাসেন। অাসার কিছু দিন পরেই তারা ভিসার মেয়াদ শেষ হয়ে যায়। নতুন করে ভিসার অনুমতি না থাকায় এখন অবৈধ শ্রমিক, তাই স্থানীয় বাসিন্দা অাব্দুল্লাহ'র কাছ থেকে জমি বন্ধক নিয়ে করছেন কৃষি খামার। হিসেব মতে প্রায় ৬ বিঘা জায়গায় নানা জাতের সবজি চাষ করেছেন। বছরে ৪ হাজার দিরহাম দিতে হয় জমির মালিককে অার অন্যান্য খরচ দিয়ে মাসে ৪ হাজার খরচ অন্যান্যসহ ৬ হাজার । তার হিসেবেই খরচ বাদ দিয়ে ১৫ থেকে ১৮ হাজার দিরহাম অায় হয় জমিতে। স্থানীয় ভাষায় অবৈধ শ্রমিকদের বলে "খাল্লিবাল্লি" অার সবজি চাষকে বলে "জরিপা", শারজায় এরকম প্রায় ৪ হাজার জরিপা রয়েছে। যেখানে অধিকাংশ "খাল্লিবাল্লি" অবৈধ শ্রমিক কাজ করেন।